Social Stratification | French Revolution | প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক স্তর বিভাজন অষ্টাদশ শতকে ফ্রান্স ছিল একটি বিশাল ঘন জনবসতিপূর্ণ, সমৃদ্ধ ও শক্তিশালী দেশ। এই সময় ফ্রান্সের সমাজ মূলত তিন ভাগে বিভক্ত ছিল যাজক, অভিজাত ও সাধারণ মানুষ। এদের যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এস্টেট বলা হত। সম্ভবত খ্রিস্টান ধর্ম তত্ত্বের ধারণার উপরে নির্ভর করেই সমাজে বিভাজন ঘটেছিল। ভলতেয়ার লিখেছেন যে, একটি জাতির অভ্যন্তরে তিনটি জাতির অস্তিত্ব ছিল। এই তিনটি শ্রেণীর প্রথমটি হলো যাজক। এরা ছিল ফ্রান্সের জনসংখ্যার মাত্র ১%। যাজকরা স্বতন্ত্র সামাজিক গোষ্ঠী, শাসন, বিচার ও রাজস্ব সংক্রান্ত এদের নিজস্ব ব্যবস্থা ছিল। দেশের ২০% চাষ যোগ্য জমির মালিক ছিল এরা। এছাড়াও এরা দেশের অন্য সম্প্রদায়ভুক্ত মানুষের কাছ থেকে ধর্মীয় কর বা টাইথ আদায় করত। চার্চের সমাজের নানা গুরুত্বপূর্ণ সমাজকল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকার প্রথা থাকলেও, অষ্টাদশ শতকে যাজকদের নৈতিক অবক্ষয় ঘটে। উচ্চ শ্রেণীর যাজকেরা বিলাস-ব্যসনে দিন কাটাতে থাকে আর নিম্ন শ্রেণীর যাজকেরা ছিল নিরক্ষর ও দরিদ্র। নিম্ন যাজকদের শিক্ষাদানেরও ...