ইতালিতে, বিশেষ করে ফ্লোরেন্সে, কেন প্রথম নবজাগরন হয়? Why Did the Renaissance Begin First in Italy, Especially in Florence?
ইতালিতে, বিশেষ করে ফ্লোরেন্সে, কেন প্রথম নবজাগরন হয়? আধুনিক যুগের আবির্ভাবের সাথে ইউরোপের রেনেসাঁর অবিচ্ছেদ্য সম্পর্ক। ১৪ শতকে প্রথম ইতালিতে এবং পরে ১৬ শতকে পশ্চিম ইউরোপে সামাজিক ও সাংস্কৃতিক জীবনে যে ব্যাপক রূপান্তর শুরু হয়েছিল সেটাই ছিল আধুনিকতার প্রথম পদক্ষেপ। এই ৩০০ বছরে ইউরোপের মানবিক জীবন ও মানবিক সত্তা সম্পর্কে নতুন চেতনার প্রসার ঘটেছিল। মানুষকে দৈবের অধীন এক অসহায় জীব হিসাবে না দেখে তাকে কি সৃজনশীল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে প্রয়াস আমরা চিন্তার ক্ষেত্রে দেখতে পাই তাকে সাধারণ অর্থে 'মানবতাবাদ' বলা হয়। এই নব জাগৃতির উত্থান ইতালিতে এবং বিশেষভাবে ইতালির ফ্লোরেন্স শহরে। ইউরোপের অন্যত্র না হয়ে কেন ইতালিতেই নবজাগরণের সূচনা হলো তার পেছনে একাধিক কারণ রয়েছে। ১৪ শতকে ইউরোপের বৃহত্তম অংশ ছিল সামন্ততান্ত্রিক, কেবল উত্তর ইটালির বাণিজ্যিক শহর গুলিতে পৌর শাসন চালু ছিল; কারণ বাণিজ্য বিপ্লবের হাত ধরে ৯৫০ খ্রিস্টাব্দ থেকে এই এলাকায় নগরায়নের প্রভাব পড়েছিল। ধর্মযুদ্ধের সময় ইতালির বন্দর ও নগর গুলি উত্তর ইউরোপ ও পবিত্র ভূমির মধ্যে পণ্য সরবরাহ ও লেনদেনের ফলে এই নগরায়ন তীব্র...