সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Slavery লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রাচীন রোমের দাস ব্যবস্থার স্বরূপ | Slavery in Ancient Rome

প্রাচীন রোমের দাস ব্যবস্থার স্বরূপ আলোচনা কর। প্রাচীন রোমান সভ্যতার অন্যতম প্রতিষ্ঠান ছিল ক্রীতদাস ব্যবস্থা। সমগ্র জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশই ছিল দাস। রোমের এহেন সমাজব্যবস্থাকে ঐতিহাসিকগণ দাস সমাজ বলে অভিহিত করেছেন। খ্রিস্ট পূর্ব পঞ্চম শতক থেকে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন পর্যন্ত রোমের ক্রীতদাস প্রথার অস্তিত্ব ছিল। রোমান সমাজ এবং অর্থনীতি অসম্ভব ভাবে দাস নির্ভর হয়ে উঠেছিল। কোন কোন উৎস থেকে রোমে দাস সংগ্রহ করা হতো তা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে খুব একটা পৃথক নয়। রোমে দাস সংগ্রহের প্রধানতম উৎস ছিল যুদ্ধ। যুদ্ধে পরাজিত পুরুষ মহিলা এবং শিশুদের দাসে পরিণত করা হত। বহু ক্ষেত্রে পিতা-মাতা কর্তৃক পরিত্যক্ত অবাঞ্ছিত সন্তানদের দাসে পরিণত করা হত। কতকগুলি অপরাধের শাস্তি হিসেবেও দাসে পরিণত করার প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া বংশানুক্রমিকভাবে একজন দাস বা দাসীর সন্তান অনিবার্যভাবে দাসত্ব বরণ করতে বাধ্য ছিল। এই সমস্ত উৎসের মধ্যে সম্ভবত যুদ্ধ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস; কারণ রোমান শাসকরা অনবরত যুদ্ধে লিপ্ত থাকতেন এবং পরাজিত এলাকার উপরে নিউজ প্রভুত্ব স্থাপন করতেন। পূর্বেই বলা হয়েছে যে, রোমের সমাজ ও অ...