Please visit our Homepage and Subscribe us.
Treaty of Nanking | নানকিং এর সন্ধি
প্রথম ইঙ্গ চীন যুদ্ধ চীনের জয়লাভ অসম্ভব হয়ে দাঁড়ায় শোচনীয় পরাজয় এবং সম্পূর্ন অপদস্ত হওয়া থেকে বাঁচতে পিকিং এর রাজদরবার বৃটেনের সঙ্গে 1842 সালের 29 আগস্ট নানকিং এর চুক্তি সম্পাদন করে। চীনের ইতিহাসে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীনে এই চুক্তির মধ্য দিয়ে ঔপনিবেশিকতার সূচনা হয় এবং চিনে এক যুগের সমাপ্তি হয়।
নানকিং এর সন্ধির শর্তগুলি নিম্নরূপ:
1. ব্রিটিশ বণিকদের কাছে বণিকদের ঋণ পরিশোধ এবং যুদ্ধ ও লিনের হাতে অফিন ধ্বংসের ক্ষতিপূরণ বাবদ ব্রিটেনকে দু'কোটি 10 লক্ষ ডলার দিতে সম্মত হয়।
2. ক্যান্টন হং বণিকদের একচেটিয়া অধিকার লুপ্ত হয়।
3. ক্যান্টন, আমায়, ফু চাও এবং সাংহাই এই পাঁচটি বন্দরে এখন থেকে ব্রিটিশ জনপ্রতিনিধি এবং বণিকদের বসবাস ও ব্যবসা করার অনুমতি দেওয়া হয়। 1843 এ বোগের/হুমেনের সন্ধিতে ব্রিটেন চিনে অতিরাষ্ট্রিক অধিকার ও সর্বাপেক্ষা অনুগৃহীত দেশের মর্যাদা পায়।
4. হংকং বৃটেনের হাতে ছেড়ে দেওয়া হয়।
5. বিদেশি পণ্যের ওপর একটি নির্দিষ্ট পরিমাণ শুল্ক ধার্য হবে এবং সেই পরিমাণ অনতিবিলম্বে নির্ধারিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। বোগ বা হুমেনের সন্ধির মাধ্যমে 5% শুল্কহার নির্দিষ্ট হয়। অর্থাৎ বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপের স্বাধীনতা চিন হারায়।
প্রসঙ্গত উল্লেখযোগ্য আফিম কে কেন্দ্র করে যুদ্ধ বাধলেও উক্ত চুক্তিতে আফিম বিষয়ে কোনো শর্ত ছিল না। যাইহোক নানকিং ও বোগের সন্ধির ফলে চীনের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়েছিল। নানকিং এর সন্ধির অনুরূপ শর্তগুলি ফ্রান্স ও আমেরিকা দুটি পৃথক পৃথক সন্ধি' ওয়াংসিয়া ও হোয়্যাম্পয়ার সন্ধির মাধ্যমে আদায় করে নিয়েছিল। উপরন্তু 12 বছর পর চুক্তি সংশোধনের অধিকারও পেয়ে যায়।
Thanks for reading.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন