Enlightened Absolutism | জ্ঞানদীপ্ত স্বৈরাচার
লাইবনিৎজ |
অষ্টাদশ শতকের দার্শনিকগণ কর্তৃক প্রচারিত জ্ঞানদীপ্ত ধ্যান-ধারণা রাষ্ট্রতত্ত্ব ও রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই প্রভাব থেকেই জন্ম নিয়েছিল "জ্ঞানদীপ্ত স্বৈরাচার"। এই সময়কার ইউরোপীয় দার্শনিকরা বিশ্বাস করতেন যে, একটি রাষ্ট্রের সাফল্য নির্ভর করছে সেই রাষ্ট্রের মানুষ কতটা স্বাধীনতা ও সুখ উপভোগ করছেন তার উপরে। তারা আশা করতেন জ্ঞানদীপ্ত শাসকেরা প্রজা কল্যাণের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করুন। ঐতিহাসিকরা মনে করেন, প্রধানত দুজন দার্শনিক লাইবনিৎজ ও কান্ট জ্ঞানদীপ্ত দর্শন নিয়ে আসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন।
প্রাশিয়ার রাজা মহান ফেড্রারিক , রাশিয়ার রানী দ্বিতীয় ক্যাথারিন এবং অস্ট্রিয়ার দ্বিতীয় জোসেফ নিজেদের জ্ঞানদীপ্ত শাসক হিসাবে প্রতিপন্ন করেছিলেন। তাদের প্রধান উদ্দেশ্য ছিল চার্চ ও অভিজাততন্ত্রের ক্ষমতা খর্ব করা।
মহান ফ্রেডারিক ৪৬ বছর প্রাশিয়া শাসন করেছিলেন। বেশকিছু বিচারবিভাগীয় ও শিক্ষাগত সংস্কার সাধন করেছিলেন এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণে শিল্প গড়ে তুলেছিলেন। মহান ফ্রেডারিক অভিজাতদের আমলাতন্ত্রে স্থান দিয়ে তাদের সরকারের গুরুত্বপূর্ণ স্তম্ভ পরিণত করেছিলেন। তাঁর "জ্ঞানদীপ্ত" সংস্কার গুলির প্রধান উদ্দেশ্য ছিল প্রাশিয়ান রাষ্ট্রকে শক্তিশালী করে তাকে একটি ন্যায্য রাষ্ট্রে পরিণত করা। তিনি রাজকীয় এলাকার ভূমিদাসদের মুক্ত করে সেনাবাহিনীতে নিয়োগ করেছিলেন। প্রখ্যাত দার্শনিক ভলতেয়ার জ্ঞানদীপ্ত শাসক হিসাবে মহান ফ্রেডারিখের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন।
প্রায় একই ভূমিকা পালন করেছিলেন রুশ সম্রাজ্ঞী ক্যাথরিন। তিনি একটা স্তর পর্যন্ত কৃষি সংস্কারকে অগ্রসর করেছিলেন, তিনি ধর্মীয় সহনশীলতা বৃদ্ধি ও চার্চের জমি সাধারণ মানুষের মধ্যে বন্টন এর ব্যবস্থা করেছিলেন। আঞ্চলিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ও কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করার বেশকিছু পদক্ষেপ নিয়েছিলেন। মন্টেস্কুর The spirit of laws ক্যাথরিনকে প্রভাবিত করেছিল, তবে ক্যাথরিনের জ্ঞানদীপ্ত শাসন রুশ রাষ্ট্র তথা রুশ অভিজাততন্ত্র কে উপকৃত করলেও রাশিয়ার সাধারণ মানুষের উন্নতি ঘটাতে পারেনি।
ঐতিহাসিক জর্জ রুদে মন্তব্য করেছেন, সংস্কার সাধনের ক্ষেত্রে সবচেয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় জোসেফ। তিনি তার মায়ের সাথে যৌথভাবে ১৫ বছর ধরে অস্ট্রিয়া শাসন করেছিলেন। জ্ঞানদীপ্ত শাসকদের মধ্যে তার সংস্কার গুলি ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী। অভিজাততন্ত্রের বিরুদ্ধেও জোসেফ এর পদক্ষেপগুলি ছিল কঠোর ও দৃঢ় । তিনি প্রাদেশিক অভিজাতদের উপর কর ধার্য করেছিলেন। কৃষকদের ওপর অভিজাতদের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছিল। যদিও জোসেফ এর এই সংস্কার অভিজাতরা মেনে নেয়নি, অভিজাতদের তীব্র বিরোধিতা তার সংস্কারগুলিকে সফল হতে দেয়নি।
Thank you sir❤🙏
উত্তরমুছুন