Please visit our Homepage and Subscribe us.
Taoism | তাওবাদ
প্রাক-আধুনিক চিনা চীনের ইতিহাসে কনফুসিয়াসবাদ এর পরেই স্থান ছিল তাওবাদ এর স্থান। তাওবাদ সবকিছু থেকে সরে থাকার ও প্রত্যাহার করে নেবার দর্শন। তাওবাদ এ যুদ্ধ, ধ্বংস এবং মৃত্যুকে ঘৃণা করা হয়েছে। তাই ওরা ক্ষমতা, সম্পদ ও মর্যাদা অর্জনের জন্য সংঘাত এড়িয়ে চলার পক্ষপাতী ছিলো। ওরা মনে করত স্থান ও কাল অনন্ত। একজন ব্যক্তি এই মহাজাগতিক বিশ্বের এক একটি ক্ষুদ্র বহিঃপ্রকাশ মাত্র। তাওবাদ ছিল শাসকের স্বৈরাচার এবং কনফুসিয়াসের অহেতুক নৈতিকতার বিরোধী দর্শন। ওরা প্রকৃতির মধ্যে পথ বা তাও এর অনুসন্ধান করেছেন। তাওবাদ জানার উপাদান খুবই কম। খুব সম্ভবত তৃতীয় খ্রীষ্টপূর্বাব্দে রচিত তাও -তে- চিং গ্রন্থটি একমাত্র নির্ভরযোগ্য গ্রন্থ|।
Thanks for reading.
https://amzn.to/2RyEvHP
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন