প্রাচীন রোমে ব্যবসা বাণিজ্য প্রাচীন রোমান সাম্রাজ্য ব্যবসা-বাণিজ্যে লক্ষনীয় সাফল্য অর্জন করেছিল। রোমের এই বাণিজ্যিক সাফল্যের পশ্চাতে ছিল সস্তা দাস শ্রমের উপর নির্ভর করে অপরিমিত কৃষি ও কারিগরি উৎপাদন। একইসঙ্গে কার্যকর ছিল রোমান সাম্রাজ্যের অভিজাত সম্প্রদায়ের মধ্যে সৌখিন দ্রব্যের ব্যাপক চাহিদা। রোমে অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্য দুই প্রকার বাণিজ্যই চলত। অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল 'ফোরাম' গুলি। গ্রামাঞ্চলে অভিজাতরা যেখানে বাস করত সেখানে একটি গ্রামীণ বাজার গড়ে উঠত। এই বাজার গুলি ফোরাম নামে পরিচিত ছিল। ফোরাম গুলিকে কেন্দ্র করে পরবর্তীকালে নগরের বিকাশ ঘটে। ফোরামগুলিতে পণ্যের জোগান দিতে বৃহৎ কৃষিজমি বা ল্যটিফানডিয়া গুলিতে উৎপাদিত পণ্য। কৃষি পণ্যের মধ্যে খাদ্যশস্য অলিভ ও মদ এবং ও কৃষি পণ্যের মধ্যে মৃৎপাত্র বস্ত্র ধাতুনির্মিত পণ্য ও কাচের জিনিস প্রধান বাণিজ্য পণ্যে পরিণত হয়েছিল। রুমে বিলাসপণ্যের একটা বড় অংশ আমদানি করা হত বিদেশ থেকে। সোমালিল্যান্ড থেকে আসতো ধুনো। বাল্টিক উপকূল থেকে আনা হতো গয়না তৈরির প্রয়োজনীয় একরকম হলুদ রঙের পাথর অ্যাম্বার, ভারত থেকে এডেন হয়ে রোমে ...