সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Sahjahan লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শাহজাহানের মধ্য এশিয়া নীতি | Sahjahan's Foreign Policy in Central Asia

 শাহজাহানের মধ্য এশিয়া নীতি ট্রান্স অক্সিয়ানা ছিল মুঘলদের পূর্বপুরুষের বাসভূমি। বাবর থাকে শুরু করে জাহাঙ্গীর পর্যন্ত প্রত্যেক মুঘল শাসকই তৈমুরের রাজধানী সমরখন্দ পুনরুদ্ধারের আশা পোষন করতেন। বাবর ও হুমায়ূন চেষ্টা করেও নিস্ফল হয়েছিলেন। শাহজাহান তার পূর্বপুরুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সচেষ্ট হন।  শাহা জাহানের প্রাথমিক লক্ষ্য ছিল বালখ ও বদাকসান দখল করা। কারণ এই দুই প্রদেশ দখল করলে সমরখন্দ দখলের রাস্তা উন্মুক্ত হবে। দ্বিতীয়ত উত্তর পশ্চিম সীমান্তে উজবেগ জাতির আক্রমণকে প্রতিহত করে উত্তর পশ্চিম সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা যাবে। সুতরাং শাহজাহানের মধ্য এশিয়া অভিযানের পশ্চাদে যে কেবল আবেগ কার্যকর ছিল তা নয়, সুনির্দিষ্ট রাজনৈতিক ও সামরিক লক্ষ্যও ছিল। ১৬৮৬ খ্রিস্টাব্দে অক্ষু নদীর তীরে বুখারা রাজ্যের রাজা নজর মহম্মদ খান যখন পুত্র আব্দুল আজিজের সঙ্গে এক যুদ্ধে লিপ্ত হলেন সেই সুযোগে শাহজাহান যুবরাজ মুরাদ ও আলী মর্দানের নেতৃত্বে একটি বিরাট বাহিনী প্রেরণ করলেন। মুঘল সেনাবাহিনী খুব সহজে বালখ ও বাদকসান অধিকৃত করে নজর মহম্মদ খান পারস্যে পলায়ন করেন। যদিও এই দুই রাজ্য দীর্ঘকাল মুঘল ...