সাংস্কৃতিক ঐতিহ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত সংস্থাসমূহ | Organizations Associated with Cultural Heritage Management.
সাংস্কৃতিক ঐতিহ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত সংস্থাসমূহ ১. Archaeological Survey of India (ASI) – ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ প্রতিষ্ঠা: ১৮৬১ সালে, স্যার আলেকজান্ডার কানিংহামের নেতৃত্বে। অধীনস্থ মন্ত্রণালয়: ভারতের সংস্কৃতি মন্ত্রক (Ministry of Culture)। মূল দায়িত্ব: জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ, ধ্বংসাবশেষ এবং প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। দেশের বিভিন্ন অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা পরিচালনা। "Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958" বাস্তবায়ন। প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা ও জাদুঘর পরিচালনা। উল্লেখযোগ্য কাজ: নালন্দা, মহাবলিপুরম, হাম্পি, খাজুরাহো প্রভৃতি স্থানে প্রত্নতাত্ত্বিক খনন, সংরক্ষণ এবং পর্যটকদের জন্য উন্নতর ব্যবস্থাপনা। জাতীয় স্তরের সংরক্ষিত ৩,৬০০+ স্মৃতিস্তম্ভের তত্ত্বাবধান ২. Indian National Trust for Art and Cultural Heritage (INTACH) প্রতিষ্ঠা: ২৭ জানুয়ারি, ১৯৮৪। প্রকৃতি: অলাভজনক, স্বেচ্ছাসেবী সংস্থা। প্রধান উদ্দেশ্য: ভারতের স্থাপত্য, শিল্প, কারুশিল্প ও জীবনয...