Junk Trade | জাঙ্ক বাণিজ্য
প্রাক আধুনিক চীনে ব্যবসা-বাণিজ্য ছিল অবহেলিত। চীনের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। চীনারা নিজেদের স্বর্গের নিচে বসবাসকারী সভ্য জাতি বলে মনে করত এবং চিন সাম্রাজ্যের বাইরে বসবাসকারী লোকদের সাথে কখনই সমপর্যায়ে সম্পর্ক গড়ত না। চীনাদের এই ধারণা এবং সামন্ততান্ত্রিক কাঠামো তাদের বাণিজ্যে অবহেলা করতে শিখিয়েছিল। কেবল মাত্র ক্যান্টন বন্দরে বিদেশীরা বাণিজ্য করতে পারত এবং স্থলপথের নজরানার প্রথার অনুষঙ্গ হিসাবে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলির সঙ্গে বাণিজ্য চলত। নজরানা ও কাউটাউ প্রথা বহির্ভূত আরো এক প্রকার বেসরকারি বাণিজ্য প্রচলিত ছিল, যা জাঙ্ক বাণিজ্য নামে পরিচিত।
জাঙ্ক হল একপ্রকার চিনা বাণিজ্য জাহাজ। অস্ট্রো-এশীয়ান বাণিজ্যতরী মডেলে এই জাহাজ তৈরি হতো। সাঙ যুগ থেকে জাঙ্ক এর ব্যবহার চলে আসছিল এবং ইউরোপীয়দের চীনে আগমন পর্যন্ত এই জাহাজের ব্যবহার ছিল সবচেয়ে বেশী।
দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে এই জাঙ্ক বাণিজ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্যাম, আন্নাম, মালাক্কা মাল উপদ্বীপ এবং জাভা প্রভৃতি অঞ্চলে সাথে এই জাঙ্ক বাণিজ্য চালু ছিল। এই বাণিজ্যের যেহেতু নজরানা প্রথা বহির্ভূত বাণিজ্য তাই এই বাণিজ্যের ব্যাপক প্রচলন নজরানা প্রথাকে ক্রমশ অর্থহীন করে দিয়েছিল।
jayanta sir eta ki 5 no
উত্তরমুছুনসম্ভবত
উত্তরমুছুনKhub valo
উত্তরমুছুন