সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

D'etente লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দাঁতাত এর কারণ | Reasons Behind the Detente Politics

দাঁতাত এর কারণ বিংশ শতাব্দীর ষাটের দশকের সময় থেকেই দুই পরস্পরবিরোধী মহাশক্তিধর রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পারস্পরিক সংঘাতের উত্তেজনা হ্রাস করে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করে। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্কের এই নীতি আন্তর্জাতিক রাজনীতিতে দাঁতাত নামে পরিচিত। আন্তর্জাতিক রাজনীতির ভাষ্যকাররা মনে করেন সমসাময়িক আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি উভয়পক্ষকে দাঁতাত রাজনীতি গ্রহণে বাধ্য করেছিল। দাঁতাত এর কারণগুলো নিম্নে আলোচিত হল- 1. আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন দুটি রাষ্ট্রই ছিল পরমাণু শক্তিধর রাষ্ট্র। উভয়পক্ষই এই চরম সত্যটা বুঝেছিলো যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার রাশ টানা না হলে তা একদিকে যেমন তাদের নিরাপত্তা নিশ্চিত করবে না, অন্যদিকে তেমনি তাদের অর্থনৈতিক অগ্রগতির পথে এই অস্ত্র প্রতিযোগিতা বাঁধা স্বরূপ হয়ে উঠবে। এর পাশাপাশি আরেকটি সমস্যা তীব্রতর হয়ে উঠেছিল-- একের পর এক দেশের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা। এক সময় ব্রিটেন, ফ্রান্স ও চীন পারমানবিক বোমা নির্মাণে সক্ষম হয়ে ওঠে। পাশাপাশি ইজরায়েল, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ইরাক প্রভৃতি রাষ্ট্রসঙ...

দাঁতাত রাজনীতির স্বরূপ | D'etente

 দাঁতাত কি?  'দাঁতাত' একটি ফরাসি শব্দ যার অর্থ হলো উত্তেজনার অবসান। দাঁতাত বলতে বোঝায়, আলাপ আলোচনার পরিবেশ তৈরীর মধ্যে দিয়ে দীর্ঘকালব্যাপী ঠান্ডা লড়াই এর অন্তিম কালে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন এই দুই পরস্পর বিরোধী শক্তির মধ্যে বিরোধের অবসান ঘটানোর কূটনৈতিক প্রয়াস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কুড়ি বছর ধরে ঠান্ডা লড়াইয়ের উত্তেজনা যেভাবে বৃদ্ধি পেয়েছিল ষাটের দশকের মাঝামাঝি সময় থেকে সেই উত্তেজনার পারদ নামতে শুরু করে। এই দুই পরাশক্তি নিজেদের মধ্যে নমনীয় সহবস্থান এবং আপস-মীমাংসার মাধ্যমে দ্বিপাক্ষিক বিরোধ ও তজ্জনিত আন্তর্জাতিক বিরোধের অবসান ঘটানোর উদ্যোগ নেয়। এই শান্তিপূর্ণ পরিবেশ প্রথম পর্বে প্রায় 10 বছর টিকে ছিল। এবং দ্বিতীয় পর্বে ছয় বছর এই পরিবর্তিত শান্তিপূর্ণ পরিবেশটি আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে দাঁতাত নামে পরিচিত। ফরাসি রাষ্ট্রপতি De Gaulle আন্তর্জাতিক কূটনীতিতে প্রথম দাঁতাত শব্দটি ব্যবহার করেন। পরবর্তীকালে সত্তরের দশকে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এর নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার দাঁতাত কে জনপ্রিয় করে তোলেন। অধিকাংশ বিশেষজ্ঞদের অভিমত কিউবা ক্ষেপণাস্ত্র...