বিজ্ঞান বিপ্লব কি বৈপ্লবিক? ইতিহাসের এমন কিছু পরিবর্তন ঘটে, যা মানব সভ্যতার গতিপথকে আমূল পরিবর্তন করে দেয়। ইউরোপে ১৬শ ও ১৭শ শতকে যে পরিবর্তন বৈজ্ঞানিক ক্ষেত্রে ঘটেছিল, ইতিহাসে তা ‘বিজ্ঞান বিপ্লব’ (Scientific Revolution) নামে পরিচিত। বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি, পদ্ধতি ও জ্ঞানের উৎপাদনে এই সময় যেসব মৌলিক পরিবর্তন এসেছিল, তা শুধু ইউরোপ নয়, পরবর্তী সময়ের গোটা পৃথিবীর ওপর গভীর প্রভাব ফেলেছিল। বিজ্ঞান বিপ্লব মূলত ইউরোপে ১৫৪৩ খ্রিস্টাব্দে কোপার্নিকাসের গ্রন্থ De Revolutionibus Orbium Coelestium প্রকাশের মধ্য দিয়ে শুরু হয় এবং ১৬৮৭ সালে আইজ্যাক নিউটনের Principia Mathematica প্রকাশের মাধ্যমে এক গুরুত্বপূর্ণ পর্বে উপনীত হয়। এই সময়কালে গ্যালিলিও, কেপলার, হার্ভে, ডেকার্ত, বেকন প্রমুখ বিজ্ঞানী ও দার্শনিকরা প্রকৃতি বোঝার এক সম্পূর্ণ নতুন ধারা তৈরি করেন, যা পুরনো অ্যারিস্টটলীয় তত্ত্ব ও ধর্মীয় বিশ্বাসভিত্তিক ব্যাখ্যাকে চ্যালেঞ্জ জানায়। কোপার্নিকাসের পূর্বে বিশ্বাস ছিল পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র, যা নিশ্চল ও স্বর্গীয় জ্যোতির্মন্ডল থেকে আলাদা এক ‘মাটির জগৎ’। গ্রহ-নক্ষত্রদের স্বর্গীয় ইথ...