চীন-জাপান যুদ্ধের (১৮৯৪) পটভূমি: মেইজি শাসকরা জাপানকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে প্রয়াসী হয়েছিলেন। এই প্রয়াসের পশ্চাতে অন্যতম প্রধান কারণ ছিল জাপানে পশ্চিমী সাম্রাজ্যবাদের আগ্রাসনকে রুদ্ধ করা এবং এই কাজে তারা নিঃসন্দেহে সফল হয়েছিলেন। মেইজি পুনঃপ্রতিষ্ঠার ২০ বছরের মধ্যেই জাপান অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী দেশে পরিণত হয়। এই সমৃদ্ধির অনিবার্য ফসল ছিল সাম্রাজ্যবাদের উত্থান। অন্যভাবে বলা যায় জাপানে পুঁজিবাদের সঙ্গে সামঞ্জস্য রেখে জাপানি সাম্রাজ্যবাদের উন্মেষ ঘটেছিল। ১৮৭৩ খ্রিস্টাব্দে কোরিয়ার বিরুদ্ধে জাপান সামরিক অভিযানের পরিকল্পনা করেও তা বাতিল করেছিল। কোরিয়ার উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চীন-জাপান যুদ্ধ (১৮৯৪) সংঘটিত হয়েছিল। কোরিয়া অভিযানের পরিকল্পনা বাতিল হওয়ার পর জাপান কোরিয়ার সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে কোরিয়া একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পায়। দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ইঞ্চয়, পুসান ও ওনসান- কোরিয়ার এই তিনটি বন্দর জাপানের বাণিজ্যের জন্য উন্মুক্ত হয়। ফলে চীনের স্বার্থ ক্ষুন্ন হয়, কারণ এতদিন করিয়া ছিল চীনের ...