কমোডোর পেরীর অভিযান কিভাবে জাপানের দ্বার উন্মোচিত করেছিল? ১৬০০ খ্রীঃ থেকে ২৫০ বছর ধরে টোকুগাওয়া সোগুনের শাসনে জাপান ছিল একটি বদ্ধ দেশ। কেবল চীন এবং ইউরোপীয় শক্তি নেদারল্যান্ডস ছাড়া বহির্বিশ্বের সাথে জাপানের কোনো যোগাযোগ ছিল না। উনিশ শতকের সূচনালগ্ন থেকে পশ্চিমী শক্তি গুলি জাপানের দ্বার উন্মোচনের জন্য মরিয়া হয়ে উঠে। প্রথমদিকে রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১৮৫৪ খ্রীঃ কমোডোর পেরীর নেতৃত্ত্বে আমেরিকান প্রচেষ্টা সফল হয় এবং জাপানের দ্বার উন্মুক্ত হয়। অনেকেই মনে করেন যে পশ্চিমের সাথে যোগাযোগের পূর্বে জাপানের সমাজ ও রাষ্ট্র ছিল পরিবর্তনহীন। কিন্তু এই ধারনা সঠিক নয়। জাপানের অভ্যন্তরীন ক্ষেত্রে যে একাধিক পরিবর্তনের প্রক্রিয়া চলছিল তাতে মনে হয় পশিমের অভিযান কেবল অনুঘটকের কাজ করেছিল। প্রথমত , মুদ্রা অর্থনীতির সূচনা । টোকুগাওয়া শাসনে জাপানে যে long peace বিরাজ করছিল তাতে ব্যবসা বানিজ্যের অগ্রগতি ঘটেছিল। এর ফলে চিরাচরিত চাল-নির্ভর বিনিময় ব্যবস্থা অকেজ হয়ে আসছিল এবং সুবিধাজনক মাধ্যম হিসাবে মুদ্রার ব্যবহার বাড়ছিল। দ্বিতীয়ত, উদীয়মান বণিকশ্রেনী । টোকুগাওয়া জাপানে শিল্পায়ন হয়নি। কিন্তু ব্...