ভৌগোলিক আবিষ্কারের প্রেরণা
পঞ্চদশ শতকের ইউরোপের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হলো পর্তুগাল ও স্পেনের নেতৃত্বে নিরন্তর সামুদ্রিক অভিযাত্রা। ইউরোপীয় নাবিকরা তাদের অক্লান্ত প্রচেষ্টায় আফ্রিকা, এশিয়া এবং আমেরিকায় পৌঁছায়। এই ভৌগোলিক আবিষ্কারের কিছু অনুপ্রেরণা নিঃসন্দেহে কাজ করেছিল।
মধ্যযুগে ইউরোপের ভৌগলিক ধারণা ছিল খুবই কম। সৌরকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা তখনো ছিলনা। মনে করা হতো পৃথিবীটা চ্যাপ্টা থালার মত, গরম দেশে সমুদ্রের জল ফুটন্ত হয় বা পশ্চিম দিকের সমুদ্রে ভয়ঙ্কর জীবেরা বাস করে। মধ্যযুগের শেষ দিকে এই ধারণাগুলো ক্রমশ বাতিল হতে থাকে। বেশকিছু আরবিও পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত সম্পর্কে তারা পরিচিত হয়েছিলেন। ইহুদি মানচিত্রকরদের কাছ থেকেও বেশ কিছু তথ্য তারা পেয়েছিলেন। কিন্তু পঞ্চদশ শতকে মানচিত্র নির্মাণে যে বিপ্লব এসে যায় তা অভিযাত্রীদের বুকে বল সঞ্চয় করে। এ প্রসঙ্গে জেরাল্ডস মেরকেটর এর বিশ্বমানের মানচিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য।
ভৌগলিক অভিযান করার পেছনে অর্থনৈতিক স্বার্থ তো অবশ্যই ছিল। জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং খনিজ সম্পদ ইউরোপের ছিল। কিন্তু সুতিবস্ত্র, রেশম, মসলা ইত্যাদির জন্য তাদেরকে অন্য মহাদেশের উপর, বিশেষ করে এশিয়ার উপর নির্ভর করতে হতো। এছাড়া সোনা, রুপাও যথেষ্ট পরিমাণে পাওয়া যেত না। এই সমস্ত পণ্যের বাণিজ্য ইতালি ও মুসলিম বণিকদের উপর নির্ভরশীল ছিল। 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতনের পর এই বাণিজ্য বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে চাহিদার তুলনায় আমদানি এতটাই কমে যাচ্ছিল যে ওই সমস্ত দেশে সরাসরি যোগাযোগের রাস্তা আবিষ্কার ছাড়া ইউরোপের আর কোনো পথ ছিল না।
ভৌগলিক অভিযানের জন্য যে ধরনের উপকূলীয় অবস্থান প্রয়োজন ছিল তা আইবেরীয় উপদ্বীপ অর্থাৎ স্পেন ও পর্তুগালের ছিল। তাই দেখা যায় যে এই দুটি দেশই ভৌগোলিক অভিযানে অগ্রগামী হয়েছিল। ভৌগলিক কারণেই লিসবন, কাদিজ ও সেভিল অভিযানের সূচনাবিন্দু হয়েছিল।
ভৌগলিক অভিযান এর পিছনে ধর্মের অনুপ্রেরণাও ছিল। কনস্টান্টিনোপলের পতনের ফলে ইসলাম ইউরোপে অনুপ্রবেশ করেছিল, যা ইউরোপীয়দের পুনরায় ক্রুসেড মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সমুদ্র বাণিজ্য দখলের মধ্য দিয়ে ইসলামের মোকাবিলা করা ছিল অন্যতম উদ্দেশ্য। এর পাশাপাশি খ্রিস্টান ধর্মপ্রচারকদের যথেষ্ট চাপ ছিল।
The inspiration behind the Exploration of the New World
The greatest event in the history of fifteenth-century Europe was the constant naval expeditions led by Portugal and Spain. European sailors reach Africa, Asia and America through their tireless efforts. Some inspiration worked before this naval expedition undoubtedly.
The geographical concept of Europe in the Middle Ages was very little. The idea of a solar-centric universe did not exist yet. The earth was thought to be like a flattened dish, with hot seas boiling in hot countries or terrifying creatures living in the western seas. Towards the end of the Middle Ages, these ideas gradually became obsolete. They became acquainted with the travel details of several Arabian tourists. They also received some information from Jewish cartographers. But the map-making revolution of the fifteenth century brought much strength to the explorers. Gerald's Mercator's world-class map is particularly significant in this regard.
There must have been economic interest behind the geographical expedition. Europe had enough food and mineral resources necessary for subsistence. But for textiles, silk, spices, etc., they had to depend on other continents, especially Asia. Besides, gold and silver were not available in sufficient quantity. Trade-in all these products depended on Italian and Muslim merchants. This trade was particularly damaged after the fall of Constantinople in 1453. As a result, imports were falling short of demand so Europe had no choice but to invent direct communication routes to those countries.
The Iberian Peninsula, Spain and Portugal had the coastal locations required for geographical expeditions. So it can be seen that these two countries were at the forefront of geographical expeditions. Geographical reasons led to the beginning of the port of Lisbon, Cadiz and Seville expeditions.
Religious inspiration was also behind the geographical expedition. With the fall of Constantinople, Islam invaded Europe, which was enough to remind Europeans of the Crusades again. One of the objectives was to counter Islam through the occupation of maritime trade. In addition, there was considerable pressure from Christian missionaries.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন