ভার্সাই সন্ধি ১৯১৪ থেকে ১৯১৮ খ্রিস্টাব্দে পর্যন্ত চার বছর ধরে প্রথম বিশ্বযুদ্ধ চলে ছিল। ১৯১৯ খ্রিস্টাব্দে ২৮ জুন প্যারিসের শান্তি সম্মেলনে জার্মানির সঙ্গে বিজয়ী শক্তিবর্গের যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তা ভার্সাই সন্ধি নামে পরিচিত। ভার্সাই চুক্তি ইউরোপের রাজনৈতিক মানচিত্রে বিপুল পরিবর্তন ঘটায়। প্যারিসের শান্তি সম্মেলনে মূল ভূমিকায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। মার্কিন প্রেসিডেন্ট উইলসনের চোদ্দ দফা নীতির শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার এই আদর্শ গুলির উপরে জোর দিয়ে ভার্সাই সন্ধির শর্তগুলি নির্ধারিত হয়েছিল। কিন্তু বাস্তবে সেগুলি কতটা অনুসৃত হয়েছিল তা আলোচনা করা যেতে পারে। জার্মানি উইলসনের চোদ্দ দফা ঘোষণার প্রতি আশ্বস্ত হয়েছিল। কিন্তু প্যারিসে শান্তি সম্মেলনে আসলে মিত্রশক্তি বর্গ জার্মানির উপর প্রতিশোধের মনোভাব প্রকাশ করেছিল। পরাজিত শত্রুর প্রতি বিদ্বেষ, ক্ষতিপূরণ আদায়, তার উপনিবেশ গুলির প্রতি লোভ এবং বলশেভিক ভীতি মিত্রশক্তির কার্যকলাপকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। তাদের প্রধান উদ্দেশ্য ছিল জার্মানিকে দুর্বল করে ইউরোপের শক্তি সাম্য ফিরিয়ে আনা। উইলসনের আ...