ভারতে ঐতিহ্য সংরক্ষণ আইন
কোন দেশের ঐতিহ্যই সেই রাষ্ট্রের পরিচয়। ঐতিহ্য সামাজিক তথা জাতির সম্পদ। প্রাকৃতিক কিংবা সংস্কৃতিক, মূর্ত কি বিমূর্ত সকল প্রকার ঐতিহ্যই সংরক্ষণ প্রয়োজন। বিভিন্ন প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্ট ক্রিয়া-কলাপ এর ফলে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য গুলি বিপদের সম্মুখীন হয়েছে এবং কিছু কিছু ঐতিহ্য বিনষ্ট হয়েছে। তাই কোম্পানির আমল থেকে শুরু করি ভারতে ঐতিহ্য সংরক্ষণের আইনি প্রচেষ্টা লক্ষ্য করা গেছিল এবং স্বাধীনতার পর থেকে সেই প্রচেষ্টা আরো বেশী দৃঢ় হয়েছে।
ভারতে ঐতিহ্য সংরক্ষণ একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। সংবিধানের ৫১ক অনুচ্ছেদে নির্দেশমূলক নীতিতে আমাদের দেশের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য কে রক্ষা করার ক্ষেত্রে নাগরিকদের দায়িত্বকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। একই সাথে জাতির কাছে গুরুত্বপূর্ণ স্থান ভবন বা সৌধ এবং বস্তুকে সঠিকভাবে সংরক্ষণ করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাও উল্লেখ করা হয়েছে।
ব্রিটিশ যুগে সংরক্ষণ আইন
ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভবন গুলি সংরক্ষণের আইনগত প্রয়াস প্রথম লক্ষ্য করা যায় কোম্পানি শাসনকালে। বাংলায় ১৮১০ সালের ১৯ নম্বর রেগুলেশনে, মাদ্রাজে ১৮১৭ সালে ৭ নম্বর রেগুলেশনে এবং ১৮৬৩ সালের ২০ আইনে এ বিষয়ে প্রথম গুরুত্ব দেওয়া হয়েছিল। ১৮৬১ সালে Archeological Survey of India প্রতিষ্ঠিত হয়। এর পর ১৮৭৮ সালে The Indian Treasure Trove Act জারি করা হয়। এটিই ছিল প্রথম সর্বভারতীয় ঐতিহ্য সংগ্রহ সংক্রান্ত আইন। আইনে বলা হয়েছিল, ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ সম্পদকে স্থানীয় জেলা কালেক্টর এর মধ্যস্থতার মাধ্যমে, প্রয়োজনে দাবিদারকে উপযুক্ত মূল্য দিয়ে সরকার অধিকার ও সংরক্ষণ করবে। তবে সংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের কোন উল্লেখ এই আইনে ছিল না। ১৯০৪ খ্রিস্টাব্দে লর্ড কার্জনের শাসন কালে The Ancient Monuments Preservation Act জারি করে ঐতিহাসিক পুর্বিক বা নান্দনিক দিক থেকে গুরুত্বপূর্ণ প্রাচীন ভবন বা সৌধগুলিকে রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছিল।
স্বাধীনত্তোর ভারতের ঐতিহ্য সংরক্ষণ আইন
Heritage Preservation Laws in India
The heritage of a country defines its identity. Heritage is a social and national asset, whether natural or cultural, tangible or intangible, and it needs preservation. Various natural causes and human activities have endangered and destroyed some of India's ancient heritage. Therefore, legal efforts to preserve heritage have been evident since the colonial era and have become stronger post-independence.
Constitutional Mandate for Heritage Preservation in India
Heritage preservation is a constitutional obligation in India. Article 51A of the Directive Principles of State Policy in the Indian Constitution reminds citizens of their duty to protect the country's diverse cultural heritage. It also emphasizes the role of the state in properly preserving historically significant places, buildings, and objects.
Preservation Laws during the British Era
The first legal efforts to preserve historically significant buildings can be traced back to the colonial period. In Bengal, Regulation No. 19 of 1810, in Madras Regulation No. 7 of 1817, and Act 20 of 1863, initially highlighted the importance of this issue. The Archaeological Survey of India (ASI) was established in 1861. Later, in 1878, the Indian Treasure Trove Act was introduced, which was the first nationwide law concerning heritage collection. This act stated that historically or archaeologically significant assets could be claimed and preserved by the government through the local district collector, compensating the claimant if necessary. However, this act did not mention the preservation of cultural heritage. In 1904, during Lord Curzon's administration, the Ancient Monuments Preservation Act was introduced to maintain ancient buildings or monuments of historical or aesthetic importance.
Post-Independence Heritage Preservation Laws in India
The first heritage-related law in independent India was issued in 1947. This law, the Antiquities (Export Control) Act, aimed to prevent the smuggling of historically significant antiquities out of the country. In 1972, this law was replaced by the Antiquities and Art Treasures Act (AATA) with the same objective.
Two significant heritage preservation laws were enacted in the 1950s. The first was the Ancient Monuments and Archaeological Sites and Remains Act of 1951, which identified and pledged to maintain national-level archaeological sites and monuments. To make this law more explicit, a new act with the same name was implemented in 1958. This act identified and listed nationally significant monuments, archaeological sites, and remains, recognized archaeological excavations, and aimed to protect sculptures and important historical carvings. To strengthen the AMASR, a law was enacted in 1959, declaring it a punishable offense to damage or harm any protected monument or object, with a maximum fine of 5000 rupees.
In 2010, amendments were made to the AMASR Act, and the National Monument Authority (NMA) was established. These amendments introduced the creation of regulated and prohibited zones around monuments (Article 20). The NMA's functions and powers were defined, stating that the organization would recommend the central government classify and consider the preservation of monuments recognized and listed before 2010 and identify and recommend the preservation of such monuments post-2010. This organization monitors the work of appropriate authorities formed for heritage preservation and suggests suitable modifications to the government for any projects that may impact or damage the preserved areas of historical monuments or buildings.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন