ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠায় বাবরের অবদান
![]() |
Babur |
বাবরের অভিযান
বাবরের সাফল্যের কারন
ভারতের মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। বাবর মধ্য এশিয়ায় সম্রাজ্য প্রতিষ্ঠাতায় ব্যার্থ হয়েছিলেন। পিতৃ রাজ্য ফারঘানা থেকে বিতাড়িত হয়ে পূর্ব দিকে ভাগ্যণ্বেষনের সন্ধানে রত ছিলেন। মধ্য এশিয়ায় সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও তিনি, ভারতবর্ষে এক বিশাল অঞ্চল অধিকার করে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। ভারতবর্ষে তার সাফল্যের পশ্চাতে নানা কারণ ছিল-
১) সুলতানি রাষ্ট্রের শেষের দিকে রাজনৈতিক সংহতি একেবারেই ভেঙে পড়েছিল। বহুলুল লোদীর প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ইব্রাহিম লোদীর শাসনকালে এই অনৈক্য চরম পর্যায়ে পৌঁছে ছিল। ইব্রাহিম লোদীর আচার-আচরণ আফগান সর্দারদের একেবারেই পছন্দের ছিল না। তাই তারা লোদীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল।
২) ভারতের সামরিক ব্যবস্থা বা শক্তি সেইসময় বিশ্বের নিরিখে ছিল একেবারেই পিছিয়ে। তীর-ধনুক, হস্তী বাহিনী, পদাতিক বাহিনী সম্বলিত আফগান ও রাজপুতরা বাবরের তুলনায় ছিল দুর্বল। তাছাড়া বিভিন্ন জাতিকে নিয়ে গড়ে তোলা সেনাবাহিনীতে কোন জাতীয় ঐক্য ছিল না। অন্যদিকে বাবরের হাতে ছিল কামান, বন্দুক। মুস্তাফা ও ওস্তাদ আলীর নেতৃত্বে গড়ে তোলা গোলন্দাজ বাহিনী বাবরের সাফল্যের পথ কে অবশ্যম্ভাবী করেছিল। ছোট অথচ সুশৃঙ্খল বাহিনীর ভিতরে বিজ্ঞানভিত্তিক সমন্বয় সাধন করে বাবর যুদ্ধ জিতে নিয়েছিল। তাছাড়া বাবর এর কাছে ছিল মধ্য এশিয়ার আরব ও ইরানের তীব্র গতি সম্পন্ন ভাল জাতের ঘোড়া। গোলন্দাজ ও অশ্বারোহী বাহিনী এই যৌথ আক্রমণ তুলঘুমা রণকৌশল নামে পরিচিত। সুতরাং যুদ্ধকৌশলের নিরিখে রাজপুত ও আফগানরা ছিল ভ্রান্ত। বাবর তার আত্মজীবনীতে লিখেছেন- ভারতীয়রা কিভাবে মরতে হয় জানে, কিন্তু কিভাবে যুদ্ধ করতে হয় জানে না।
৩) বাবর এর মতো সেনানায়ক সে যুগে ভারতবর্ষে কেউ ছিলনা। ইব্রাহিম লোদী ছিলেন ক্ষণক্রোধী, ধৈর্য হারা, অন্যদিকে বাবরের দীর্ঘসময়ের যাযাবর জীবনে দুঃখ দারিদ্রের অভিজ্ঞতা তাকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল। বাবর মোঘল বাহিনীকে নতুন ভূখণ্ড দখল করা এবং তাল তাল সোনা লাভ করার লোভ দেখিয়ে এবং জেহাদী আদর্শের মোড়কে মুঘল বাহিনীকে জীবন-মরণ সংগ্রামে উদ্ভুদ্ধ করেছিল।
৪) ডক্টর যদুনাথ সরকার বলেছেন যে - "যখন কোন দেশ সামাজিক ও রাজনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়বে এবং অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে পিছিয়ে পড়বে তখনই তার তুলনায় অপেক্ষাকৃত গতিশীল যে কোন জাতি তার ওপর প্রভুত্ব করবে"। তৈমুরের আক্রমণের পর ভারতবর্ষের সার্বিক মেরুদন্ড যেভাবে ভেঙে যায় তা আর জোড়া লাগে নি, এই প্রেক্ষাপটই বাবর এর কাজকে আরও সহজ করে দেয়।
পরিশেষে বলা যায় যে, রাজপুতদের ওপর যেটুকু ভরসা ছিলো সেটাও সংগ্রাম সিংহের জন্য বিফলে যায়। সংগ্রাম সিংহ এবং দৌলত খাঁ লোদী বাবরকে ভারত আক্রমণের আহ্বান জানিয়ে চরম ভুল করেছিলেন। যদিও তারা শেষ পর্যন্ত বাবরকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল।
Babur's Invasion
The founder of the Mughal Empire was Zahir-ud-din Muhammad Babur. Having been expelled from his paternal kingdom of Farghana, he wandered in search of fortune. Taking advantage of the internal dissensions among the ruling factions of Afghanistan, Babur captured Kabul in 1504 CE. This conquest brought an end to his long years of wandering. Gradually, Babur turned eastward in pursuit of power. In 1526 CE, by defeating the Lodi ruler in the First Battle of Panipat, he laid the foundation of the Mughal Empire in India. During his brief reign of only four years, he succeeded in defeating both the Afghans and the Rajputs, but he could not entirely annihilate the hostile forces or ensure lasting security for the empire.
The Lodi dynasty had grown weak due to internal conflicts. Ibrahim Lodi faced conspiracies from his provincial governors, Afghan chieftains, and even his own relatives. The Rajputs, under the leadership of Rana Sanga, united against him. It was this same Rana Sanga who had invited Babur to invade India. In 1524 CE, Babur occupied Punjab, and in 1526 CE, he defeated Ibrahim Lodi in the First Battle of Panipat and took possession of the Delhi Sultanate.
Although Ibrahim Lodi was defeated, the Afghans remained a formidable force. They regrouped under Ibrahim’s leadership. Meanwhile, Rana Sanga believed that, like Timur, Babur would plunder India and return. When the opposite occurred, Sanga extended his support to Mahmud Lodi. As Babur’s army advanced to capture strategic locations near Agra, such as Bayana, Dholpur, and Kalpi, Rana Sanga sought to resist him. In 1527 CE, Babur decisively defeated Rana Sanga in the Battle of Khanwa.
After Khanwa, Babur waged war against Medini Rao, the ruler of Chanderi in Central India, and captured Chanderi. He then turned his attention towards destroying the Afghan power in Bengal and Bihar. Nusrat Shah, the ruler of Bengal, supported Mahmud Lodi. However, through diplomacy, Babur won over Nusrat Shah as well as several Afghan leaders. Finally, in 1529 CE, Babur defeated the Afghans in the Battle of Ghaghra.
As a military commander, Babur achieved considerable success, but as an administrator, he was less effective. He could not completely eliminate the Rajput and Afghan powers. His successor, Humayun was defeated and expelled by the Afghans. Babur neither introduced new administrative institutions nor brought the existing system firmly under his authority to provide security for future generations. Given his reign of merely four years, such achievements were perhaps impossible. Yet, his true success lay in liberating the Mughal power from its long-standing fascination with Samarkand in Central Asia and redirecting its focus decisively towards India.
Reasons Behind Babur's Success
Zahir-ud-din Muhammad Babur had initially failed to establish an empire in Central Asia. Expelled from his paternal kingdom of Fergana, he turned eastward in search of fortune. Despite a series of failures in his attempts to expand power in Central Asia, he succeeded in conquering vast territories in India and laid the foundation of the Mughal Empire. Several factors were responsible for his success in India:
1. Political disunity in the late Sultanate
By the final phase of the Delhi Sultanate, political cohesion had almost completely disintegrated. The efforts of Bahlul Lodi to consolidate power had ultimately failed. Under Ibrahim Lodi, this disunity reached its peak. His conduct and policies alienated the Afghan nobles, who soon began conspiring against him.
2. Inferior military system in India
India’s military organization at that time was backward compared to global standards. The Afghan and Rajput forces relied heavily on elephants, archery, and infantry, which were ineffective against Babur’s military strategies. Moreover, these armies, composed of diverse ethnic groups, lacked national unity. In contrast, Babur introduced advanced artillery and firearms. Under the leadership of Mustafa and Ustad Ali, his artillery corps ensured an inevitable victory. His compact yet disciplined army, scientifically coordinated, proved superior in the battlefield. Babur also possessed swift and high-quality Central Asian horses from Arabia and Iran. The combined use of artillery and cavalry, known as the tulughma tactic, gave him decisive advantage. Thus, in terms of strategy, the Rajputs and Afghans were outdated. As Babur himself remarked in his memoirs: “The Indians know how to die, but they do not know how to fight.”
3. Babur’s leadership qualities
In contemporary India, no commander matched Babur’s caliber. Ibrahim Lodi was irritable and impatient, while Babur’s long nomadic life, marked by hardship and poverty, had steeled his character. He inspired the Mughal army by offering the lure of gold and new conquests, while simultaneously framing the struggle as a jihadi ideal. This combination of material reward and ideological motivation spurred his men to fight with determination.
4. Weaknesses of the Indian polity and society
As historian Jadunath Sarkar observed: “Whenever a country becomes socially and politically weak, and falls behind in economic and military terms, it is bound to be dominated by a comparatively dynamic nation.” After Timur’s invasion, India’s structural foundations were irreparably damaged, and they had not been restored by Babur’s time. This historical backdrop further facilitated Babur’s task.
Conclusion
Ultimately, even the limited trust placed in the Rajputs proved futile due to the actions of Rana Sangram Singh. Both Sangram Singh and Daulat Khan Lodi committed a grave mistake by inviting Babur to invade India. Although they eventually tried to resist him, their efforts failed, enabling Babur to firmly establish the Mughal Empire.
পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন?
উত্তরমুছুনতুলঘুমা পদ্ধতি না রুমি পদ্ধতি??
ঘর্ঘরার যুদ্ধের সালটি ভুল টাইপ হয়েছে!
উত্তরমুছুন1529 হবে 1929 বলা হয়েছে
ধন্যবাদ স্যার
উত্তরমুছুনThank you sir.
উত্তরমুছুন