Please comment and share.
ইব্রাহিম লোদী পরাজিত হলেও আফগানরা ছিল যথেষ্ট শক্তিশালী। ইব্রাহিম লোদীর নেতৃত্বে আফগানরা সংঘবদ্ধ হয়। এদিকে রানা সঙ্গের ধারণা ছিল, তৈমুরের মতোই তার উত্তরসূরি বাবরও লুণ্ঠন করে প্রত্যাবর্তন করবে। কিন্তু যখন বিপরীত ঘটনা ঘটল তখন রানা সঙ্গ মহামুদ লোদীকে সমর্থন করতে শুরু করলেন। বাবরের সেনাবাহিনী অগ্রার কাছাকাছি বেয়ানা, ঢোলপুর, কলপি, প্রভৃতি স্থানগুলি দখল করতে উদ্যত হলে রানা সঙ্গ বাধা দেন। 1527 সালে খানুয়ার যুদ্ধে বাবর রানাসঙ্গকে বাবর পরাস্ত করেন ।
ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠায় বাবরের অবদান
Babur |
ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জাহির উদ্দিন মহম্মদ বাবর। পিতৃরাজ্য ফারঘানা থেকে বিতাড়িত হয়ে ভাগ্যের অনুসন্ধানে ছিলেন। আফগানিস্তানের শাসক গোষ্ঠীর মধ্যে অন্তর্দ্বন্দ্বের সুযোগে 1504 খ্রিস্টাব্দে বাবর কাবুল অধিকার করেন। কাবুল জয়ের মাধ্যমে বাবরের দীর্ঘদিনের ভবঘুরে জীবনের অবসান ঘটে। বাবর ক্রমশ পূর্বদিকে ভাগ্য প্রতিষ্ঠার প্রচেষ্টায় রত হন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে লোদী শাসককে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন । মাত্র চার বছরের শাসনকালে তিনি আফগান ও রাজপুতদের পরাজিত করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করে সাম্রাজ্যের যথাযথ নিরাপত্তা বিধান করতে পারেনি।
লোদী সাম্রাজ্য অভ্যন্তরীণ দ্বন্দ্বে হয়ে দুর্বল পড়েছিল। ইব্রাহিম লোদীর প্রাদেশিক শাসকগণ , আফগান সর্দার এবং তার আত্মীয়রা তার বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করেছিল। রানা সঙ্গর নেতৃত্বে ইব্রাহিম লোদির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় রাজপুতরা। এই রানা সঙ্গই ভারত আক্রমণের জন্য বাবর কে আমন্ত্রণ জানিয়েছিলেন। 1524 খ্রিস্টাব্দে বাবর পাঞ্জাব দখল করেন। 1526 খ্রিস্টাব্দে বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত করে দিল্লীর সাম্রাজ্য দখল করেন।
First Battle of Panipath:1526 |
Babur's Army in the battle of Khanwa |
খানুয়ার যুদ্ধের পরে বাবর মধ্যপ্রদেশের চান্দেরির রাজা মেদিনী রাও এর বিরুদ্ধে যুদ্ধ করে চান্দেরি দখল করেন। অতঃপর তিনি বাংলা ও বিহারের আফগানদের ধ্বংস করতে উদ্যত হন। বাংলার শাসক নসরৎ শাহ মাহমুদ লোদীর পক্ষ অবলম্বন করেন। বাবর কূটনীতির দ্বারা নসরৎ শাহ কে নিজের পক্ষে টেনে নেন। অনেক আফগান দলপতিকেও বাবর নিজের পক্ষে আনতে সক্ষম হন। তারপর 1529 সালে ঘর্ঘরার যুদ্ধে বাবর আফগান শক্তিকে পরাজিত করতে সক্ষম হন ।
সমর নায়ক হিসেবে বাবর যতটা সফল হয়েছিলেন, সংগঠক হিসেবে ততটা সাফল্য লাভ করতে পারেন নি। তিনি রাজপুত ও আফগান শক্তিকে নিশ্চিহ্ন করতে পারেনি। পরবর্তী শাসক হুমায়ুন আফগান শক্তির হাতে পরাজিত ও বিতাড়িত হন। শাসনের ক্ষেত্রে নতুন কোন ব্যবস্থা চালু করতে পারেননি বা প্রচলিত ব্যবস্থাকে নিজ কর্তৃত্বে এনে ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চয়তাও দিতে তিনি পারেননি। মাত্র চার বছরের শাসনকালে অবশ্য এত কিছু করা সম্ভবও ছিল না। তবে তাঁর সাফল্য এখানেই যে, মোঘল শক্তিকে তিনি মধ্য এশিয়ার সমরখন্দের প্রতি মোহমুক্ত করে ভারতমুখী করতে সক্ষম হয়েছিলেন ।
--------------------------------
Thanks for reading.
Debgopal Hazra
UG Student, Sonarpur Mahavidyalaya.
পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন?
উত্তরমুছুনতুলঘুমা পদ্ধতি না রুমি পদ্ধতি??
ঘর্ঘরার যুদ্ধের সালটি ভুল টাইপ হয়েছে!
উত্তরমুছুন1529 হবে 1929 বলা হয়েছে
ধন্যবাদ স্যার
উত্তরমুছুনThank you sir.
উত্তরমুছুন