Susmita Mondal,
PG Student, JU
Ahmadabad Satyagraha | আহমেদাবাদ সত্যাগ্রহ
জাতীয় রাজনীতিতে গান্ধীর উত্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। 1915 খ্রীস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন গান্ধীজী দঃ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন এবং সর্বভারতীয় রাজনীতিতে অংশগ্রহণের পূর্বে তিনি (1917-1918) আঞ্চলিক স্তরে তিনটি পৃথক এলাকায় তাঁর রাজনৈতিক অস্ত্র 'সত্যাগ্রহ' নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। সত্যাগ্রহ হল আক্ষরিক অর্থে সত্যের প্রতি আগ্রহ। কিন্তু ভারতীয় রাজনীতির আঙিনায় গান্ধী প্রবর্তিত সত্যাগ্রহ ছিল সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত এবং অন্যায়ের বিরূদ্ধে পরিচালিত সংগ্রাম। তাঁর আদর্শের উপর গীতার ইংরাজী ভাষ্য (the song celestial), টলস্টয় (light of Asia within you), রাসকিন প্রমুখ পশ্চিমী লেখক এবং বৈষ্ণব ও জৈন ধর্মতত্ত্বের প্রভাব ছিল। তাঁর মতে,মানুষের সত্যের শক্তিকে ব্যবহার করে অশুভ শক্তির অন্তরের শুভবুদ্ধির জাগরণ ঘটানোই হল সত্যাগ্রহের উদ্দেশ্য।
Suggested Posts || Champaran Satyagraha || চম্পারন সত্যাগ্রহ || || Kheda Satyagraha || খেদা সত্যাগ্রহ || || Bardauli Decision || বারদৌলি সিদ্ধান্ত ||
Suggested Posts || Champaran Satyagraha || চম্পারন সত্যাগ্রহ || || Kheda Satyagraha || খেদা সত্যাগ্রহ || || Bardauli Decision || বারদৌলি সিদ্ধান্ত ||
চম্পারন সত্যাগ্রহের পর খেদা সত্যাগ্রহ চলার মাঝেই 1918র ফেব্রুয়ারী-মার্চ মাসে গান্ধী আমেদাবাদ বস্ত্রবয়ন শিল্পশ্রমিকদের ধর্মঘটেও জড়িয়ে পড়েন। এক্ষেত্রে তার বিপক্ষে ছিল গুজরাটি মিল মালিকেরা, যারা অন্যভাবে গান্ধীর খুব ঘনিষ্ঠ ছিল। প্রথম বিশ্বযুদ্ধজনিত কারণে দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছিল। এদিকে শ্রমিকরা যখন দুর্দশায় পড়ে, তখন প্লেগের দরুণ এক বিশেষ ভাতা দেওয়া হচ্ছিল তা বন্ধ করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে শ্রমিকরা 50% মজুরি বৃদ্ধি করার জন্য দাবী জানান। তবে মিল মালিকেরা ব্যয় সংকোচনের উদ্দেশ্যে 20% এর বেশি মজুরি বৃদ্ধি করতে রাজী ছিলেন না। এই অন্যায়ের বিরূদ্ধে শ্রমিকেরা সংঘবদ্ধ আন্দোলনে নামেন। এমতাবস্থায় গান্ধীজী শিল্পপতি অম্বালাল সারাভাই এর আহ্বানে মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ন হন। কিন্তু গান্ধীর হস্তক্ষেপের এবং সালিশি বোর্ড গঠনের ফলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কারণ মিলমালিকরা যে কোন আপোষ মীমাংসার পূর্ব-শর্ত হিসেবে ধর্মঘট পুরোপুরি স্থগিত রাখার দাবি জানায়। 22 শে ফেব্রুয়ারি মিলমালিকরা যখন শ্রমিকদের মিলের প্রবেশ পথে তালা লাগিয়ে দেন গান্ধী তখন শ্রমিকদের পক্ষ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং শ্রমিকদের দাবী 35%-এ নামিয়ে আনার পরামর্শ দেন। মিল মালিকেরা দ্বিমত পোষণ করায় দৃঢ় মনোবল ও আত্মসংযমহীন শ্রমিকদের নিয়ে গান্ধী আমরণ অনশন শুরু করেন। আন্দোলনের ব্যাপকতায় অনশনের চতুর্থ দিনে মালিকপক্ষ 35% মজুরি বৃদ্ধিতে রাজী হয়ে যান এবং 18 মার্চ একুশদিনব্যাপী এই সত্যাগ্রহ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে।
গান্ধীর রাজনৈতিক সাফল্যের ইতিহাসে আমেদাবাদ সত্যাগ্রহ ও অনশনের রাজনৈতিক হাতিয়ারের গুরুত্ব অপরিসীম। শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করে গান্ধী শ্রমিকদের পাশাপাশি মালিকপক্ষেরও সহানুভূতি, আস্থা ও বিশ্বাস অর্জন করেন। প্রকৃতপক্ষে তিনি শ্রেণি সংগ্রামের পরিবর্তে শ্রমিক-মালিক সহযোগিতা নীতিতে বিশ্বাসী ছিলেন।এই কারণে শহরাঞ্চলে তার রাজনৈতিক ভিত্তি গড়ে ওঠে এবং তিনি রাজনীতির মূল স্তম্ভে পরিণত হন।
Gandhi's rise in national politics is particularly significant. Gandhi returned to India from South Africa during the First World War in 1915, and before participating in all-India politics, he (1917-1918) began experimenting with his political weapon 'Satyagraha' in three separate areas at the regional level. 'Satyagraha' is literally an interest in truth. But the satyagraha introduced by Gandhi in the arena of Indian politics was a fight against injustice based on truth and non-violence. His ideals were influenced by the English commentary on the Gita (the song Celestial), Western writers such as Tolstoy (Light of Asia within you), Raskin, and Indian philosophies like Vaishnavism and Jain theology. According to him, the purpose of Satyagraha is to awaken the good intellect in the hearts of the evil forces by using the power of human truth.
In February-March 1918, in the midst of the Kheda Satyagraha after the Champaran Satyagraha, Gandhi also became involved in the Ahmedabad textile workers' strike against the Gujarati mill owners, who were otherwise very close to Gandhi. Commodity prices rose at an unusual rate due to the First World War. Meanwhile, when the workers were in distress, a special allowance Plague Bonous was discontinued. In this situation the workers demanded a 50% increase in wages. However, the mill owners did not agree to increase wages by more than 20%. The workers started an organized movement against this injustice. In this situation Gandhiji took the role of mediator at the call of industrialist Ambalal Sarabhai. But with Gandhi's intervention and the formation of an arbitration board, the situation became fiery. This is because the mill owners demanded that the strike be suspended as a precondition for any compromise. On 22 February, when the mill owners locked the entrance of the workers' mill, Gandhi decided to take the side of the workers. He suggested that the workers' demands be reduced to 35%. As the mill owners disagreed, Gandhi started a hunger strike with the strong minded workers. On the fourth day of the hunger strike, the owners agreed to a 35% increase in wages, and on March 18, the twenty-one-day Satyagraha movement came to an end.
In the history of Gandhi's political success, the importance of the Ahmedabad satyagraha and hunger strike as a political tool is immense. By participating in the labour movement, Gandhi gained the sympathy, confidence and trust of the workers as well as the employers. In fact, he believed in the principle of labour-owner cooperation rather than class struggle. Due to this, his political base was formed in the urban areas and later he became the main Indian pillar of politics.
Click here to follow us.
গান্ধীর রাজনৈতিক সাফল্যের ইতিহাসে আমেদাবাদ সত্যাগ্রহ ও অনশনের রাজনৈতিক হাতিয়ারের গুরুত্ব অপরিসীম। শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করে গান্ধী শ্রমিকদের পাশাপাশি মালিকপক্ষেরও সহানুভূতি, আস্থা ও বিশ্বাস অর্জন করেন। প্রকৃতপক্ষে তিনি শ্রেণি সংগ্রামের পরিবর্তে শ্রমিক-মালিক সহযোগিতা নীতিতে বিশ্বাসী ছিলেন।এই কারণে শহরাঞ্চলে তার রাজনৈতিক ভিত্তি গড়ে ওঠে এবং তিনি রাজনীতির মূল স্তম্ভে পরিণত হন।
Gandhi's rise in national politics is particularly significant. Gandhi returned to India from South Africa during the First World War in 1915, and before participating in all-India politics, he (1917-1918) began experimenting with his political weapon 'Satyagraha' in three separate areas at the regional level. 'Satyagraha' is literally an interest in truth. But the satyagraha introduced by Gandhi in the arena of Indian politics was a fight against injustice based on truth and non-violence. His ideals were influenced by the English commentary on the Gita (the song Celestial), Western writers such as Tolstoy (Light of Asia within you), Raskin, and Indian philosophies like Vaishnavism and Jain theology. According to him, the purpose of Satyagraha is to awaken the good intellect in the hearts of the evil forces by using the power of human truth.
In February-March 1918, in the midst of the Kheda Satyagraha after the Champaran Satyagraha, Gandhi also became involved in the Ahmedabad textile workers' strike against the Gujarati mill owners, who were otherwise very close to Gandhi. Commodity prices rose at an unusual rate due to the First World War. Meanwhile, when the workers were in distress, a special allowance Plague Bonous was discontinued. In this situation the workers demanded a 50% increase in wages. However, the mill owners did not agree to increase wages by more than 20%. The workers started an organized movement against this injustice. In this situation Gandhiji took the role of mediator at the call of industrialist Ambalal Sarabhai. But with Gandhi's intervention and the formation of an arbitration board, the situation became fiery. This is because the mill owners demanded that the strike be suspended as a precondition for any compromise. On 22 February, when the mill owners locked the entrance of the workers' mill, Gandhi decided to take the side of the workers. He suggested that the workers' demands be reduced to 35%. As the mill owners disagreed, Gandhi started a hunger strike with the strong minded workers. On the fourth day of the hunger strike, the owners agreed to a 35% increase in wages, and on March 18, the twenty-one-day Satyagraha movement came to an end.
In the history of Gandhi's political success, the importance of the Ahmedabad satyagraha and hunger strike as a political tool is immense. By participating in the labour movement, Gandhi gained the sympathy, confidence and trust of the workers as well as the employers. In fact, he believed in the principle of labour-owner cooperation rather than class struggle. Due to this, his political base was formed in the urban areas and later he became the main Indian pillar of politics.
Click here to follow us.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন