ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতার কারণ ও পরিণাম
ইংরেজ ও ফরাসি এই দুই ইউরোপীয় শক্তি উপনিবেশিক স্বার্থসিদ্ধির জন্য ভারতে আসেন এবং ভারতের বাণিজ্য ও সম্পদের উপর নিজেদের একছত্র অধিপত্য স্থাপন করার চেষ্টায় একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। করমন্ডল উপকূল ও তার পার্শ্ববর্তী এলাকায় অর্থাৎ কর্ণাটক এলাকা ১৭৪৪ থেকে ১৭৬৩ পর্যন্ত তিনটি যুদ্ধ হয়। যা পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত।
মুঘল সাম্রাজ্যের পতনের লগ্নে দক্ষিণ ভারতের রাজনৈতিক অস্থিরতায় ইংরেজ ও ফরাসিরা তাদের স্বার্থসিদ্ধির সুযোগ পেয়েছিল। হায়দ্রাবাদের নিজাম-উল-মুল্ক আসফ ঝাঁ-এর মৃত্যুর পর সমগ্র দক্ষিণ ভারতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, তার উপর মারাঠাদের আক্রমণ দক্ষিণ ভারতকে ব্যতিব্যস্ত করে তোলে। এই অবস্থায় ইংরেজ ও ফরাসিরা পারস্পারিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। করমন্ডল উপকূলে বাণিজ্যিক নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত করতে পারলে ভারতে তাদের সাম্রাজ্যের স্থাপনের কাজ সহজ হবে। তাছাড়া ১৭৪০ নাগাদ অস্ট্রিয়ায় উত্তরাধিকার নিয়ে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ইউরোপীয় প্রতিদ্বন্দ্বিতা ভারতে এই দুই বনিক গোষ্ঠীকে প্ররোচিত করেছিল।
অস্ট্রিয়ার উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হলেও ফরাসি কিংবা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে লড়াইয়ে নামতে চায়নি। প্রথম গোলমালটা ইংরেজরাই বাঁধিয়েছিল। ইংরেজ সেনাপতিরা ফরাসিদের কয়েকটি জাহাজ দখল করে নিলে প্রত্যক্ষ সংঘর্ষ শুরু হয়। মরিশাস থেকে লা বুর্দনের নেতৃত্বে ফরাসিদের জন্য নৌবাহিনী আসে। ফলে ফরাসিদের অবস্থান শক্ত হয়। মাদ্রাজে ইংরেজদের উপর আক্রমণ হলে ইংরেজরা আত্মসমর্পণ করে। ফরাসিরা মাদ্রাজ ছিনিয়ে নেয়। নিরাপত্তার জন্য ইংরেজরা কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিন এর কাছে আবেদন করে এবং সাড়াও পায়। যদিও ফরাসিরা নবাবের বাহিনীকে হারিয়ে দেয়। ইতিমধ্যে মাদ্রাজ থেকে লুণ্ঠিত সামগ্রীর ভাগ নিয়ে ফরাসি গভর্নর ডুপ্লে ও লা বুর্দনের মধ্যে ঝগড়া চলায় ফরাসি শিবির দুর্বল হয়ে যায়। লা বুর্দনে মারিশাস ফিরে যান ১৭৪৬ খ্রিস্টাব্দে ডুপ্লে দ্বিতীয়বার সেন্ড ডেবিট ফোর্ট অধিকারের চেষ্টা করেন। আই লা শ্যাপেল এর সন্ধি অনুযায়ী ১৭৪৮ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার উত্তরাধিকার দ্বন্দ্বের অবসান ঘটলে ভারতেও প্রথম ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের অবসান ঘটে। ভারতে ইংরেজরা তাদের হারানো এলাকা ফিরে পায়, ফরাসিরাও উত্তর আমেরিকায় তাদের অধিকার ফিরে পায়।
আপাতদৃষ্টিতে প্রথম কর্ণাটকের যুদ্ধ ভারতের রাজনীতিতে কোন পরিবর্তন না আনলেও এর দ্বারা শৃঙ্খলবদ্ধ ক্ষুদ্র ইউরোপীয় বাহিনীর কাছে নবাবের সমস্যাবহুল অদক্ষ ভারতীয় সেনাবাহিনীর অপদার্থতা প্রতীয়মান হয়। ইউরোপীয় কোম্পানীগুলি বুঝতে পারে যে ভারতে সাম্রাজ্য বিস্তার করতে হলে শক্তিশালী নৌবাহিনী অবশ্যক।
১৭৪৮ নাগাদ কর্নাটকের ও হায়দ্রাবাদের সিংহাসনের উত্তরাধিকার সমস্যাকে কেন্দ্র করে দ্বিতীয়বার ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। ফরাসিরা কর্ণাটকের চাঁদা সাহেব এবং হায়দ্রাবাদের মুজাফফর জঙ্গকে সমর্থন করে। ইংরেজরা সমর্থন করে দুই প্রতিদ্বন্দ্বী কর্নাটকের আনোয়ার উদ্দিন এবং হায়দ্রাবাদের নাসির জঙ্গকে, ফরাসি সমর্থনপুষ্ট দুই প্রতিদ্বন্দ্বী বিজয়ী হন। হায়দ্রাবাদের নতুন নিজাম হন মুজাফফর জঙ্গ। তিনি নর্দান সরকার ও মুসলিপত্তমে ফরাসিদের জন্য একটি জায়গীর প্রদান করেন। পন্ডিচেরির আশেপাশে কিছু গ্রামও দান করা হয়। দরবারে একজন ফরাসি প্রতিনিধি নিয়োজিত হয়।
ফরাসিদের শক্তি বৃদ্ধিতে ইংরেজরা সতর্ক হয়, রবার্ট ক্লাইভের নেতৃত্বে কলকাতা থেকে শক্তিশালী বাহিনী মাদ্রাজে আসে। .১৭৫২ খ্রিস্টাব্দে দ্বিতীয় কর্নাটকের যুদ্ধে ইংরেজরা জয়ী হয়। ক্লাইভ আর্কট দখল করেন, মোহাম্মদ আলীকে মুক্ত করে কর্নাটকের সিংহাসনে বসান। ইতিমধ্যে কর্ণাটকের যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি ঘটায় ফরাসি সরকার ডুপ্লেকে ডেকে পাঠায়। নতুন গভর্নর হয়ে আসে গেদেহিউ। গেদেহিউ ইংরেজদের সাথে সন্ধি করে। সন্ধির শর্তানুযায়ী পন্ডিচেরির আশেপাশের অঞ্চলে ফরাসিদের অধিকার স্বীকৃত হয়।
১৭৫৬ খ্রিস্টাব্দে ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ আরম্ভ হলে ভারতে পুনরায় ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এবার ছিল হেস্তনেস্ত করার পালা। এই যুদ্ধ কেবল দাক্ষিণাত্যে সীমাবদ্ধ ছিল না, বঙ্গদেশেও ছড়িয়ে পড়েছিল। প্রকৃতপক্ষে বঙ্গদেশ থেকেই এর সূচনা। ক্লাইভ প্রথমে ফরাসি কুঠী চন্দননগর দখল করেন। প্রথম থেকেই ফরাসি সরকারের উদাসীনতা, ফরাসিদের আর্থিক দুর্বলতা তাদেরকে পিছিয়ে রেখেছিল। কাউন্ট ল্যালির নেতৃত্বে শক্তিশালী বাহিনী পাঠানো হলেও ফরাসিরা একের পর এক যুদ্ধ হেরে যায়। বাংলার চন্দননগর প্রথমেই হাতছাড়া হয়ে যায়। কর্নাটকে প্রায় সব কটি ঘাটি ধ্বংস হয়। শেষে ১৭৬০ খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ফরাসিরা চূড়ান্তভাবে পরাজিত হয় এবং আত্মসমর্পণে বাধ্য হয়। ইতিমধ্যে প্যারিসের সন্ধির দ্বারা সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটলে, ভারতেও ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের অবসান ঘটে। ফরাসিরা শর্ত সাপেক্ষ তাদের পুরানো কুঠি গুলি ফিরে পায়। শর্ত ছিল ফরাসিরা কখনোই চন্দননগরকে সুরক্ষিত করতে পারবে না। ইতিমধ্যে ইংরেজরা তাদের প্রভাবসীমা বাড়িয়ে নেয়। ১৬৬৯ খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা পত্র গুটিয়ে ভারতবর্ষ থেকে চলে যায়। সেইসঙ্গে ইংরেজদের প্রধান ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীর বিদায় ঘটে।
দাক্ষিণাত্যে প্রায় দুই শতক ধরে চলে আশা ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতার পরিণতিতে ইংরেজরাই লাভবান হয়। ফরাসিদের আর কোন ক্ষমতাই রইল না। কার্যত তারা ইংরেজদের নিয়ন্ত্রণাধীনে পরিণত হয়। অন্যদিকে ফরাসিদের পরাজয় ও তাদের বিদায়ের অবসরে ইংরেজরা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। কর্ণাটক ও হায়দ্রাবাদ তাদের হস্তগত হয়, ভারতের উপকূলীয় বাণিজ্যে তাদের একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হয়। রমেশচন্দ্র মজুমদারের ভাষায় এই সংগ্রাম নিশ্চিতভাবে স্থির করে দিয়েছিল ফরাসিরা নয় ইংরেজরাই ভারতবর্ষে প্রভুত্ব করতে চলেছে।
Causes and Consequences of Anglo-French Rivalry
Amid the decline of the Mughal Empire, political instability in South India provided opportunities for the English and French to pursue their interests. After the death of Hyderabad's Nizam-ul-Mulk Asaf Jah, political unrest spread across South India, exacerbated by Maratha invasions, leading to Anglo-French rivalry. Controlling trade on the Coromandel Coast would facilitate empire-building in India, while the European rivalry over the Austrian Succession around 1740 spurred these trading companies.
Though neither the French nor the English East India Company initially wanted to fight over the Austrian Succession, the English sparked direct conflict by seizing French ships. French reinforcements under La Bourdonnais from Mauritius strengthened their position, capturing Madras after the English surrendered. Despite French victories over the Nawab of Carnatic Anwaruddin, internal disputes between Governor Dupleix and La Bourdonnais weakened them. The war ended with the Treaty of Aix-la-Chapelle in 1748, restoring English territories in India and French holdings in North America.
Centered on succession disputes in Carnatic and Hyderabad, the French supported Chanda Sahib and Muzaffar Jang, while the English backed Anwaruddin and Nasir Jang; the French-backed candidates won. Muzaffar Jang granted the French jagirs in Nurdan Sarkar and Masulipatam, plus villages near Pondicherry and a court representative. Robert Clive led English forces from Calcutta to Madras, capturing Arcot in 1752 and installing Mohammed Ali as Nawab. Dupleix was recalled, and the new Governor Godeheu signed a treaty recognizing French rights around Pondicherry.
Triggered by the Seven Years' War in Europe, rivalry reignited in India, starting in Bengal with Clive seizing Chandannagar. French financial weaknesses and government indifference hampered them; despite Count Lally's forces, they lost repeatedly—Chandannagar fell, most Carnatic posts were destroyed, and they surrendered decisively at the Battle of Wandiwash in 1760. The Paris Treaty ended the European war and Anglo-French conflicts in India, with the conditional return of French factories (excluding fortified Chandannagar). By 1769, the French East India Company folded, exiting India
Over nearly two centuries in South India, the English emerged victorious from Anglo-French rivalry, reducing French power to subservience under English control. The English gained Carnatic and Hyderabad, monopolized coastal trade, and solidified dominance, as historian R.C. Majumdar noted: this struggle definitively established English supremacy over the French in India.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন