টোকুগাওয়া শোগুনতান্ত্রিক জাপানের সামাজিক স্তরবিন্যাস | Social Hierarchy in Japan DuringTokugawa Shogunate
টোকুগাওয়া শোগুনতান্ত্রিক জাপানের সামাজিক স্তরবিন্যাস
সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত জাপান দীর্ঘদিন ধরে বহিঃজগৎ থেকে বিচ্ছিন্ন ছিল। টোকুগাওয়া শোগুনতন্ত্রের শাসনের শেষ দিকে জাপান মুক্ত বিশ্বের দরবারে উন্মুক্ত হয়েছিল। এর আগে জাপান ছিল রুদ্ধদ্বার দেশ। তাই প্রাক আধুনিক জাপানের সামাজিক স্তরবিন্যাস অনুসন্ধান করা কঠিন। তবে রুশ জাহাজের ক্যাপ্টেন ভ্যাসিলি গ্যালোওনিন ৩ বছর ধরে জাপানের জেলে বন্দি ছিলেন। বন্দিদশায় তিনি যে স্মৃতি গ্রন্থ লিখে গেছিলেন তার ভিত্তিতে উনিশ শতকীয় জাপানের সামাজিক স্তর বিন্যাস করা যায়। তাঁর বিবরণ অনুযায়ী জাপানি সমাজ আট ভাগে বিভক্ত ছিল। কিন্তু অন্যান্য ঐতিহাসিক দলিলের সঙ্গে সামঞ্জস্য করে জাপানি সমাজকে ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিকগন মোটামুটি পাঁচটি শ্রেণিতে বিভক্ত করেছেন-- ডাইম্যো, সামুরাই, কৃষক, কারিগর এবং বণিক। সেই সময় ক্রীতদাস প্রথার প্রচলন ছিল কিনা তা নিশ্চিত ভাবে বলা যায় না।
ডাইম্যো :
সামুরাই
কৃষক
সমগ্র জনসংখ্যার তিন- চতুর্থাংশ ছিল কৃষক। মূলত দুই ধরনের কৃষকের অস্তিত্ব ছিল। একদল ছিলেন অতি ক্ষুদ্র ভূখণ্ডের মালিক। আর একদল ছিলেন ভূমিহীন চাষী। জমি মাপা হতো 'চৌ' বা 'চোবু' এককে। একজন কৃষকের কাছে মোটামুটি অর্ধেক চোবু জমি থাকত যা প্রায় আড়াই একর জমির সমতুল। এই পরিমাণ জমি বাৎসরিক খাজনা ছিল ৫ কোকু চাল, যা উৎপাদিত মোট চালের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ হত। কৃষিকাজ করার ক্ষেত্রে কৃষককে ডাইম্যোর নির্দেশ মেনে নির্দিষ্ট ধরনের ফসল ফলাতে হতো। আর যারা ভূমিহীন চাষী ছিল তারা প্রভুর জমিতে চাষ করত। এছাড়া বেশ কিছু ক্ষেতমজুর ছিল যাদের 'গেনিন' বলা হত। সুতরাং জাপানের কৃষক সমাজে তিনটি স্তর স্পষ্ট ছিল। কৃষকদের জীবন সুখের ছিল না। সপ্তদশ শতকের শেষ দিক থেকে খাজনার নগদীকরণ করা হলে কৃষকদের আরও বেশি অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়েছিল। কারণ ফলন ভালো না হলে তাদের ঋণের জালে জড়িয়ে পড়তে হত এবং ঋণের জালে জড়িয়ে তারা অনেক সময় সর্বস্ব হারিয়ে ফেলত।
কারিগর
টোকুগাওয়া যুগে কারিগররা ছোটো ছোটো শিল্পের সাথে নিযুক্ত থাকতেন। তাদের সামাজিক মর্যাদা ছিল। মিস্ত্রি, ছুতোর, তাঁতি সবই এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। কারিগরদের সংগঠিত করার ক্ষেত্রে গিল্ডগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতো। এক একটি বিশেষ শিল্পে এক একটি গিল্ড হত। গিল্ডগুলি পণ্যমূল্য নির্ধারণ থেকে উৎপাদন ব্যবস্থার উন্নতি সাধন এবং শিল্পজাত পণ্য বিক্রির যাবতীয় দায়ভার গ্রহণ করত। কারিগরি পেশা ছিল বংশানুক্রমিক। ফলে গিল্ডের সদস্যপদ ছিল বংশানুক্রমিক।
বণিক
সামাজিক মর্যাদার দিক থেকে বিচার করলে সমাজের একেবারে নিম্ন স্তরে ছিল বণিকদের অবস্থান। তবে উনিশ শতকের গোড়ার দিকে ক্রমশ এই শ্রেণী গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে 'চোনিন' শ্রেণীর বণিকরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে থাকে। বনিকদের কতকগুলি গিল্ড ছিল যেগুলিকে বলা হতো 'টোকুমিদ্যোনা'। বণিকসভা গুলিকে বলা হত 'কাবুনাকামা'। ১৮ শতক থেকে জাপানে দ্রুত ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয় এবং ইয়েডো ও ওসাকা দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। মিৎসুই, কোনোইকে, সুমিটোমো প্রভৃতি বাণিজ্যিক সংস্থা গড়ে ওঠে। নগরায়ন যত বাড়তে থাকে ততই বণিকদের অবস্থার উন্নতি হতে থাকে।
উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে জাপানে সামন্ততান্ত্রিক সমাজ কাঠামো গড়ে উঠেছিল। যদিও এই সামন্ততন্ত্রের সাথে ইউরোপের সামন্ততন্ত্রের কোনো মিল নেই। ন্যাথানিয়েল পেফার এই সামন্ততান্ত্রিক কাঠামোকে "সামরিক সামন্ততন্ত্র" বলে আখ্যায়িত করেছেন।
Tokugawa Shogunate's Social Hierarchy in Japan
Japan, known as the Land of the Rising Sun, remained isolated from the outside world for a long time. Towards the end of the Tokugawa Shogunate's rule, Japan opened its doors to the free world. Before this, Japan was a closed country. Therefore, it is difficult to explore the social hierarchy of pre-modern Japan. However, Captain Vasily Golovnin of a Russian ship was imprisoned in Japan for three years. Based on the memoir he wrote during his captivity, the social hierarchy of 19th-century Japan can be understood. According to his account, Japanese society was divided into eight parts. However, aligning with other historical documents, historians and sociologists have broadly divided Japanese society into five classes: Daimyo, Samurai, Farmers, Artisans, and Merchants. It is not certain whether slavery was prevalent at that time.
Daimyo
Samurai
Farmers
Three-quarters of the total population were farmers. There were two types of farmers. One group owned very small plots of land, while the other group were landless cultivators. The land was measured in units of 'chou'. A farmer typically owned about half a chobu of land, equivalent to approximately two and a half acres. The annual tax on this amount of land was 5 koku of rice, which was about 40 to 50 percent of the total rice produced. Farmers had to grow specific types of crops as directed by the Daimyo. Landless cultivators worked on the lord's land. Additionally, there were several farm laborers known as 'genin'. Thus, three distinct layers were evident in Japan's farming society. The life of farmers was not happy. From the late 17th century, when taxes were monetized, farmers faced even more uncertainty. If the harvest was poor, they would fall into debt and often lose everything.
Artisans
During the Tokugawa period, artisans were engaged in small industries. They had social status. Carpenters, blacksmiths, and weavers all belonged to this class. Guilds played an important role in organizing artisans. Each specific industry had its own guild. The guilds were responsible for setting product prices, improving production systems, and managing the sale of manufactured goods. Artisan professions were hereditary, so guild membership was also hereditary.
Merchants
In terms of social status, merchants were at the very bottom of society. However, by the early 19th century, this class gradually became important. Particularly, the 'Chonin' class of merchants played a significant role. Merchants had several guilds known as 'Tokumidonya'. Merchant assemblies were called 'Kabunakama'. From the 18th century, commerce rapidly developed in Japan, and Edo and Osaka became two important trade centers. Commercial organizations like Mitsui, Konoike, and Sumitomo were established. As urbanization increased, the condition of merchants improved.
From the above discussion, it is clear that a feudal social structure developed in Japan. Although this feudalism bears no resemblance to European feudalism. Nathaniel Peffer has termed this feudal structure as "Military Feudalism."
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন