সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চোলদের নৌসাম্রাজ্য | The Naval Empire of the Cholas

চোলদের নৌসাম্রাজ্য

খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতকের মধ্যে ভারতবর্ষে যে কয়টি রাজ্য গুরুত্ব অর্জন করেছিল তার মধ্যে অন্যতম হল উদীয়মান চোল রাজ্য। দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চোল রাজবংশ তার আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। তারা দক্ষিণে সিংহল ও মালদ্বীপ জয় করেছিল। ওড়িশা ও তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চলে তাদের সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল। উল্লেখযোগ্য বিষয়ে এটাই যে চোল রাজাদের একটি শক্তিশালী নৌবহর ছিল, যার সাহায্যে তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির ওপরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিল।
 
চোলরা দাক্ষিণাত্যের একটি প্রাচীন রাজবংশ। অশোকের শিলালিপি এবং প্রাচীন সঙ্গম সাহিত্যে চোলদের উল্লেখ রয়েছে। চোলরা দক্ষিণ ভারতের পল্লব, চালুক্য ও রাষ্ট্রকূটদের অধীনে সামন্ত রাজা হিসাবে কাজ করত। পরবর্তীকালে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তারা গড়ে তুলতে তারা সক্ষম হয় যা উত্তরে কৃষ্ণা-তুঙ্গভদ্রা দোয়াব থেকে দক্ষিনে সমুদ্রতীর পর্যন্ত বিস্তৃত ছিল। 

চোল শাসনের অন্যতম বৈশিষ্ট্য হল সমুদ্রের উপর আধিপত্য স্থাপন করা। ভারত মহাসাগরের মালদ্বীপ, লাক্ষাদ্বী্‌ সিংহল প্রভৃতি অঞ্চল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মালায়, সুমাত্র্‌ জাভা এবং ইন্দোচীনে চোল রাজারা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। ব্রহ্মদেশের সাথে রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। নৌ সাম্রাজ্য ও ঔপনিবেশিক প্রাধান্য রক্ষা করার জন্য চোল রাজারা যে সেনাবাহিনী গড়ে তুলেছিলেন তা ভারতের ইতিহাসে আর কোন রাজশক্তি করতে পারেনি। 

চোল রাজাদের নৌ প্রাধান্য বিস্তারের ক্ষেত্রে রাজরাজ এবং রাজেন্দ্র চোলের অবদান সর্বাধিক। রাজরাজ চোলদের ক্ষুদ্র রাজ্যকে একটি সাম্রাজ্যে পরিণত করেন এবং যে বিশাল নৌবাহিনী গড়ে তোলেন, ভারতের ইতিহাসে আর কোনো রাজশক্তি তা পারেনি। রাজরাজ গঙ্গা ও চালুক্য শক্তিকে পরাজিত করেন। পূর্ব চালুক্যদের বেঙ্গি রাজ্য চোলদের কাছে নতি স্বীকার করে। সুদূর দক্ষিনে পাণ্ড্য ও কেরল রাজ্য দুটি জয় করে তিনি সাম্রাজ্যভুক্ত করে নেন। এই সময় দক্ষিণ ভারত ও তার তিনদিকের সামুদ্রিক পরিবেশ চোল সাম্রাজ্যের পক্ষে নিরাপদ ছিল না; কেননা এখানে আরব বণিকরা মালাবার অঞ্চলে বাণিজ্য করত এবং সমুদ্র পথে তাদের বাণিজ্য ঘাঁটি ছিল মালদ্বীপ ও সিংহল। এরা পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথেও বাণিজ্য করত। চোল রাজারা আরব বণিকদের নৌ- বাণিজ্যিক প্রাধান্যকে খর্ব করতে চেয়েছিল। অধ্যাপিকা রোমিলা থাপার মনে করেন যে পাণ্ড্য ও কেরল রাজ্য আক্রমণের পেছনে বৃহত্তর সামুদ্রিক ও ঔপনিবেশিক স্বার্থ ছিল। কেরল রাজ্য জয় করে চোলরা আরব বণিকদের অনুপ্রবেশ বন্ধ করতে পেরেছিল।

দক্ষিণ ভারতের উপকূল এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে রাজরাজ অভিযান চালান। ১২০০ দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ এবং পার্শ্ববর্তী লাক্ষাদ্বীপপুঞ্জ তিনি দখল করেন। এরপর তিনি সরাসরি সিংহল আক্রমণ করে রাজধানী অনুরাধাপুর ধ্বংস করেন। উত্তর সিংহল চোল সাম্রাজ্য ভুক্ত হয়। 

রাজরাজর পুত্র রাজেন্দ্র চোল পিতার অনুসৃত নীতি গ্রহণ করেন। রাজরাজ সিংহলের যে অংশগুলি দখল করতে পারেননি রাজেন্দ্র চোল সেই অংশগুলিকে চোল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলেন। সিংহলের রাজা মহেন্দ্র ও তার রানী বন্দী হলেন। তবে সিংহলের উপর তার অধিকার বেশিদিন স্থায়ী হয়নি; কারণ রাজা মহেন্দ্রর পুত্রের নেতৃত্বে দক্ষিণ সিংহলে প্রতিরোধ গড়ে তুলেছিল। রাজেন্দ্র চোল পান্ড্য ও কেরল রাজ্যের উপর আধিপত্য বজায় রাখেন‌ এবং এ অঞ্চলে আরব বণিকদের অধিপত্যকে ধ্বংস করেন। পান্ড্য ও কেরল শাসনের জন্য মাদুরায় একজন প্রাদেশিক শাসক নিযুক্ত করেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় শ্রীবিজয় রাজ্যের বিরুদ্ধে একটি বৃহৎ নৌ অভিযান পাঠানো হয়। মালায়, সুমাত্রা, জাভা ও অন্যান্য দ্বীপ নিয়ে গঠিত এই রাজ্যের বৌদ্ধ ধর্মালম্বী শৈলেন্দ্র বংশীয় রাজারা রাজত্ব করতেন। চোল রাজাদের সঙ্গে এদের সম্ভাব ছিল এবং এই রাজ্য ছিল চীন ও দক্ষিণ ভারতের অন্তবর্তী বাণিজ্য ঘাঁটি। শ্রীবিজয় এর সঙ্গে সংঘাতের মূল কারণ ছিল বাণিজ্য, যার সঙ্গে যুক্ত ছিল আরব, ভারতীয় এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বণিকরা। একাদশ শতকে চীনের সম্রাটরা দক্ষিণ ভারতের সঙ্গে বাণিজ্যে যে আগ্রহী হয়েছিলেন তার প্রমাণ চোল রাজ্য থেকে বাণিজ্যিক কূটনৈতিক  মিশন চিনে গেছিল। তাই চীনের সঙ্গে বাণিজ্যিক সুরক্ষার জন্যই অর্থাৎ শ্রীবিজয়ের মধ্যস্থতার ভূমিকাকে খর্ব করার জন্য শ্রীবিজয় আক্রমণ করা হয়েছিল। রাজধানী অগ্নিদগ্ধ হয়, রাজা বন্দী হন। তবে বশ্যতা শিকারের বিনিময়ে পরাজিত রাজাকে, তার রাজ্য ফিরিয়ে দেওয়া হয়। রাজেন্দ্র চোলের একটি লেখ থেকে জানা যায় ইন্দোচীনের কম্বোজ রাজ্যেও তাঁর প্রভাব বিস্তৃত হয়েছিল। 

মনে রাখতে হবে চোলদের উপনিবেশিক সাম্রাজ্যে শান্তি ছিল না। দক্ষিণ সিংহলের প্রতিবাদ রাজেন্দ্র চোল দমন করতে পারেনি। পান্ড্য ও কেরলের রাজ্য দুটিও সিংহলের সাহায্যে ষড়যন্ত্র করে চোল সাম্রাজ্যে সংকটের সৃষ্টি করেছিল। পরবর্তী চোল রাজা রাজাধিরাজ ও বীর রাজেন্দ্র যদিও সিংহল ও শ্রীবিজয় পুনর্দখলের চেষ্টা করেছিল। তবে সফলতা আসেনি। শ্রীবিজয় কার্যত স্বাধীন হয়ে যায়। তবে সেখানে প্রাপ্ত তামিল লেখগুলো থেকে জানা যায় বাণিজ্যিক ও সংস্কৃতি যোগাযোগ অক্ষুন্ন ছিল। তামিল বণিকরা এখানে উপনিবেশ স্থাপন করে বাণিজ্য করত। 

চোল সম্রাটের নৌসাম্রাজ্য রাজনৈতিক দিক থেকে সুদূরপ্রসারী গুরুত্বসম্পন্ন। ভারত মহাসাগরের নৌসাম্রাজ্য প্রতিষ্ঠা চোল সাম্রাজ্যকে রাজনৈতিক ও সামরিক নিরাপত্তা দিয়েছিল। মালাবার, সিংহল ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আরবদের প্রভাব প্রতিহত হয়েছিল। পরবর্তী চোল রাজারাও বাণিজ্যের গুরুত্ব সম্পর্কে অবহিত ছিলেন। প্রথম কুলোতুঙ্গ বিদেশী বণিকদের উৎসাহ দেবার জন্য শুল্ক তুলে দেবার কথাও বলেছিলেন। ব্রহ্মদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। চীনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। প্রথম কুলেতুঙ্গের আমলে চোলপত্তনম (বর্তমানে বিশাখাপত্তনম) বন্দরের উত্থান হয়। 

বাণিজ্যিক যোগাযোগের সূত্র ধরে সিংহল, শ্রীবিজয় ও ইন্দোচীনের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ স্থাপিত হয়। ভারতের ধর্ম, দর্শন, সাহিত্য ও শিল্প এই অঞ্চলের জীবন ও সংস্কৃতি উপর প্রভাব বিস্তার করে, যা আজও অক্ষুন্ন আছে। জাভার বরবুদুর এবং কাম্বোডিয়ার অঙ্করভাট আজও ভারতীয় সভ্যতার প্রভাব বহন করে।

The Naval Empire of the Cholas

Between the 9th and 12th centuries CE, one of the most prominent rising powers in India was the Chola kingdom. The Chola dynasty managed to extend its dominance across vast regions of South India. They successfully conquered Sri Lanka and the Maldives in the south. Their empire also extended into Odisha and the Tungabhadra doab. A remarkable feature of the Chola rulers was their powerful navy, through which they established control over several Southeast Asian countries.

The Cholas were an ancient dynasty from the southern part of the Indian subcontinent. References to the Cholas can be found in Ashokan inscriptions and in ancient Sangam literature. Initially, the Cholas served as vassal rulers under the Pallavas, Chalukyas, and Rashtrakutas. Eventually, they were able to establish an independent and sovereign state, extending from the Krishna-Tungabhadra doab in the north to the southern coastal regions.

One of the most distinctive features of Chola rule was their maritime dominance. The Chola rulers exerted influence over the Indian Ocean islands such as the Maldives, Lakshadweep, and Sri Lanka, as well as parts of Southeast Asia including Malaya, Sumatra, Java, and Indochina. They also established political relations with Burma. The Chola military, built to safeguard their naval empire and colonial dominance, was unmatched by any other power in Indian history.

Rajaraja Chola and Rajendra Chola were the chief architects of the Chola naval expansion. Rajaraja transformed a small kingdom into a vast empire and created an enormous navy, unparalleled in Indian history. He defeated the Ganga and Chalukya powers, and the Eastern Chalukyas of Vengi submitted to Chola authority. He annexed the distant Pandya and Kerala kingdoms into his empire. At that time, the maritime environment surrounding South India was not secure. Arab traders had commercial bases in the Malabar region, the Maldives, and Sri Lanka, and conducted trade across the Indian Ocean, connecting the western and eastern coasts of India and Southeast Asia. The Cholas aimed to undermine the naval-commercial dominance of these Arab merchants. Historian Romila Thapar believes that the invasions of the Pandya and Kerala regions were driven by broader maritime and colonial interests. The conquest of Kerala helped the Cholas check Arab merchant infiltration.

Rajaraja led campaigns along the South Indian coast and nearby islands. He captured the Maldives and the neighboring Lakshadweep islands. He also launched a direct assault on Sri Lanka, destroying its capital, Anuradhapura. Northern Sri Lanka was annexed into the Chola Empire.

Rajendra Chola, Rajaraja's son, followed his father’s policies. He annexed parts of Sri Lanka that had not been conquered by Rajaraja. The Sinhalese king Mahendra and his queen were captured. However, the Chola rule in Sri Lanka did not last long, as resistance was led by Mahendra’s son in southern Sri Lanka. Rajendra maintained dominance over the Pandya and Kerala regions and dismantled the Arab trading monopoly in these areas. He appointed a provincial governor in Madurai to administer the Pandya and Kerala regions.

A large naval expedition was sent against the Srivijaya kingdom in Southeast Asia. This Buddhist kingdom, ruled by the Sailendra dynasty, included Malaya, Sumatra, Java, and other islands. The Srivijaya rulers maintained relations with the Cholas and acted as intermediaries in trade between China and South India. The conflict with Srivijaya was primarily rooted in trade competition involving Arab, Indian, and Southeast Asian merchants. During the 11th century, Chinese emperors showed interest in trade with South India, as evidenced by the Chola state's diplomatic trade missions to China. The attack on Srivijaya was intended to undermine its intermediary role in Sino-Indian trade. The Srivijaya capital was burned, and its king was captured. However, after accepting Chola suzerainty, the defeated king was reinstated. Inscriptions reveal that Rajendra Chola also extended his influence into the Kambuja (Cambodia) kingdom of Indochina.

It is important to note that the Chola colonial empire was not free from conflict. Rajendra Chola could not suppress resistance in southern Sri Lanka. The Pandya and Kerala kingdoms conspired with Sri Lanka to challenge Chola rule. Later Chola kings like Rajadhiraja and Veera Rajendra attempted to reconquer Sri Lanka and Srivijaya, but were unsuccessful. Srivijaya effectively regained independence. However, Tamil inscriptions found there indicate that trade and cultural ties remained intact. Tamil merchants established colonies and conducted trade in these regions.

The Chola naval empire held immense political significance. Establishing a naval empire in the Indian Ocean ensured the political and military security of the Chola state. Arab influence in Malabar, Sri Lanka, and Southeast Asia was effectively challenged. Later, Chola kings also understood the importance of trade. Kulottunga I even proposed the abolition of customs duties to encourage foreign merchants. He established diplomatic relations with Burma and built commercial links with China. Under Kulottunga I, the port of Cholapattinam (present-day Visakhapatnam) emerged as a major harbor.

These commercial connections also fostered cultural exchanges with Sri Lanka, Srivijaya, and Indochina. Indian religion, philosophy, literature, and art influenced the life and culture of these regions—an influence that endures to this day. The Borobudur temple in Java and Angkor Wat in Cambodia still reflect the imprint of Indian civilization.

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরবদের সিন্ধু অভিযানঃ প্রত্যক্ষ কারণ ও তাৎপর্য | Arab Conquest of Sindh: Immediate Causes and Significance

আরবদের সিন্ধু অভিযানঃ প্রত্যক্ষ কারণ ও তাৎপর্য সপ্তম শতকের প্রথমার্ধে আরবদেশে ইসলামের আবির্ভাব ঘটে। ইসলাম আরবদের নতুন করে জীবনীশক্তির সঞ্চার করে । ইসলাম ক্রমশ: একটি ধর্ম থেকে রাজনৈতিক শক্তি রূপে আত্মপ্রকাশ করে। বিশ্বের বিভিন্ন জায়গায় তারা আরবীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ভারতবর্ষের সঙ্গে আরবদের যোগাযোগ দীর্ঘদিনের। বাণিজ্যিক সূত্রে তারা নিয়মিত ভারতের উপকূল গুলিতে, বিশেষ করে মালাবার উপকূলে আসত। ভারতীয় ও চীনা পণ্য 'ধাও' নামক বিশেষ জাহাজে করে নিয়ে তারা ইউরোপের বাজারে বিক্রি করত। 712 খ্রিস্টাব্দে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ এর সেনাপতি ও জামাতা মোহাম্মদ বিন কাসেম সিন্ধু দেশে একটি সফল অভিযান করেন এবং সিন্ধুদেশ আরবীয় মুসলমানদের অধীনে চলে যায়। অভিযানের(প্রত্যক্ষ) কারণ ভারতবর্ষের প্রতি আরবদের দীর্ঘদিনের নজর ছিল। এর আগেও বহুবার ভারতের বিভিন্ন জায়গায় অভিযান পাঠানো হয়েছিল। তবে এই(712 খৃ:) অভিযানের একটি প্রত্যক্ষ কারণ ছিল। জানা যায় যে সিংহলের রাজা ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ কে কয়েকটি জাহাজে করে উপঢৌকন পাঠাচ্ছিলেন কিন্তু পথে সিন্ধু দেশের জলদস্যুরা দেবল বন্দরে এ...

মহাফেজখানার শ্রেণীবিভাগ | Category of Archives

মহাফেজখানার শ্রেণীবিভাগ মহাফেজখানা বা লেখ্যাগারগুলি সাধারণ জনতার জন্য নয় মূলত গবেষক, ঐতিহাসিক, আইনবিদ, চিত্র পরিচালক প্রভৃতি পেশার লোকজন তাদের গবেষণার কাজে লেখ্যাগারে নথি পত্র দেখতে পারেন।  লেখ্যাগার পরিচালনা ও সংরক্ষিত নথির ভিত্তিতে লেখ্যাগগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।   1. সরকারি লেখ্যাগার:- কেন্দ্র বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে লেখ্যাগারগুলি গড়ে ওঠে। সেগুলিকে সরকারি লেখ্যাগার বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এরকম সরকার পরিচালিত এক বা একাধিক লেখ্যাগার থাকে। যেমন, আমেরিকার Natonal Archive And records Administration (NARA)। ভারতবর্ষে র কেন্দ্রীয় লেখ্যাগার National Archive of India নামে পরিচিত। বিভিন্ন ঐতিহাসিক, প্রশাসনিক ও আইনগত নথি, মানচিত্র, নক্সা,  পাণ্ডুলিপি প্রভৃতি সংরক্ষিত থাকে। 2. বানিজ্যিক লেখ্যাগার:-  এটি একটি লাভজনক প্রতিষ্ঠানের লেখ্যাগার বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান   মূলত তাদের সংস্থার ঐতিহাসিক এবং বানিজ্যিক নথি সংরক্ষিত রাখে। যেমন, ভারতের প্রথম বানিজ্যিক লেখ্যাগার হলো পুনার Tata Centrel Archive। 3. অলাভজনক লেখ্যাগ...

ষোড়শ শতকীয় ইউরোপে মূল্যবিপ্লব | Price Revolution

 ষোড়শ শতকের ইউরোপে মূল্য বিপ্লব   16 শতাব্দীতে ইউরোপীয় অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো মূল্য বিপ্লব। নিত্যব্যবহার্য পণ্যের মূল্য প্রায় 150 বছর সুস্থির থাকার পর ঊর্ধ্বমুখী হতে আরম্ভ করে, এবং 16 শতাব্দীর শেষে খাদ্যপণ্যের মূল্যের প্রায় সাড়ে পাঁচ গুণ বেড়ে যায়। পশ্চিম ইউরোপের অর্থনীতিতে এমন অভাবনীয় এবং সুদুরপ্রসারী ফলাফলসম্পন্ন ঘটনা মূল্য বিপ্লব নামে পরিচিত। মূল্য বিপ্লবের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যথা--    (১) কৃষিজ পণ্যের তুলনায় শিল্পজাত পণ্যের মূল্য বৃদ্ধি ছিল কম, এবং খাদ্যশস্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। (২) ভূমি রাজস্ব সহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক, তোলা ইত্যাদির হার বৃদ্ধি এবং ফটকাবাজির আবির্ভাব। (৩) মূল্যবৃদ্ধির তুলনায় মজুরির হার খুবই কম ছিল বলে প্রকৃত আয় হ্রাস পেয়েছিল। (৪) ভূমি বিক্রয়যোগ্য পণ্যে পরিণত হওয়া। (৫) গ্রামীণ বুর্জোয়াজি শ্রেণীর আবির্ভাব। ষোড়শ শতকের আগেও প্রাকৃতিক কারণে মূল্যবৃদ্ধি হয়েছিল, তবে তা ছিল 2, 3 শতাংশের মতো, যা অস্বাভাবিক মনে হতো না। কিন্তু ষোল শতকের মাঝামাঝি সময় থেকে যে নিরবিচ্ছিন্ন মূল্যবৃদ্ধি হ...