সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মধ্যযুগের ইউরোপে ডাইনি বিদ্যা | Witchcraft in Medieval Europe

মধ্যযুগের ইউরোপে ডাইনি বিদ্যা

মধ্যযুগের ইউরোপের ইতিহাসে অন্যতম একটি ঘটনা হলো ডাইনি নিধন। ডাইনি শব্দের ইংরেজি Witch শব্দটি এসেছে Wicca থেকে। এর অর্থ হল যিনি নিগূঢ় জ্ঞান অর্জন করেছেন। পেগান ধর্মের উপাসক নারী পুরুষদের Wicca বলা হত। পেগান ধর্মেতে এই জ্ঞানী উপাসকদের কাজ-কারবার খ্রিস্টান জগত সহ্য করতে পারত না। উইকানরা বিশ্বাস করতেন যে, গুহ্য জ্ঞান বংশপরম্পরায় সঞ্চারিত হয়। এরা জাদু মন্ত্র করে মানুষের রোগ-বালাই সারিয়ে তুলত। এই তন্ত্রমন্ত্রই খ্রিস্টানদের কাছে কুসংস্কার ছিল। তাই ইউরোপের মানুষ উইকান নারীদের ভয় পেতে লাগল। চার্চ  ভাবতে লাগল যে, শয়তানের কাছ থেকে এরা গুপ্ত বিদ্যা রপ্ত করেছে। এমনকি এদের ভেষজ লতাপাতার জ্ঞানও চার্চের কাছে গ্রহণযোগ্য ছিল না। খ্রিস্টানরা বিশ্বাস করত কেবল প্রার্থনায়। এবং উইকানদের ম্যাজিক ও প্রকৃতি উপাসনাকে চার্চ সন্দেহের চোখে দেখত।

 1563 সালে Scottish Witchcraft Act জারি করে বলা হল, চিকিৎসার জন্য যারা উইকানদের কাছে যাবে ধর্মের কাছে তারা উইকানদের সমান অপরাধী। পঞ্চদশ শতক থেকে চার্চের সিদ্ধান্তে উইকান নরনারীদের ডাইনি বা Witch  আখ্যায়িত করে তাদের হত্যা করা শুরু হয়। 1480 থেকে 1750 খ্রি: এর মধ্যে প্রায় ১১ লক্ষ উইকান  নারীকে হত্যা করা হয়। সন্দেহজনক উইকান নারীকে  অভিযুক্ত করে তার বিচার হত এবং বিচারক মৃত্যুদণ্ড হিসেবে পুড়িয়ে মারার আদেশ দিত। এছাড়া ডাইনি নিধনে ব্যবহৃত হত আরেকটি যন্ত্র। এটি একটি তীক্ষ্ম যন্ত্র  যা তার বুকে বিঁধিয়ে দেওয়া হত।
     
উইকান নরনারীরা ছিল ইউরোপের প্রাচীন পেগান সংস্কৃতির ধারক ও বাহক। পেগানদের উপাসনা পদ্ধতি ছিল খ্রিস্টান ধর্ম বিরোধী। ডাইনি বা Witch হত্যার পশ্চাদে এটি অন্যতম কারণ হলেও একমাত্র কারণ ছিল না। গবেষকরা দেখিয়েছেন যে, ব্যক্তিগত শত্রুতা, বয়স্কা একাকিনীকে সরিয়ে তার সম্পত্তি দখলের গোপন অভিপ্রায়, ডাইনি অপবাদ দিয়ে অর্থ আদায়ের লোভ, অজানা রোগ, মড়ক বা ফসল না হওয়ার দায় কারোর উপর চাপিয়ে দিয়ে মানসিক শান্তি লাভ কিংবা মানসিক রোগ জাতীয় অদ্ভূত আচরণকে কুসংস্কারাচ্ছন্ন ধ্যান ধারণা দিয়ে ব্যাখ্যা করা- এসবই ছিল ডাইনি হত্যার পশ্চাদে কারণ। নারীবাদী তাত্ত্বিকরা অবশ্য মনে করেন, উইকান নারীরা পুরুষতান্ত্রিক সমাজের কাছে অসহ্য হয়ে উঠেছিল কারণ তারা পারিবারিক গন্ডিবদ্ধ  জীবন থেকে সরে এসেছিল। তাই পুরুষতেন্ত্রর কর্তারা তাদের শেষ করে দেবার চক্রান্ত করেছিল। নৃতাত্ত্বিকবিদ মার্ভিন হ্যারিস অবশ্য নারীবাদীদের এই বক্তব্য অস্বীকার করেছেন। তিনি দেখিয়েছেন ক্ষমতাভোগী চার্চ ও জমিদারদের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে যে কৃষক বিদ্রোহের আবহাওয়া ১৩ শতক থেকে ঘনিয়ে উঠেছিল সেই দিক থেকে মানুষের মূল লক্ষ্যকে ঘুরিয়ে দেবার চক্রান্ত ছিল এই ডাইনি নিধন।

Witchcraft in Medieval Europe

One of the significant events in the history of medieval Europe is the persecution of witches. The English word "witch" originates from Wicca, meaning someone who possesses esoteric knowledge. In pagan religions, both men and women who were worshippers and practitioners of ancient rituals were referred to as Wiccans. However, their practices and knowledge were intolerable to the Christian world. The Wiccans believed that their mystical knowledge was transmitted through generations. They used magical spells and herbal remedies to heal illnesses, which Christians dismissed as mere superstition.

The Christian church suspected that these Wiccans acquired their secret knowledge from the devil. Even their expertise in herbal medicine was not accepted by the church. Christians believed solely in prayer, viewing Wiccan magic and nature worship with suspicion and disdain.

In 1563, the Scottish Witchcraft Act was enacted, declaring that anyone seeking treatment from Wiccans would be deemed as guilty as the Wiccans themselves. Starting in the 15th century, the church began persecuting Wiccans, labeling them witches. Between 1480 and 1750, approximately 1.1 million Wiccan women were executed. Accused Wiccans were put on trial, and if found guilty, were sentenced to death, often by being burned at the stake. Another tool used in witch hunts was a sharp instrument designed to pierce the accused’s chest.

The Wiccans were the custodians of Europe’s ancient pagan culture. Their mode of worship was inherently opposed to Christian doctrines, which was a primary but not the sole reason for the witch hunts. Scholars have highlighted other motives behind these persecutions: personal rivalries, the desire to seize the property of elderly, isolated women, the greed of extorting money by branding someone a witch, and attributing unexplained illnesses, plagues, or crop failures to a scapegoat for psychological relief. Abnormal behaviors stemming from mental illness were also interpreted through the lens of superstition.

Feminist theorists argue that Wiccan women became intolerable to the patriarchal society because they had moved away from traditional family structures. Consequently, the patriarchal authorities conspired to eliminate them. However, anthropologist Marvin Harris refutes this feminist perspective. According to Harris, the witch hunts were a ploy by the powerful church and feudal lords to divert attention from the growing peasant revolts and unrest against exploitation that had been brewing since the 13th century.

Thus, witch hunts in medieval Europe were not just religious persecution but also deeply rooted in societal, economic, and political dynamics, reflecting the complexities of the time.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরবদের সিন্ধু অভিযান | কারণ ও তাৎপর্য

আরবদের সিন্ধু অভিযান | কারণ ও তাৎপর্য Please visit our Homepage and subscribe us. Suggested Topics || Ghajnavid Invasion || গজনী আক্রমণ || || মামুদের সোমনাথ মন্দির লুণ্ঠন || Somnath Temple Plunder || || তরাইনের যুদ্ধ ও তার গুরুত্ত্ব || মহম্মদ ঘুরির ভারত আক্রমন ও তার চরিত্র || সপ্তম শতকের প্রথমার্ধে আরবদেশে ইসলামের আবির্ভাব ঘটে। ইসলাম আরবদের নতুন করে জীবনীশক্তির সঞ্চার করে । ইসলাম ক্রমশ: একটি ধর্ম থেকে রাজনৈতিক শক্তি রূপে আত্মপ্রকাশ করে। বিশ্বের বিভিন্ন জায়গায় তারা আরবীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ভারতবর্ষের সঙ্গে আরবদের যোগাযোগ দীর্ঘদিনের। বাণিজ্যিক সূত্রে তারা নিয়মিত ভারতের উপকূল গুলিতে, বিশেষ করে মালাবার উপকূলে আসত। ভারতীয় ও চীনা পণ্য 'ধাও' নামক বিশেষ জাহাজে করে নিয়ে তারা ইউরোপের বাজারে বিক্রি করত। 712 খ্রিস্টাব্দে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ এর সেনাপতি ও জামাতা মোহাম্মদ বিন কাসেম সিন্ধু দেশে একটি সফল অভিযান করেন এবং সিন্ধুদেশ আরবীয় মুসলমানদের অধীনে চলে যায়। অভিযানের(প্রত্যক্ষ) কারণ ভারতবর্ষের প্রতি আরবদের দীর্ঘদিনের নজর ছিল। এর আ...

মহাফেজখানার শ্রেণীবিভাগ | Category of Archives

মহাফেজখানার শ্রেণীবিভাগ মহাফেজখানা বা লেখ্যাগারগুলি সাধারণ জনতার জন্য নয় মূলত গবেষক, ঐতিহাসিক, আইনবিদ, চিত্র পরিচালক প্রভৃতি পেশার লোকজন তাদের গবেষণার কাজে লেখ্যাগারে নথি পত্র দেখতে পারেন।  লেখ্যাগার পরিচালনা ও সংরক্ষিত নথির ভিত্তিতে লেখ্যাগগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।   1. সরকারি লেখ্যাগার:- কেন্দ্র বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে লেখ্যাগারগুলি গড়ে ওঠে। সেগুলিকে সরকারি লেখ্যাগার বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এরকম সরকার পরিচালিত এক বা একাধিক লেখ্যাগার থাকে। যেমন, আমেরিকার Natonal Archive And records Administration (NARA)। ভারতবর্ষে র কেন্দ্রীয় লেখ্যাগার National Archive of India নামে পরিচিত। বিভিন্ন ঐতিহাসিক, প্রশাসনিক ও আইনগত নথি, মানচিত্র, নক্সা,  পাণ্ডুলিপি প্রভৃতি সংরক্ষিত থাকে। 2. বানিজ্যিক লেখ্যাগার:-  এটি একটি লাভজনক প্রতিষ্ঠানের লেখ্যাগার বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান   মূলত তাদের সংস্থার ঐতিহাসিক এবং বানিজ্যিক নথি সংরক্ষিত রাখে। যেমন, ভারতের প্রথম বানিজ্যিক লেখ্যাগার হলো পুনার Tata Centrel Archive। 3. অলাভজনক লেখ্যাগ...

ষোড়শ শতকীয় ইউরোপে মূল্যবিপ্লব | Price Revolution

 ষোড়শ শতকের ইউরোপে মূল্য বিপ্লব   16 শতাব্দীতে ইউরোপীয় অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো মূল্য বিপ্লব। নিত্যব্যবহার্য পণ্যের মূল্য প্রায় 150 বছর সুস্থির থাকার পর ঊর্ধ্বমুখী হতে আরম্ভ করে, এবং 16 শতাব্দীর শেষে খাদ্যপণ্যের মূল্যের প্রায় সাড়ে পাঁচ গুণ বেড়ে যায়। পশ্চিম ইউরোপের অর্থনীতিতে এমন অভাবনীয় এবং সুদুরপ্রসারী ফলাফলসম্পন্ন ঘটনা মূল্য বিপ্লব নামে পরিচিত। মূল্য বিপ্লবের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যথা--    (১) কৃষিজ পণ্যের তুলনায় শিল্পজাত পণ্যের মূল্য বৃদ্ধি ছিল কম, এবং খাদ্যশস্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। (২) ভূমি রাজস্ব সহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক, তোলা ইত্যাদির হার বৃদ্ধি এবং ফটকাবাজির আবির্ভাব। (৩) মূল্যবৃদ্ধির তুলনায় মজুরির হার খুবই কম ছিল বলে প্রকৃত আয় হ্রাস পেয়েছিল। (৪) ভূমি বিক্রয়যোগ্য পণ্যে পরিণত হওয়া। (৫) গ্রামীণ বুর্জোয়াজি শ্রেণীর আবির্ভাব। ষোড়শ শতকের আগেও প্রাকৃতিক কারণে মূল্যবৃদ্ধি হয়েছিল, তবে তা ছিল 2, 3 শতাংশের মতো, যা অস্বাভাবিক মনে হতো না। কিন্তু ষোল শতকের মাঝামাঝি সময় থেকে যে নিরবিচ্ছিন্ন মূল্যবৃদ্ধি হ...