আলাউদ্দিন খলজির সাম্রাজ্যের সম্প্রসারণ
মধ্যযুগের ভারতের ইতিহাসে আলাউদ্দিন খলজি সাম্রাজ্যবাদের প্রকৃত প্রতিষ্ঠাতা। দিল্লির সুলতানি সাম্রাজ্যের সম্প্রসারণ প্রায় ভারতব্যাপী ঘটাতে তিনি সক্ষম হয়েছিলেন। আলেকজান্ডারের মত বিশ্বব্যাপী সাম্রাজ্যের সম্প্রসারণের কথাও তিনি ভেবেছিলেন। ঐতিহাসিক উলসি হেগ তাঁর শাসনকালকে the real Imperial period of the sultanate বলে অভিহিত করেছেন। মৌর্য শাসকদের পর উপমহাদেশে এই প্রথম হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা সম্ভব হল।
গুজরাট বিজয়ের মধ্য দিয়ে আলাউদ্দিন খলজী তার সাম্রাজ্যবাদের সূচনা করেন। ১২৯৯ খ্রিস্টাব্দে আলাউদ্দিন উলুগ খান, নুসরাত খান এর নেতৃত্বে একটি বাহিনী গুজরাটে প্রেরণ করেন। আমির খসরুর বিবরণ থেকে জানা যায়, গুজরাটের বাঘেলা বংশীয় রাজা দ্বিতীয় কর্ণদেব তাঁর কন্যা দেবলাদেবী সহ পলায়ন করে দেবগিরি রাজা রামচন্দ্র দেবের নিকট আশ্রয় গ্রহণ করেন। সম্পদশালী গুজরাট অধিকৃত হয় এবং সেখানে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়। নসরত খান ক্যাম্বে থেকে কাফুর (যিনি পরবর্তীকালের বিখ্যাত মালিক কাফুর) নামে এক খোঁজা সহ বহুল পরিমান লুন্ঠিত দ্রব্য দিল্লি প্রেরণ করেন।
গুজরাট বিজয়ের পর আলাউদ্দিন খলজি স্বাধীন রাজপুতানার দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। রনথম্ভরের চৌহান বংশীয় হামিরদেব রাজত্ব করেছিলেন।হামিরদেবের বিরুদ্ধে অভিযানের পিছনে প্রধান কারণ ছিল রনথম্ভরের স্বাধীন অস্তিত্ব, যা সুলতানি সাম্রাজ্যের পক্ষে বিপদজনক ছিল। তাছাড়া হামিরদেবের রাজ্যে বেশ কয়েকজন নব মুসলমান আশ্রয় দিয়েছিলেন। ১৩০১ খ্রিস্টাব্দে আলাউদ্দিন তাঁর ভ্রাতা উলুগ খান ও নসরত খানকে হামিরদেবের বিরুদ্ধে প্রেরণ করেন। নসরাত খান নিহত হন এবং উলুগ খান পরাজিত হয়ে ফিরে আসেন। তখন স্বয়ং আলাউদ্দিন খলজী অভিযান করেন এবং হামিরদেবের সেনাপতি রনমলের বিশ্বাসঘাতকতায় রনথম্ভর অধিকার করতে সমর্থ হন।
চিতোর অভিযান সম্পর্কে বলা হয় মেবারের রানা রতন সিং-এর অসামান্য সুন্দরী স্ত্রী পদ্মিনীকে লাভ করার বাসনায় আলাউদ্দিন চিতোর আক্রমণ করেছিলেন। তবে আধুনিক গবেষণায় এই মত বাতিল হয়ে গেছে। পদ্মিনী ও আলাউদ্দিন সমসাময়িক চরিত্র নন। পদ্মীনি আলাউদ্দিনের প্রায় ১৫০ বছর পরবরতীকালের চরিত্র এবং তিনি ভীম সিংহের স্ত্রী ছিলেন। মালিক মহম্মদ জয়সির 'পদ্মাবৎ' কাব্য নিছক মনোরঞ্জনের জন্য এই দুই ভিন্ন সময়ের চরিত্রকে একসাথে মিলিয়ে দিয়েছেন। ১৩০৩ খ্রিস্টাব্দে আলাউদ্দিন স্বয়ং চিতোর আক্রমণ করেন। পাঁচ মাস যুদ্ধের পর রতন সিং আত্মসমর্পণ করেন এবং আলাউদ্দিন তাঁর পুত্র খিজির খানকে চিতরের শাসনভার দেন। রাজপুতদের ক্রমাগত বিদ্রোহের মুখে পরে খিজির খান চিতোর পরিত্যাগ করেন। আলাউদ্দিন তখন মালদেব নামে জনৈক্য রাজপুত সামন্তকে চিতরের শাসক নিযুক্ত করেন।
চিতোরের দু বছর পর আইন-উল-মুল্ক নামে এক সেনাপতিকে মালবে প্রেরণ করা হয়। মালব রাজ হরনন্দ পরাজিত হলে উজ্জয়ীনি, চান্দেরী, মান্ডু ও ধার অঞ্চল দিল্লির অন্তর্ভুক্ত হয়। রাজস্থানের অপর এক রাজ্য মারোয়ার বা যোধপুরে ১৩০৮ সালে অভিযান পাঠানো হয়। দীর্ঘদিন অবরোধের পর রাজা শীতলদেব আত্মসমর্পণ করেন। কামালউদ্দিনকে মারোয়ারের শাসনভার দেওয়া হয়। মারোয়াড় অধিকারের পর আলাউদ্দিন স্বাধীন রাজপুত রাজ্য জালোর অভিযান করেন। জালোরের রাজা কলহরদেব নিহত হন। কামালউদ্দিনের হাতে জালোর অর্পিত হয়।
অধ্যাপক মহম্মদ হাবিব ও নিজামি মনে করেন রাজপুত রাজ্যগুলির প্রতি সুলতানের কোন স্থির নীতি ছিল না। রণথম্ভর ও মারোযারকে দিল্লির সাম্রাজ্যে সরাসরি অন্তর্ভুক্ত করলেও চিতোরের ক্ষেত্রে ভিন্ন নীতি গৃহীত হয়। আসলে বিদ্রোহ দমনে তিনি ব্যর্থ হয়েছিলেন বলেই চিতোরকে পুরোপুরি দখল করতে পারেননি। গুজরাট ও দাক্ষিণাত্যের সামরিক অভিযানের প্রয়োজনে রনথম্ভর নিজের অধিকারে রাখতে হয়। রাজস্থানের ক্ষেত্রে দেখা যায় এই অঞ্চলের কোন শাসক তার কর্তৃত্ব মেনে নিলেই সুলতান সন্তুষ্ট থাকতেন।
আলাউদ্দিন প্রথম সুলতান যিনি উত্তর ও দক্ষিণ ভারত জয় করে দিল্লির সুলতানিকে এক সর্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিতে সক্ষম হয়েছিলেন। সর্বভারতীয় রাষ্ট্র গঠনের আদর্শ তার ছিল। এর সাথে ছিল দাক্ষিণাত্যের অপরিমিত সম্পদ লাভের বাসনা। আলাউদ্দিনের প্রিয়পাত্র মালিক কাফুর দাক্ষিণাত্য অভিযানের দায়িত্ব পেয়েছিলেন।
সুলতান আলাউদ্দিনের দক্ষিণ ভারতে প্রথম অভিযান ছিল দেবগিরির বিরুদ্ধে। ১২৯৪ খ্রিস্টাব্দে দেবগিরির যাদব রাজা রামচন্দ্র দেবআলাউদ্দিনকে ইলিচপুর প্রদেশের জন্য কর দিতে স্বীকৃত হয়েছিলেন। কিন্তু বিগত তিন বছর তিনি কর দেন নি। তাছাড়া গুজরাটের পলাতক রাজা কর্ণদেবকেও আশ্রয় দেন। তাই ১৩০৬ খ্রিস্টাব্দে আলাউদ্দিনের বিশ্বস্ত সেনাপতি মালিক কাফুর গুজরাট ও মালবের সাহায্য নিয়ে দেবগিরি আক্রমণ করেন। রামচন্দ্রদেব বিনা যুদ্ধে বশ্যতা স্বীকার করেন। তাকে দিল্লিতে আমন্ত্রিত করে নভসুরি নামক স্থানে দেওয়া হয় এবং রায়-বায়ান উপাধি প্রদান করা হয়। রামচন্দ্রদেব তার কন্যার সাথে আলাউদ্দিনের বিবাহ দেন। দেবলাদেবীকে ধরে এনে পুত্র খিজির খানের সঙ্গে বিবাহ দেওয়া হয়।
দাক্ষিণাত্যের দ্বিতীয় অভিযান ছিলেন বরঙ্গলের বিরুদ্ধে। দাক্ষিণাত্যের পূর্ব দিকে অবস্থিত ছিল এই কাকাতীয় রাজ্য। ১৩০৩ খ্রিস্টাব্দে অভিযানটি ব্যর্থ হয়েছিল ১৩০৯ খ্রিস্টাব্দে রামচন্দ্র দেব এর সাহায্য নিয়ে নভেম্বর মাসে মালিক কাফুর বরঙ্গলের আক্রমণ করেন। পরাজিত রাজা প্রতাপরুদ্রদেব একসাথে ১০০ টি হাতি, ৭০০ টি ঘোড়া ঘোড়্ প্রচুর ধন রত্ন ও বার্ষিক কর প্রদানের প্রতিশ্রুতি দিতে বাধ্য হন। এভাবে বরঙ্গল দিল্লির অধীনতা মেনে নেয়।
দেবগিরি ও বরঙ্গলের দখলের পর ১৩১০ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে মালিক কাফুরের নেতৃত্ব দ্বারসমুদ্রের হোয়সল রাজ্য আক্রমণ করেন। এখানে তিনি দেবগিরি ও বরাঙ্গলের সাহায্যে পেয়েছিলেন। বিনা যুদ্ধে বীরবল্লাল আলাউদ্দিনের অধীনতা মেনে নেন। দ্বারসমুদ্রের পর ১৩১১ খ্রিস্টাব্দে মালিক কাফুর দক্ষিণ ভারতের পাণ্ড্য রাজ্যের গৃহ বিবাদ এর সুযোগ নিয়ে রাজধানী মাদুরা আক্রমণ করেন। পাণ্ড্য রাজ্যের ক্ষমতাশীল শাসক বীর পাণ্ড্য রাজধানী পরিত্যাগ করে পালিয়ে যান। প্রচুর সম্পত্তি ও মনি মানিক্য লাভ করে কাফুর সেতুবন্ধ ও রামেশ্বরম পর্যন্ত অগ্রসর হন।
দাক্ষিণাত্য অভিযানে আলাউদ্দিন যে রাজ্যের অকৃপণ সাহয্যে পেয়েছিলেন এবার সেই রাজ্য অর্থাৎ দেবগিরি আক্রমণ করে তাকে দিল্লির সাম্রাজ্য ভুক্ত করা হয়। রামচন্দ্রদেবের মৃত্যুর পর তার পুত্র শঙ্কর দিল্লির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলে কাফুরের নেতৃত্বে একটি বাহিনী ১৩১৩ খ্রিস্টাবে শঙ্করের বিরুদ্ধে প্রেরণ করা হয়। মালিক কাফুর শঙ্করকে পরাজিত ও নিহত করেন এবং দেবগিরি দিল্লির অন্তর্ভুক্ত হয়।
আলাউদ্দিনের উত্তর ভারতের নীতি থেকে দক্ষিণ ভারতের নীতি অনেকটাই পৃথক। দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে দিল্লির সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে নতুন সমস্যার সৃষ্টি করতে চাননি। তাই রাজ্যগুলির স্বতন্ত্রতা বিনষ্ট না করে করদ রাজ্যে পরিণত করেছিলেন। এমনকি কোন স্থানীয় শাসককে হটিয়ে মুসলমান শাসককে গদিতে বসানোর চেষ্টা করেননি। এর ফলে বিদ্রোহের সম্ভাবনা হ্রাস পেয়েছিল। তাছাড়া ইসলামের প্রসারের চেষ্টাও করেননি। তবে মালিক কাফুর পাণ্ড্যরাজ্যের মন্দিরগুলি আক্রমণ করেছিলেন। দাক্ষিণাত্যে আলাউদ্দিনের লুণ্ঠন মূলক কার্যকলাপের ফলে সেখানকার নরপতিদের মধ্যে দিল্লির প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এর ফলে বিজয়নগর সাম্রাজ্যের উত্থান হয় বলে অনেকে মনে করেন।
পরিশেষে বলা যায় আলাউদ্দিন সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে প্রথম উত্তর ও দক্ষিণ ভারতের সাথে সংযোগ স্থাপন করেন। তবে তিনি যে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তা আপাতভাবে সফল উদ্যোগ মনে হলেও পরবর্তীকালে সাম্রাজ্যের বৃহৎ আয়তনই সুলতানদের দুর্বলতার কারণ হয়েছিল।
Expansion of Alauddin Khalji's Empire: North India and South India
In the history of medieval India, Alauddin Khalji is regarded as the true founder of imperialism. He was able to expand the Delhi Sultanate nearly across the entire Indian subcontinent. He even entertained the idea of a world empire like that of Alexander the Great. Historian Wolseley Haig has described his reign as *“the real Imperial period of the Sultanate.”* After the Mauryan rulers, this was the first time a pan-Indian empire stretching from the Himalayas to Kanyakumari was established.
Alauddin Khalji began his imperial expansion with the conquest of Gujarat. In 1299 CE, he sent an army under Ulugh Khan and Nusrat Khan to invade Gujarat. According to Amir Khusrau’s account, Karna II of the Vaghela dynasty fled along with his daughter Devaladevi and sought refuge under Ramachandra Deva, the ruler of Devagiri. The wealthy region of Gujarat was conquered, and Sultanate rule was established there. From Cambay, Nusrat Khan sent a significant amount of plunder to Delhi, along with a eunuch named Kafur—who would later become the famous Malik Kafur.
After the conquest of Gujarat, Alauddin Khalji turned his attention toward the independent Rajputana. Ranthambore was then ruled by Hamir Dev of the Chauhan dynasty. The primary reason for the campaign against him was the independent existence of Ranthambore, which was seen as a threat to the Sultanate. Moreover, Hamir Dev had given shelter to several recent Muslim converts. In 1301 CE, Alauddin dispatched Ulugh Khan and Nusrat Khan against Hamir Dev. Nusrat Khan was killed, and Ulugh Khan was defeated. Alauddin then personally led the expedition and managed to capture Ranthambore due to the betrayal of Hamir Dev’s general Ranmal.
The campaign against Chittor is popularly believed to have been motivated by Alauddin’s desire to possess Padmavati, the exceptionally beautiful wife of Rana Ratan Singh of Mewar. However, modern research has dismissed this theory. Padmavati and Alauddin were not contemporaries—Padmavati is believed to have lived about 150 years after Alauddin and was the wife of Bhim Singh. Malik Muhammad Jayasi’s epic Padmavat mixed characters from different periods purely for literary entertainment. In 1303 CE, Alauddin personally attacked Chittor. After a five-month-long siege, Ratan Singh surrendered, and Alauddin placed his son Khizr Khan in charge of Chittor. Due to persistent Rajput rebellions, Khizr Khan later abandoned the region, and a Rajput noble named Maldev was appointed governor of Chittor.
Two years after Chittor, a general named Ayn-ul-Mulk was sent to conquer Malwa. Upon defeating King Harnand, the regions of Ujjain, Chanderi, Mandu, and Dhar were annexed to Delhi. In 1308, another expedition was sent to Marwar or Jodhpur. After a long siege, King Sheetal Dev surrendered, and Kamaluddin was appointed governor. After conquering Marwar, Alauddin launched a campaign against the independent Rajput state of Jalore. King Kanhad Dev of Jalore was killed, and the territory was placed under Kamaluddin’s control.
Professors Mohammad Habib and Nizami believe that the Sultan had no consistent policy toward the Rajput states. While Ranthambore and Marwar were directly annexed, a different policy was adopted in the case of Chittor. Alauddin failed to suppress the rebellion completely, which prevented him from taking full control of Chittor. For strategic reasons and in light of ongoing campaigns in Gujarat and the Deccan, Ranthambore was kept under his direct control. In Rajasthan, it is observed that as long as the local rulers accepted his authority, the Sultan was content.
Alauddin was the first Sultan to conquer both northern and southern India, thereby elevating the Delhi Sultanate to the status of a sovereign empire. He had the vision of a pan-Indian state, along with a strong desire to acquire the immense wealth of the Deccan. His favored general, Malik Kafur, was entrusted with leading the southern campaigns.
Alauddin’s first campaign in the south was against Devagiri. In 1294 CE, Ramachandra Deva, the Yadava king of Devagiri, had agreed to pay tribute for the province of Ellichpur. However, he had failed to do so for the past three years and had also given refuge to the fugitive King Karna of Gujarat. Therefore, in 1306 CE, Alauddin ordered Malik Kafur to attack Devagiri with support from Gujarat and Malwa. Ramachandra Deva surrendered without battle. He was invited to Delhi, rewarded with the title Rai-Rayan, and given an estate at Navsari. Alauddin married Ramachandra’s daughter, and his son Khizr Khan was married to Devaladevi.
The second Deccan expedition was against Warangal, the Kakatiya kingdom in eastern Deccan. The initial campaign in 1303 CE failed, but in 1309 CE, Malik Kafur attacked Warangal again with support from Ramachandra Deva. The defeated king, Prataparudra, was forced to surrender 100 elephants, 700 horses, immense wealth, and agree to pay annual tribute. Thus, Warangal accepted Delhi’s suzerainty.
After capturing Devagiri and Warangal, in November 1310 CE, Malik Kafur led an expedition to Dwarasamudra, capital of the Hoysala kingdom. With support from Devagiri and Warangal, King Veera Ballala submitted without resistance. In 1311 CE, taking advantage of internal conflict in the Pandya kingdom, Malik Kafur attacked their capital, Madurai. The powerful ruler Veera Pandya fled, abandoning the capital. Malik Kafur advanced as far as Rameshwaram and the Setubandha, collecting a vast amount of treasure and jewels.
After all these expeditions, the Devagiri kingdom, which had significantly aided the Sultan, was annexed into the Delhi Sultanate. After the death of Ramachandra Deva, his son Shankar broke ties with Delhi. In response, a force was sent under Malik Kafur in 1313 CE. Shankar was defeated and killed, and Devagiri was fully incorporated into the Sultanate.
Alauddin's southern policy was significantly different from his northern approach. He did not wish to create new administrative problems by directly annexing southern states. Instead, he converted them into tributary states without abolishing their autonomy. He did not attempt to replace local rulers with Muslim governors. This helped reduce the chances of rebellion. Moreover, he did not try to promote Islam in the south. However, Malik Kafur did attack temples in the Pandya kingdom. Alauddin’s plundering activities in the Deccan generated resentment among the southern kings, which many believe contributed to the rise of the Vijayanagara Empire.
In
conclusion, Alauddin Khalji was the first to establish a connection between
northern and southern India through military conquest. Although his vast empire
appeared successful during his lifetime, it ultimately became a source of
weakness for his successors due to its sheer size.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন