সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হরপ্পার নগর পরিকল্পনা | Town Planning of Harappan Civilization

 হরপ্পার নগর পরিকল্পনা

১৯২২ সালে দয়ারাম সাহানী ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় যথাক্রমে দুই নগর হরপ্পা ও মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষের সন্ধান পান। এর ফলে ভারতীয় উপমহাদেশে তাম্রপ্রস্তর যুগে এক সু প্রাচীন  সভ্যতার অস্তিত্বের ব্যাপারে আর কোনো সন্দেহ থাকল না। এই সভ্যতার কালসীমা আনুমানিক ২৬০০ খ্রীঃ পূঃ থেকে ১৭৫০ খ্রীঃ পূঃ পর্যন্ত। এই সভ্যতার অধিকাংশ কেন্দ্র সিন্ধু নদের তীরে আবিস্কৃত হয়েছিল। প্রথম দিকে তাই এই সভ্যতা সিন্ধু সভ্যতা নামে পরিচিত ছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে ভারত ও পাকিস্তানের এক বিশাল এলাকা জুড়ে এই সভ্যতার ভোগলিক প্রসার আবিস্কৃত হয়েছে। প্রত্নতত্ত্বের নিয়মে তাই প্রথম আবিস্কৃত প্রত্নস্থল হরপ্পার নামে এই সভ্যতার নামকরণ হল হরপ্পা সভ্যতা। 

হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ঠ্য এর নগরকেন্দ্রীকতা। প্রায় ৫০ হাজার (মতান্তরে ৭০ হাজার) বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই সভ্যতায় এতাবৎ প্রায় ১৪০০ টি নগর কেন্দ্র আবিস্কৃত হয়েছে। এটাই ভারতীয় উপমাহাদেশে প্রথম নগরায়ন। আশ্চর্যের বিষয় এটাই যে প্রতিতি নগরের পরিকল্পনা প্রায় একই রকম। হরপ্পা ও মহেঞ্জদাড়ো এই দুটি নগর নিঃসন্দেহে দুই বৃহত্তম নগর। এদের আয়তন যথাক্রমে ১৫০ হেক্টর ও ২০০ হেক্টর। হরপ্পার নগরবিন্যাস পর্যালোচনায় এই দুটি নগরকে মডেল হিসাবে রেখে সঙ্গে ব্যতিক্রমগুলি উল্লেখ করে আলোচনা করা যেতে পারে। 

হরপ্পার নগরগুলি দুটি প্রাথমিক এলাকায় বিভক্ত ছিলঃ শহরের উঁচু এলাকা বা সিটাডেল এবং নিচু এলাকা বা মুল শহর। শহরের উঁচু এলাকাটি কৃত্রিমভাবে উঁচু করা। এখানে গুরুত্বপূর্ণ ইমারত গুলি নির্মিত হয়েছিল। এটি সাধারণের বসতির জন্য নয়, সম্ভবত প্রশাসনিক এলাকা হিসাবে এর নির্মাণ হয়েছিল। উঁচু এলাকা সবসময় শহরের পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে তৈরী হত। ব্যতিক্রম ছিল লোথাল। এখানে সিটাডেল নির্মিত হয়েছিল শহরের দক্ষিণপূর্ব দিকে। সিটাডেল আয়তাকার হত এবং প্রাচীর দ্বারা সুরক্ষিত থাকত। মহেঞ্জদারোর বিরাট স্নানাগার এবং হরপ্পা ও মহেঞ্জদারোর বিরাট শস্যাগার সিটাডেল এলাকাতেই অবস্থিত ছিল। মহেঞ্জদারোতে ৭৫০ বর্গ মিটার আয়তনবিশিষ্ট ও ২০ টি স্তম্ভশোভিত এক বিরাট অট্টালিকা পাওয়াগেছে। এই বিরাট অট্টালিকা সম্ভবত ধর্মীয় উৎসবের জন্য নির্মিত হয়েছিল। ধোলাবিরার সিটাডেল এলাকায় এক বিরাট জলাশয়ের অস্তিত্ব পাওয়া গেছে। সিটাডেল ও মুল শহর এই বিভাজনেরও ব্যাতিক্রম ঘটেছিল। ধোলাবিরা শহরটি তিন ভাগে বিভক্ত ছিল। শহরের উঁচু এলাকা এবং নিচু এলাকা ছাড়া একটি মিডিল টাউনের অস্তিত্ব ছিল। কালিবঙ্গানে প্রথাগত দুটি ভাগ থাকলেও এখানকার সিটাডেল আবার দুই ভাগে বিভক্ত ছিল। 

সিটাডেল আলোচনা প্রসঙ্গে মহেঞ্জদারোর স্নানাগার এবং হরপ্পা ও মহেঞ্জদারোর শস্যাগার বিষয়ে আলোচনা করা দরকার। স্নানাগারের মাঝে রয়েছে বিরাট জলাধার, যার আয়তম ১২ মিটার X ৭মিটার এবং গভীরতা ২.৪ মিটার। এই জলাধারে ওঠানামার জন্য উত্তর ও দক্ষিনে ধাপ রয়েছে। ধাপ বেয়ে উঠলে জলাধারে চারপাশের খিলানযুক্ত অলিন্দ, তারপর ছোট ছোট কক্ষ, যা সম্ভবত পোষাক বদলাবার কাজে লাগত। পুরো নির্মাণকাজটি পোড়া ইটের তৈরি এবং এর জলনিকাশি ব্যবস্থা অত্যন্ত উন্নত।

স্নানাগারের পরে বলতে হয় শষ্যাগারের কথা। দুটি শস্যাগারের আকার, আয়তন ও নির্মাণ শৈলী প্রায় একই। পুরোটাই পাকা ইটের তৈরি। মারটিমার হুইলার হরপ্পার শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যঙ্কের সাথে তুলনা করেছেন। হরপ্পার শস্যাগার রাভী নদীর নিকটেই অবস্থিত ছিল। এর আয়তন ছিল প্রায় ৯০০০ বর্গ ফুট। এর ভিতরে রয়েছে দুই সারি মঞ্চ। প্রতিটি সারিতে ৬ টি করে মঞ্চ। প্রতিটি মঞ্চের আয়তন ৫০X২০ বর্গ ফুট। দুটি সারির মধ্যে ২৩ ফুট চওড়া চলাচলের জায়গা। শস্যাগারের একেবারে দক্ষিণ প্রান্তে রয়েছে একটি বিরাট মঞ্চ। এর উপর রয়েছে একটি বিরাট গোলাকার গর্ত, যার ব্যাস ১০ ফুট ৯ ইঞ্চি থেকে ১১ ফুট পর্যন্ত। হুইলারের অনুমান এই গর্তে শস্য পেষাই করা হত। বৃহৎ মঞ্চের দক্ষিনে দুই সারি ক্ষুদ্র ক্ষুদ্র বাসগৃহ। এগুলি সম্ভবত শস্যগারের মজদুরদের থাকার জায়গা। 

নিচু এলাকা ছিল সাধারণ নাগরিকদের বসবাসের জায়গা। উত্তর-দক্ষিন চওড়া চওড়া এবং পূর্ব-পশ্চিমে তুলনামূলক কম চওড়া রস্তা বিস্তৃত হয়ে একে অপরকে ছেদ করে  পুরো নিচু এলাকাটিকে বিচ্ছিন্ন করত। চওড়া মুল রাস্তা থেকে আবার গলি রাস্তা বের হত। এগুলি আবার একে অপরকে ছেদ করত। এই ভাবে পুরো নিচু এলাকাটি কয়েকটি মহল্লায় বিভক্ত হত। প্রধান রাস্তার ধারে কেউ বসত বাড়ি বানাতেন না, সাধারনত দোকান তৈরি হত। গলি রাস্তার ধারে বসত বাড়ি তৈরি হত। প্রতিটি রাস্তায় পয়ঃপ্রনালী ব্যবস্থা এবং প্রধান রাস্তার উপর ডাস্টবিনের ব্যবস্থা ছিল। 

হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলিতে আকার ও আয়তনে বৈচিত্র্য ছিল। এই বৈচিত্র্য আর্থ-সামাজিক বৈষম্যেরই ইঙ্গিত বহন করে। মহেঞ্জদারোতে এমন একটি বাসগৃহ পাওয়া গেছে যার, আয়তন ৩০০ বর্গ মিটার। এখানে ২৭ টি ঘর আর একটি আঙিনা ছিল। মহেঞ্জোদারোতে আরও একটি বাড়ির অবশেষ পাওয়া গেছে যাতে সিঁড়ি ছিল। এই বাড়িটি নিশ্চই দু'তলা বা তার বেশি উঁচু।  এই ধরনের বাড়ি নিঃসন্দেহে কোনো সম্পন্ন নগরবাসীর। বানাওয়ালিতে একটি বাড়ির অবশেষ এমন যে তাতে বৈঠকখানার মত একটা ঘর ছিল। এই বাড়িতে একটি স্নানাগার এবং সুন্দর পয়ঃপ্রণালীর ব্যবস্থা ছিল। এই বাড়িটিও কোনো ধনী ব্যাক্তির। সাধারন বাড়িগুলিতে একটি উঠান থাকত, তার চারপাশে থাকে অনেকগুলি ঘর। বেশিরভাগ ক্ষেত্রে অনেকগুলি ঘর থাকলেও রান্নাঘর একটাই। এই ধরনের বাড়ি একান্নবর্তী পরিবার প্রথার ইঙ্গিত দেয়। 

হরপ্পার নগরজীবনের একটি অন্যতম দিক হল পরিচ্ছন্নতা ও পারিবারিক আব্রু সম্পর্কে সচেতনতা। মহেঞ্জোদারোতে ২০০০ বাড়ির জন্য ২৭ টি কূপ ছিল। হরপ্পাতে তেমন কূপ ছিলনা। কিন্তু পয়প্রনালী ব্যবস্থা খুবই উন্নত ছিল, যার সমকক্ষ হরপ্পার সমসাময়িক কোন সভ্যতাতেই ছিল না। গলি রাস্তা থেকে শুরু করে প্রধান রাস্তা পর্যন্ত সর্বত্র নর্দমা ও ম্যানহোলের ব্যবস্থা ছিল। 

হরপ্পার নগর পরিকল্পনা ও নগরজিবনের এই অসম্ভব শৃঙ্খলা কোনো নিয়ন্ত্রণ ছাড়া কিভাবে সম্ভব? তাই অনেকে অনুমান করেন যে হরপ্পা সভ্যতা কোনো দক্ষ প্রশাসনিক নিয়ন্ত্রনের অধীনে ছিল। এই সভ্যতার এতটা ভৌগলিক প্রসার কোনো সাম্রাজ্যবাদী শাসকের নিয়ন্ত্রণ ছাড়া কিভাবে সম্ভব? অলিচিন দম্পতি ও স্টুয়ারট পিগট মনে করেন হরপ্পা সভ্যতা কার্যত একটি সাম্রাজ্য ছিল। আর এর দুই প্রধান কেন্দ্র ছিল হরপ্পা ও মহেঞ্জদারো। কিন্তু উৎখননের ফলে হরপ্পীয় প্রত্নক্ষেত্রগুলি থেকে সেভাবে অস্ত্রসস্ত্র পাওয়া যায় নি। তাই হরপ্পায় একটি শক্তিশালী সামরিক বাহিনী ছিল এবং তারা আগ্রাসী মনোভাব দেখাত-- একথা নিশ্চিত ভাবে বলা যায় না। তাই অনেকেই অনুমান করেন যে কোন পুরোহিত প্রশাসকের হাতে হরপ্পা নিয়ন্ত্রিত হত। মহেঞ্জদারোতে প্রাপ্ত একটি আবক্ষ পুরুষ মূর্তি এই ধারনাকে আরও জোরালো করেছে। তবে হরপ্পার লিপি পাঠোদ্ধার না হওয়া পর্যন্ত এব্যাপারে নিশ্চিত ভাবে কিছু বলা যাবে না। 

হরপ্পা তার উন্নত নগরজীবনের ধারা বেশিদিন ধরে রাখতে পারে নি। সভ্যতার শেষ পর্বে দেখা যায় নাগরিক জীবনে অবনতি নেমে এসেছিল। প্রকৃতি অবহেলা করে নাগরিক নিয়ম নীতিকে লঙ্ঘন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করেছিল, যা এই সভ্যতার পতনকে তরান্বিত করেছিল। ১৭৫০ খ্রীঃ পূঃ এর পর এই সভ্যতার আর কোনো অস্তিত্ব ছিল না। 

Town Planning of Harappan Civilization

In 1922, Dayaram Sahani and Rakhal Das Banerjee discovered the remains of two cities, Harappa and Mohenjo-daro. As a result, there was no doubt about the existence of a highly developed ancient civilization in the Indian subcontinent during the Bronze Age. The timeline of this civilization is estimated to be from around 2600 BCE to 1750 BCE. Most of the center of this civilization was around the banks of the Indus River, so initially, this civilization was known as the Indus Valley Civilization. However, over the past few years, extensive excavations in a vast area spanning across India and Pakistan have revealed the expansive spread of this civilization. Accordingly, according to the principles of archaeology, the first discovered archaeological site was named Harappa, hence the civilization is termed the Harappan Civilization.

The main characteristic of the Harappan Civilization was its urban centrality. Spanning an area of approximately 50,000 square miles (according to another view 70,000 square miles), this civilization had around 1400 urban centers. These were the first urban settlements in the Indian subcontinent. Surprisingly, it was noted that the Planning of each city was almost identical. Harappa and Mohenjo-daro were undoubtedly the two largest cities. Their areas were approximately 150 hectares and 200 hectares, respectively. Analyzing the urban layout of Harappan cities, one can discuss these two as models, mentioning the variations alongside.

The cities of Harappa were divided into two primary areas: the upper city or citadel and the lower city or main city. The upper city was artificially elevated and housed important structures, likely serving as administrative areas rather than residential. These areas were always located to the west or northwest of the city, except for a deviation in Lothal, where the citadel was situated in the southeast. Citadels were basically rectangular and protected by fortification walls. The major structures of the Harappan civilization, such as the Great Bath of Mahejodaro and the Great Granary of Harappa and Mahenjodaro both, were located in the citadel area.

In Mohenjo-Daro, a huge building measuring 750 square meters with 20 pillar-supported compartments, likely used for ritualistic purposes was found. Additionally, in the citadel area of Dholavira, there existed a large reservoir. The city division has exceptions also. Dholavira was divided into three parts, including a Middle town area apart from the upper and lower cities. Kalibangan was divided traditionally into upper and lower towns, but its upper town was also divided into two parts.

Discussion about the citadel includes elaboration on Mohenjo-daro's Great Bath. The bathing area contained a large water tank with dimensions of 12 meters by 7 meters and a depth of 2.4 meters. Steps were present on the north and south sides of the tank. After ascending the steps, there were dressing rooms equipped with platforms, possibly used for changing clothes. The entire construction was made of fired bricks, and its drainage system was highly advanced.

Following the bathing area, the discussion turns to the Great Granary. The two granaries had similar sizes, dimensions, and construction styles, made entirely of baked bricks. The granaries of Harappa were compared to the State Bank of the civilization by the archaeologist Martimar Wheeler. Harappa's granary was located near the Ravi River. Its area was approximately 9000 square feet and contained two rows of platforms. Each row had six platforms, each measuring 50 by 20 square feet. Between the two rows, there was a space for movement, approximately 23 feet wide. At the southern end of the granary, there was a large platform with a cylindrical well on top, believed to be used for grain storage. There were also two rows of small residential quarters on the southern side of the granary, presumably for laborers.

The lower city was a residential area for common citizens. The roads were wider in the north-south direction than in the east-west direction, dividing the entire lower city into several neighborhoods. Main Roads did not have residential buildings but were mainly used for shops. Residential buildings were constructed along the Lane. Each street had a drainage system, and there were dustbins placed on the main Roads.

The houses of the Harappan civilization varied in size and layout, indicating socio-economic disparities. One such house found in Mohenjo-daro had an area of 300 square meters and contained 27 rooms and a courtyard. Another house in Mohenjo-daro had remains of stairs, possibly indicating it was multi-storied. Such houses were likely not inhabited by common poor citizens but belonged to affluent individuals. In most cases, houses had a single kitchen despite having multiple rooms. These types of houses imply a nuclear family structure prevailing in society.

A significant aspect of Harappan's urban life was cleanliness. For 2000 houses in Mohenjo-daro, there were 27 public wells, highlighting the emphasis on sanitation and communal relations. Although there were no such wells found in Harappa, the city had an advanced drainage system comparable to contemporary civilizations.

Harappan urban life's incredible organization and planning raise questions about how it was possible without centralized control. Some speculate that the Harappan civilization was a kind of empire, with Harappa and Mohenjo-daro as its two main centers. However, excavations have not found evidence of military fortifications, challenging the notion of a powerful military presence. Therefore, some suggest that priests-administrators might have controlled Harappan society. The discovery of a male stone idol in Mohenjo-daro further strengthens this hypothesis. However, until the decipherment of the Harappan script, nothing conclusive can be said about this matter.

Harappan civilization failed to sustain its advanced urban life for an extended period. Neglecting nature and violating urban rules led to the decline of urban life, ultimately leading to the extinction of the civilization around 1750 BCE.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরবদের সিন্ধু অভিযান | কারণ ও তাৎপর্য

আরবদের সিন্ধু অভিযান | কারণ ও তাৎপর্য Please visit our Homepage and subscribe us. Suggested Topics || Ghajnavid Invasion || গজনী আক্রমণ || || মামুদের সোমনাথ মন্দির লুণ্ঠন || Somnath Temple Plunder || || তরাইনের যুদ্ধ ও তার গুরুত্ত্ব || মহম্মদ ঘুরির ভারত আক্রমন ও তার চরিত্র || সপ্তম শতকের প্রথমার্ধে আরবদেশে ইসলামের আবির্ভাব ঘটে। ইসলাম আরবদের নতুন করে জীবনীশক্তির সঞ্চার করে । ইসলাম ক্রমশ: একটি ধর্ম থেকে রাজনৈতিক শক্তি রূপে আত্মপ্রকাশ করে। বিশ্বের বিভিন্ন জায়গায় তারা আরবীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ভারতবর্ষের সঙ্গে আরবদের যোগাযোগ দীর্ঘদিনের। বাণিজ্যিক সূত্রে তারা নিয়মিত ভারতের উপকূল গুলিতে, বিশেষ করে মালাবার উপকূলে আসত। ভারতীয় ও চীনা পণ্য 'ধাও' নামক বিশেষ জাহাজে করে নিয়ে তারা ইউরোপের বাজারে বিক্রি করত। 712 খ্রিস্টাব্দে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ এর সেনাপতি ও জামাতা মোহাম্মদ বিন কাসেম সিন্ধু দেশে একটি সফল অভিযান করেন এবং সিন্ধুদেশ আরবীয় মুসলমানদের অধীনে চলে যায়। অভিযানের(প্রত্যক্ষ) কারণ ভারতবর্ষের প্রতি আরবদের দীর্ঘদিনের নজর ছিল। এর আ...

মহাফেজখানার শ্রেণীবিভাগ | Category of Archives

মহাফেজখানার শ্রেণীবিভাগ মহাফেজখানা বা লেখ্যাগারগুলি সাধারণ জনতার জন্য নয় মূলত গবেষক, ঐতিহাসিক, আইনবিদ, চিত্র পরিচালক প্রভৃতি পেশার লোকজন তাদের গবেষণার কাজে লেখ্যাগারে নথি পত্র দেখতে পারেন।  লেখ্যাগার পরিচালনা ও সংরক্ষিত নথির ভিত্তিতে লেখ্যাগগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।   1. সরকারি লেখ্যাগার:- কেন্দ্র বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে লেখ্যাগারগুলি গড়ে ওঠে। সেগুলিকে সরকারি লেখ্যাগার বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এরকম সরকার পরিচালিত এক বা একাধিক লেখ্যাগার থাকে। যেমন, আমেরিকার Natonal Archive And records Administration (NARA)। ভারতবর্ষে র কেন্দ্রীয় লেখ্যাগার National Archive of India নামে পরিচিত। বিভিন্ন ঐতিহাসিক, প্রশাসনিক ও আইনগত নথি, মানচিত্র, নক্সা,  পাণ্ডুলিপি প্রভৃতি সংরক্ষিত থাকে। 2. বানিজ্যিক লেখ্যাগার:-  এটি একটি লাভজনক প্রতিষ্ঠানের লেখ্যাগার বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান   মূলত তাদের সংস্থার ঐতিহাসিক এবং বানিজ্যিক নথি সংরক্ষিত রাখে। যেমন, ভারতের প্রথম বানিজ্যিক লেখ্যাগার হলো পুনার Tata Centrel Archive। 3. অলাভজনক লেখ্যাগ...

ষোড়শ শতকীয় ইউরোপে মূল্যবিপ্লব | Price Revolution

 ষোড়শ শতকের ইউরোপে মূল্য বিপ্লব   16 শতাব্দীতে ইউরোপীয় অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো মূল্য বিপ্লব। নিত্যব্যবহার্য পণ্যের মূল্য প্রায় 150 বছর সুস্থির থাকার পর ঊর্ধ্বমুখী হতে আরম্ভ করে, এবং 16 শতাব্দীর শেষে খাদ্যপণ্যের মূল্যের প্রায় সাড়ে পাঁচ গুণ বেড়ে যায়। পশ্চিম ইউরোপের অর্থনীতিতে এমন অভাবনীয় এবং সুদুরপ্রসারী ফলাফলসম্পন্ন ঘটনা মূল্য বিপ্লব নামে পরিচিত। মূল্য বিপ্লবের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যথা--    (১) কৃষিজ পণ্যের তুলনায় শিল্পজাত পণ্যের মূল্য বৃদ্ধি ছিল কম, এবং খাদ্যশস্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। (২) ভূমি রাজস্ব সহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক, তোলা ইত্যাদির হার বৃদ্ধি এবং ফটকাবাজির আবির্ভাব। (৩) মূল্যবৃদ্ধির তুলনায় মজুরির হার খুবই কম ছিল বলে প্রকৃত আয় হ্রাস পেয়েছিল। (৪) ভূমি বিক্রয়যোগ্য পণ্যে পরিণত হওয়া। (৫) গ্রামীণ বুর্জোয়াজি শ্রেণীর আবির্ভাব। ষোড়শ শতকের আগেও প্রাকৃতিক কারণে মূল্যবৃদ্ধি হয়েছিল, তবে তা ছিল 2, 3 শতাংশের মতো, যা অস্বাভাবিক মনে হতো না। কিন্তু ষোল শতকের মাঝামাঝি সময় থেকে যে নিরবিচ্ছিন্ন মূল্যবৃদ্ধি হ...