এ. কে. ফজলুল হক ও কৃষক প্রজা পার্টি
দেশভাগ ও স্বাধীনতার সমসাময়িককালে এবং তার কিছু আগে ও পরে বাংলার রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এ কে ফজলুল হক। 'শেরে বাংলা' নামে পরিচিত ফজলুল হক তার প্রাথমিক জীবনী পেশায় একজন আইন ব্যবসায়ী ছিলেন। পরবর্তীকালে সালিমুল্লাহ ও নবাব আলী চৌধুরীর সান্নিধ্যে এসে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। মুসলমানদের শিক্ষাক্ষেত্রে অগ্রগতিতে তাঁর অক্লান্ত প্রচেষ্টার জন্য তিনি ক্রমশ মুসলমান শিক্ষিত সমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। নিখিল বঙ্গ প্রজা সমিতি নামে একটি আধা রাজনৈতিক সংগঠনে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু অল্পকালের মধ্যেই মতানৈক্যজনিত কারণে তিনি দলবল নিয়ে ১৯৩৫ সালে কৃষক প্রজা পার্টি গঠন করেন। এই দল হকের নেতৃত্বে কৃষকদের অধিকার পুনরুদ্ধার ও জমিদারদের অত্যাচার থেকে কৃষকদের মুক্তিদান এবং জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করে তাদের জমির মালিক হিসেবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আন্দোলন শুরু করেছিল। এর ফলে কৃষক প্রজা পার্টি কৃষিজীবী নিম্নবৃত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।
সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি মহম্মদ আলী জিন্নাহর সঙ্গে বিভিন্ন কারণে তার মতপার্থক্য ছিল। জিন্নাহর সাম্প্রদায়িক প্রচার নীতি ফজলুল হক মেনে নিতে পারেননি। ফজলুল হকের চেষ্টাতেই বাংলার মুসলমান জনগোষ্ঠীকে মুসলিম লীগ থেকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব হয়েছিল। তাই ১৯৩৭ সালের নির্বাচনে কৃষক প্রজা পার্টি ব্যাপক সাফল্য লাভ করেছিল। নির্বাচনে কংগ্রেস প্রথম স্থান অধিকার করলেও এককভাবে সরকার গঠন করার মতো জায়গায় ছিল না। অন্যদিকে মুসলিম লীগ দ্বিতীয় এবং কৃষক প্রজা পার্টি তৃতীয় স্থান অধিকার করেছিল। কংগ্রেস নেতৃবৃন্দ কৃষক প্রজা পার্টির সঙ্গে কোয়ালিশন সরকার গঠনে খুব একটা উৎসাহী ছিলেন না। তাই শেষ পর্যন্ত ফজলুল হক মুসলিম লীগের সঙ্গে যৌথভাবে একটি কোয়ালিশন সরকার গঠন করে। ফজলুল হক বাংলা সরকারের মুখ্যমন্ত্রী রূপে অধিষ্ঠিত হন। শিক্ষাদপ্তর তাঁর হাতেই থাকে। তাঁকে ছাড়া মন্ত্রীসভার ১০ সদস্যের মধ্যে ৫ জন হিন্দু ও ৫ জন মুসলমান মন্ত্রী ছিলেন। কিন্তু অল্পদিনের মধ্যেই কোয়ালিশনে দলগত বিতর্ক ও কলহ শুরু হয় এবং অনেকেই দলত্যাগ করেন। সমস্যাবলি সত্ত্বেও কৃষক প্রজা পার্টি জমিদারি প্রথা উচ্ছেদ, অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, সকল দমনমূলক আইন বাতিল এবং সকল রাজবন্দি ও বিনা বিচারে আটক ব্যক্তিদের মুক্তিসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্রিটিশ চাপ দিয়েছিল।
কিছুদিন পর নাটকীয়ভাবে ফজলুল হক কর্তৃক নির্বাচনী অঙ্গীকার ভঙ্গের অজুহাতে প্রজা পার্টির প্রগতিবাদী ২১ জন সদস্য কোয়ালিশন ত্যাগ করেন। ফলে লীগ সুবিধা পেয়ে যায়, কারন আইন প্রণয়নের ব্যাপারে সমর্থনের জন্য হক লীগের উপর নির্ভরশীল হয়ে পড়েন। বিব্রতকর পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে হক কিছু যুক্তিসঙ্গত শর্তে জোট গঠনের প্রস্তাব নিয়ে কংগ্রেসের দ্বারস্থ হন। কিন্তু কংগ্রেস কর্তৃক প্রত্যাখাত হলে হক মুসলিম লীগের উপর আরও বেশি নিরভরশীল হয়ে পড়েন। ১৯৩৭ সালের ১৫ অক্টোবর লক্ষ্ণৌতে হক আনুষ্ঠানিকভাবে মুসলিম লীগের মতবাদ গ্রহণ করেন। তিনি বাংলার কোয়ালিশনের সকল মুসলিম সদস্যকে লীগে যোগদানের এবং লীগের পতাকাতলে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পুরষ্কার হিসাবে তাঁকে লীগের লাহোর অধিবেশনের (১৯৪০) সভাপতি করা হয়। এদিকে একের পর এক দলত্যাগ, সমর্থন প্রত্যাহার এবং বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের ফলে কোয়ালিশন সরকার ভেঙ্গে পড়ার উপক্রম হয়। কে পি পি তার গুরুত্ত্ব হারাতে থাকে।
১৯৪১ সালের জুলাই মাসে জিন্নাহর নিষেধাজ্ঞা সত্ত্বেও ফজলুল হক ভাইসরয়ের প্রতিরক্ষা পরিষদে যোগদান করলে জিন্নাহ্ তাঁকে মুসলিম লীগ থেকে বহিষ্কার করে এবং কোয়ালিশন দল থেকে লীগকে প্রত্যাহার করেন। এই পরিস্থিতি অবশ্য হককে সাম্প্রদায়িকভাবে বিভক্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে নতুনভাবে রাজনৈতিক মৈত্রী গঠনের এক অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছিল। ১৯৪১ সালের ২ ডিসেম্বর হক পদত্যাগ করেন, তবে তিনি কৃষক প্রজা পার্টির প্রগতিশীল ও অসাম্প্রদায়িক ব্যক্তিবর্গ, কংগ্রেসের বসু গ্রুপ সহ অধিকাংশ হিন্দু সদস্য এবং হিন্দু মহাসভার রক্ষণশীল সংস্কারবাদীদের নিয়ে একটি প্রগতিশীল কোয়ালিশন গঠন করতে সক্ষম হন। গভর্নরের লীগ-প্রধান একটি মন্ত্রিসভাকে অধিষ্ঠিত করার ব্যক্তিগত উদ্যোগ ব্যর্থ হওয়ার পরই শ্যামা-হক মন্ত্রিসভা রূপে পরিচিত এ নতুন মন্ত্রিসভা ১৯৪১ সালের ১২ ডিসেম্বর ক্ষমতায় অধিষ্ঠিত হয়। কিন্তু প্রাদেশিক গভর্নর স্যার জন হার্বাটের চক্রান্তে প্রগতিশীল কোয়ালিশনের কর্মসূচি বানচাল হয়ে যায়। ১৯৪৩ এর মার্চ মাসে এই মন্ত্রীসভা ভেঙ্গে দেওয়া হয়।
১৯৪৩ থেকে ৪৬ এর মধ্যে লীগ বাংলায় নিজেকে এমনভাবে গুছিয়ে নেয় যে ১৯৪৬ এর নির্বাচনে তারা অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। কে পি পি বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। তবুও হকের ব্যক্তিগত জনপ্রিয়তা তখনো ছিল। তাই ১৯৪৬ নির্বাচনে কে পি পি যে চারটি আসনে জয়লাভ করেছিল তার ২ টি আসনেই প্রার্থী ছিলেন স্বয়ং হক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন