আকবরের গুজরাট অভিযান
বৈরাম খাঁর অভিভাবত্বকালেই আকবরের রাজ্য বিস্তারের সূচনা হয়েছিল। বৈরাম খাঁ- র ১৫৬০ খ্রিস্টাব্দে পদচ্যুতির পর আকবরের প্রথম সামরিক অভিযান পরিচালিত হয় মালব রাজ্যের বিরুদ্ধে । মালব ও রাজস্থান অধিকার করার পর আকবর পশ্চিম সমুদ্র উপকূলে তার আধিপত্য সম্প্রসারণে উৎসাহিত হন। তিনি ১৫৭২ খ্রিস্টাব্দে গুজরাট অভিযান করেন।
গুজরাট ছিল শষ্য ও সম্পদে সমৃদ্ধ শালী প্রদেশ। সুলতানী যুগ থেকেই বস্ত্র শিল্পে গুজরাটের সুনাম ছিল। গুজরাটের উপকূল ভাগে কয়েকটি গুরুতবপূর্ণ বন্দর ছিল। তাই গুজরাটের প্রতি মুঘলদের দৃষ্টি অনেক আগে থেকেই ছিল। হুমায়ুনও গুজরাট অভিযান করে ছিলেন। আকবরের গুজরাট অভিযানের পশ্চাতে নিম্ন লিখিত কারণ গুলি উল্লেখ করা যায়ঃ
i) বিদ্রোহী মির্জারা গুজরাটে আশ্রয় নিয়েছিল।
ii) গুজরাট ছিল সমুদ্রপথে বহিঃ দেশের সঙ্গে যোগাযোগের প্রধান কেন্দ্র।
iii) পর্তুগিজদের কার্যকলাপের উপর নজর রাখার জন্য গুজরাট অধিকার করার দরকার ছিল।
iv) সর্বোপরি গুজরাটের আর্থিক সমৃদ্ধি ও বাণিজ্যঘাঁটিগুলি আকবরকে গুজরাট দখলে উৎসাহিত করে ছিল।
সুলতান মুজাফফর শাহের শাসনকালে গুজরাটে অভ্যন্তরীণ গোলমাল চলছিল। এমনকি কিছু আমির আকবরকে গুজরাট আক্রমণের জন্য আহবান জানিয়েছিলেন। এই পরিস্থিতি আকবর গুজরাট আক্রমণ করেন। গুজরাট সহজেই আকবরের হস্তগত হয়। মির্জা গোষ্ঠীর বিদ্রোহীদের পরাজিত করে গুজরাটের শাসন ভার আজম খানের উপর নস্ত করে তিনি ফতেপুর সিক্রিতে ফিরে আসেন। কয়েক মাস পর গুজরাট আবার অশান্ত হয়ে উঠলে আকবর রাজা টোডরমলকে গুজরাটে প্রারণ করে। বিচক্ষণ টোডরমলের হতে গুজরাট শান্ত হয়, গুজরাট মুঘল সাম্রাজ্যের অন্যতম সুবায় পরিণত হয়। প্রসঙ্গত উল্লেখ্যযোগ্য টোডরমল গুজরাটেই প্রথম জমি জরিপ করে রাজস্ব ব্যাবস্থার সুবন্দোবস্ত করেন। এর ফলে গুজরাট থেকে বছরে ৫০ লক্ষ টাকা দরবারে প্রেরণ করা সম্ভব হয়।
আকবরের গুজরাট বিজয় নানা দিক থেকে গুরুত্বপূর্ণ যেমনঃ
i) সমুদ্র এবং পশ্চিম উপকূলের বন্দর গুলির উপর আধিপত্য প্রতিষ্টিত হওয়ায় মুঘলদের আয় বৃদ্ধি পায় এবং দরবারে গুজরাট শাসকের গুরুত্ব বেশি বৃদ্ধি পায়।
ii) গুজরাট জয়ের ফলেই মুঘলরা পর্তুগিজদের সংস্পর্শে আসতে সক্ষম হয়।
iii) পর্তুগিজরা হজ যাত্রীদের নিরাপত্তার প্রতিশ্রুতি প্রেরণ করেন। পর্তুগিজদের দ্বারা আকবরের ব্যাক্তিগত চরিত্রও প্রভাবিত হয়।
iv) সমুদ্র উন্মুক্ত হওয়ায় মুঘলরা নৌ বাহিনী গঠন করার সুযোগ লাভ করে।
V) গুজরাটেই মুঘলদের অভাবনীয় জাবতি ব্যবস্থার সূচনা হয়।
Vi) গুজরাট হস্তগত হওয়ার দাক্ষিনাত্যের দ্বার উন্মুক্ত হয়।
Thank you so much sir 🙏.
উত্তরমুছুন