প্রাচীন রোমে ব্যবসা বাণিজ্য
প্রাচীন রোমান সাম্রাজ্য ব্যবসা-বাণিজ্যে লক্ষনীয় সাফল্য অর্জন করেছিল। রোমের এই বাণিজ্যিক সাফল্যের পশ্চাতে ছিল সস্তা দাস শ্রমের উপর নির্ভর করে অপরিমিত কৃষি ও কারিগরি উৎপাদন। একইসঙ্গে কার্যকর ছিল রোমান সাম্রাজ্যের অভিজাত সম্প্রদায়ের মধ্যে সৌখিন দ্রব্যের ব্যাপক চাহিদা।
রোমে অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্য দুই প্রকার বাণিজ্যই চলত। অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল 'ফোরাম' গুলি। গ্রামাঞ্চলে অভিজাতরা যেখানে বাস করত সেখানে একটি গ্রামীণ বাজার গড়ে উঠত। এই বাজার গুলি ফোরাম নামে পরিচিত ছিল। ফোরাম গুলিকে কেন্দ্র করে পরবর্তীকালে নগরের বিকাশ ঘটে। ফোরামগুলিতে পণ্যের জোগান দিতে বৃহৎ কৃষিজমি বা ল্যটিফানডিয়া গুলিতে উৎপাদিত পণ্য। কৃষি পণ্যের মধ্যে খাদ্যশস্য অলিভ ও মদ এবং ও কৃষি পণ্যের মধ্যে মৃৎপাত্র বস্ত্র ধাতুনির্মিত পণ্য ও কাচের জিনিস প্রধান বাণিজ্য পণ্যে পরিণত হয়েছিল।
রুমে বিলাসপণ্যের একটা বড় অংশ আমদানি করা হত বিদেশ থেকে। সোমালিল্যান্ড থেকে আসতো ধুনো। বাল্টিক উপকূল থেকে আনা হতো গয়না তৈরির প্রয়োজনীয় একরকম হলুদ রঙের পাথর অ্যাম্বার, ভারত থেকে এডেন হয়ে রোমে গোলমরিচ ও মণিমাণিক্য যেত এবং চীন থেকে যেত রেশম। আমদানি বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল অস্ট্রিয়া। সেখানে বাইরে থেকে আমদানি করা পণ্য খালাস করা হতো এবং সেই পণ্য পরীক্ষা-নিরীক্ষা করে গুদামে মজুদ রাখা হতো। তারপর তার শহর এবং নগরের পাইকারি ও খুচরা বাজারে বিক্রির জন্য চলে যেত। রপ্তানি বাণিজ্য রোম পিছিয়ে ছিল না। ইটালি থেকে বণিকরা প্রধানত মদ, ইতালি, জার্মানি ও গল থেকে তৈরি হওয়া মৃৎপাত্র এবং কাপুয়ায় তৈরি লোহার জিনিস বাইরে রপ্তানি করত।
বণিক না হলে বাণিজ্য হয় না। লেভান্ট ও ইতালির মধ্যে পরিচালিত প্রাচ্য বাণিজ্য নিয়ন্ত্রণ করত সিরিয়া ও আলেকজান্দ্রিয়ার বণিকরা। তারা রোম ও ইটালিতে পণ্য সরবরাহ করত। আফ্রিকা ও স্পেন হয়ে ইটালির মধ্যে পরিচালিত পাশ্চাত্য বাণিজ্য ছিল ইটালীয় বণিকদের নিয়ন্ত্রণে। ইটালি ও বণিকরা আফ্রিকা ও সিসিলি থেকে শস্য আমদানি করত। তারা ইতালির মৃৎপাত্র, ধাতু নির্মিত পণ্য ইত্যাদি রূপা ও দাসের বিনিময়ে রপ্তানি করত।
ব্যবসা-বাণিজ্যে রাষ্ট্র এবং ব্যক্তিগত দুই প্রকার উদ্যোগই লক্ষণীয় ছিল। রাষ্ট্রীয় উদ্যোগের মধ্যে উল্লেখ করা যায় অগাস্টাস সিজার এর নেতৃত্বে প্রিন্সিপেটের আমলে রাস্তা ও জলপথের উন্নতি হয়েছিল। অবস্থা সিজারের সময় এই সড়কপথ ও জলপথের পাশে শিল্প উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছিল। বাণিজ্যের প্রয়োজনে রোমান শাসকরা বারংবার মুদ্রা সংস্কারও করেছিলেন। বেসরকারি উদ্যোগ এসেছিল প্রধানত গিল্ড এবং কর্পোরেশন গুলি থেকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন