পেরিক্লিসের সংস্কারঃ এথেনীয় গণতন্ত্রের স্বর্ণযুগ
পেরিক্লিস ৪৬১-৪২৯ BCE পর্যন্ত এথেন্সে শাসন করেছিলেন। পেরিক্লিস ছিলেন গণতন্ত্রপন্থী এবং তার নেতৃত্বে এথেন্সে তথা গ্রিসের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থার যে উন্নতি ঘটেছিল তাকেই এথেন্সের ইতিহাসে পেরিক্লিসিয় স্বর্ণযুগ বলা হয়। পেরিক্লিস দক্ষ ও উদার প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন করেছিল।
গণপরিষদ
এটি ছিল নাগরিকদের সংগঠন। এই পরিষদ আইন প্রণয়ন এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার লাভ করেছিল। গণপরিষদের অধিবেশন ১০ দিন অন্তর অনুষ্ঠিত হত। গণপরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ ও বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণের অধিকার লাভ করেছিল।
পাচ'শ সদস্যের পরিষদ
পাচ'শ সদস্যের পরিষদ ছিল গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত একটি পরিষদ, যারা আইন প্রয়োগের কাজের তদারকি করত। বিচারক মন্ডলী গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হতেন এবং সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী বিচারের রায় দান করতেন।
জেনারেল পরিষদ
দশজন জেনারেল সমন্বয়ে গঠিত ছিল এই জেনারেলদের পরিষদ। পরিষদ এই পরিষদের সদস্যদের নির্বাচন ও কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। পেরিক্লিস দীর্ঘ ৩০ বছরেই জেনারেলদের পরিষদের নির্বাচিত সভাপতি ছিলেন।
বিচার বিভাগীয় সংস্কার
পেরিক্লিস এথেন্সে বিচারবিভাগীয় সংস্কারের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুবিন্যস্ত করে তুলেছিলেন।নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালতের রায়ে দান পদ্ধতি সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হত। এথেন্সে আদালত এবং বিচারক নাগরিকদের ভোটে নির্বাচিত হতেন এবং বিচারের মাধ্যমে দান করতেন।
প্রতিরক্ষা ক্ষেত্রে সংস্কার
গ্রীক পারসিক যুদ্ধের ফলে এথেন্সের নেতৃত্বে 'ডেলিয়ান লীগ' নামে একটি নৌশক্তি গঠিত হয়েছিল এবং যা পরবর্তীকালে এথেনীয় সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছিল। নৌশক্তি জোট গঠনের ফলে এথেন্সে নৌবহরের বিকাশ ঘটেছিল এবং নৌবহরের গুরুত্ব বাড়ার সাথে সাথে নৌবাহিনীর বিভিন্ন পদে কর্মরত সাধারন জনগন এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। এইভাবে নৌবাহিনীর বিকাশ এথেন্সে গণতন্ত্রের বিকাশের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত হয়ে পড়েছিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন