পলিস বলতে কি বোঝায়
নগররাষ্ট্র কে গ্রীকবাসী পলিস নামে অভিহিত করতো। ইংরেজি শব্দ 'Polis' এর অর্থ স্ব-শাসিত রাষ্ট্র। তবে নগর রাষ্ট্রের কোন সঠিক সংজ্ঞা ঐতিহাসিকরা দিতে পারেননি। তবে নগররাষ্ট্র বলতে শুধু নির্দিষ্ট ভূখন্ড জনসাধারণের সমষ্টি ছিল না, নাগরিক জীবনে নানান সুযোগ-সুবিধা ছিল পলিস জীবনের একান্ত শর্ত, যেখানে থাকত বড় বাড়ি, মিউজিয়াম, থিয়েটার হল, বাজার ও জলস্তম্ভ। পলিস গঠনের জন্য প্রয়োজনীয় চারটি বিষয় যুক্ত ছিল; সেগুলি হলঃ স্বাস্থ্য, প্রতিরক্ষা, রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত পরিবেশ, সৌন্দর্য। তবে গ্রিসে এমন অনেক নগররাষ্ট্র ছিল যারা এই চারটি শর্ত পূরণ করতে না পারলেও তাদের পলিস বলা হত। গ্রিস ও এশিয়া মাইনরের মূল ভূখন্ডে এবং ইজিয়ান সাগরের দ্বীপগুলিতে অপেক্ষাকৃত উন্নত অঞ্চলগুলিতে পলিসের অস্তিত্ব লক্ষ করা যায়।
পলিস উদ্ভব
পলিসের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার যে অনন্য ধরন তা কোনো বিশেষ ভোগলিক পরিবেশ এবং আর্থ-সামাজিক পরিস্থিতি ছাড়া সম্ভব নয়। ঠিক কোন কোন বাহ্যিক ও অভ্যন্তরীণ শক্তি পলিস গঠনকে অবশ্যম্ভাবী করল তা নিয়ে ওইতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। তবে ঐতিহাসিক বিতর্কসমূহ থেকে পলিস গড়ে ওঠার মোটামুটি কয়েকটি কারন নির্ণয় করা যেতে পারে।
(I) ভৌগোলিক কারণ:- গ্রীস ছিল চারদিকে পাহাড় দিয়ে ঘেরা আর পাহাড়ের মাঝে ছোট্ট একটা উপত্যাকা। প্রাচীন গ্রীসের জনগণ অসংখ্য উপত্যকা, পাহাড় বেষ্টিত সমভূমি এবং দীপকে কেন্দ্র করে গড়ে তুলেছিল অসংখ্য ছোট ছোট পলিস। এক পলিস থেকে অন্য পলিসে যাতায়াতের কোনো রাস্তা ছিল না। দুটি পলিস পাহাড়ের প্রাচীর দিয়ে বিভক্ত থাকতো। ফলে একেকটি শহরকে কেন্দ্র করে এক একটি পৃথক পলিস গড়ে ওঠে। স্থলপথে যাতায়াত ব্যবস্থার এই দুর্গমতাই পলিস গঠনের সহায়ক ছিল।
(II) সামরিক কারণ:- গ্রিসের পলিস গুলির সৃষ্টির পেছনে সামরিক কারণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিক জন-জীবনকে ধ্বংস করে দিয়েছিল ডোরিয়ান আক্রমণ ও বিজয়। ডোরিয়ান আক্রমণ থেকে বাঁচার তাগিদে গ্রীকরা একটি স্থানীয় সুরক্ষিত সামরিক কেন্দ্র গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তাই তারা পাহাড়ের চূড়ায় একটি দুর্গ নির্মাণ করে, যা অ্যাক্রোপলিস নামে পরিচিত ছিল। এই অ্যাক্রোপলিস গুলি ছিল সামরিক ও ধর্মীয় কেন্দ্র।
(III) অর্থনৈতিক কারণ:- পলিস উদ্ভবের পেছনে অর্থনৈতিক কারণের একটি বড় ভূমিকা ছিল। পলিসের নিজ জমিতে উৎপাদিত শস্য দিয়ে অভ্যন্তরীণ চাহিদা মেটাত এবং পলিসের নিত্যপ্রয়োজনীয় পণ্য যা উৎপাদিত হতো তা দিয়েই প্রথমদিকে পলিসবাসী সন্তুষ্ট থাকলেও পরবর্তী ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য আমদানি প্রয়োজনীয় হয়ে পড়েছিল। গ্রিসের শস্য বাণিজ্যের বিকাশের পথ সুগম হয়েছিল। এইভাবে নগর ও বাজারকে কেন্দ্র করে গ্রিসে পলিসের উদ্ভবের পথ প্রশস্ত হয়েছিল।
(IV) উপজাতি গোষ্ঠীর সহানুভূতি:- গ্রিসের পলিশ গুলির উদ্ভবের পেছনে অপর যে কারনটি দায়ী তা ছিল তা হল উপজাতি গোষ্ঠীর সহানুভূতি, যা গড়ে উঠেছিল ওইকসগুলির মধ্য দিয়ে। সমসংস্কৃতি মনোভাবাপন্ন একই উপজাতি গোষ্ঠীর লোকেরা এক একটি পলিসে বসবাস করত। সংখ্যায় বেশি এবং উপজাতি গোষ্ঠীবোধে উদ্বুদ্ধ হয়ে তারা পলিস গঠন করেছিল।
পরিশেষে বলা যায় গ্রিসের পলিস গঠনে অর্থনীতি ও ভূগোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অর্থনৈতিক ও সামরিক প্রয়োজনে পরিবারগুলি একত্রিত হয়ে পলিস গঠনে সহায়তা করেছিল। আবার ধর্মীয় প্রবনতার গুরুত্বকেও অস্বীকার করা যায় না, আর এই সমস্ত কিছুর সাথে যুক্ত হয়েছিল গ্রিকদের ঔপনিবেশিক আধিপত্য স্থাপনের আকাঙ্ক্ষা।
Reason Behind the Emergence of Polis
What is Meant by Polis?
The Greeks referred to a city-state as a polis. The English word 'Polis' means an autonomous state. However, historians have not been able to provide a precise definition of a city-state. A city-state was not just a defined territory and a collection of people; it was also a community that offered various civic amenities. The essence of life in a polis included large houses, museums, theaters, markets, and water fountains. Four essential factors were necessary for the formation of a polis: health, defense, a suitable environment for political activities, and beauty. However, in Greece, many city-states were referred to as polises even if they did not meet all these criteria. Polises were primarily found in the mainlands of Greece and Asia Minor, as well as the islands of the Aegean Sea.
The Emergence of Polis
The period from 1200 BCE to 800 BCE in Greek history is known as the Dark Age. During this time, the great empires such as Mycenaeans and Hittites fell down. The history of this period remains uncertain due to a lack of sufficient evidence. In the early phase of the Dark Age, the population of Greece significantly decreased, with many leaving for Anatolia. As a result, a cultural decline was observed in Greece. However, by the end of this period, some changes began to occur. Primitive tribes and clans gradually broke down, and a social unit called 'Oikos' emerged. These were family-based units centering on agricultural land, consisting of family members, workers, and servants who were loyal to the family. These Oikos were not only social units but also self-sufficient economic units. During the Dark Era, many large Oikos emerged, employing slaves and agricultural laborers as needed. Those without land were known as Thetes and were not members of the Oikos.
After the Dark Age, the Archaic Age (800 BCE to 500 BCE) began in Greece, also known as the transitional period of ancient Greece. Although there is a debate among historians about the exact time of the emergence of the polis, most agree that it occurred during this period. References to the emergence of polis can be found in the works of Hesiod, an eighth-century BCE poet. During this period, the Greeks improved their foreign trade through contact with the Phoenicians, opening up sea routes. With this economic prosperity, the population of Greece increased (by almost four times) and urbanization took place. As commercial activities thrived, cities became centers of cultural and religious development. In this context, the Greeks dismantled the old patriarchal system and established new institutions called polises, which fully developed during the Classical Age (500 BCE to 338 BCE).
The unique structure of the state and society of the polis was possible due to specific geographical and socio-economic conditions. There is debate among historians about which external and internal forces made the formation of polis inevitable. However, from these debates, a few reasons for the emergence of polis can be identified:
Geographical Reasons
Greece was surrounded by mountains with small valleys in between. The ancient Greeks developed many small polises around numerous valleys, mountain-surrounded plains, and islands. There were no roads connecting one polis to another. Two polises were separated by mountain walls, resulting in each city developing as an independent polis. The difficult land transportation facilitated the formation of the polis.
Military Reasons
Military reasons were crucial in the creation of the Greek Polis. The Doric invasion and conquest destroyed Greek public life. To protect themselves from Doric attacks, the Greeks realized the need to form a local protected military center. Hence, they built a fortress on hilltops, known as Acropolis. These Acropolis served as military and religious centers.
Economic Reasons
Economic reasons played a significant role in the emergence of polis. Initially, the polises met their internal needs with the grains produced on their land and were content with the locally produced goods. However, as the population grew, food imports became necessary. The development of Greece’s grain trade paved the way for the emergence of a polis centered around cities and markets.
Tribal Sympathy
Another reason behind the emergence of Greek polises was the tribal sympathy developed through the Oikoi. People of the same cultural mentality lived in each polis. Driven by their larger numbers and tribal solidarity, they formed a polis.
In conclusion, geography and
economy played important roles in the formation of polises in Greece. Families
united for economic and military needs, aiding in the creation of polises. The
importance of religious inclination cannot be ignored, and this was coupled
with the Greeks’ desire for colonial dominance.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন