Please visit our Homepage and Subscribe us.
Thanks for reading.
Nabarun Chakraborty
UG Student, Sonarpur Mahavidyalaya
সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত ভারতের রাজনৈতিক ইতিহাসে রাজপুতদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সমকালীন সাহিত্যে প্রায় 36 টি রাজপুত গোষ্ঠীর কথা জানা যায়। এদের মধ্যে অন্যতম হল- গুর্জর, প্রতিহার, চৌহান, পরমার, শিশোদিয়া, সোলাঙ্কি, চান্দেল্ল, তোমর, কলুচুরি, গহরবল প্রভৃতি। স্বাধীনতাপ্রিয়, দেশপ্রেমিক এবং হিন্দু ধর্ম ও সংস্কৃতির রক্ষাকর্তা হিসেবে রাজপুতরা সুবিদিত। তবে তাদের প্রধান দুর্বলতা ছিল গোষ্ঠীদ্বন্দ্ব এবং অনৈক্য।
রাজপুতদের উত্থান হয়েছে কিভাবে, তারা দেশি না বিদেশি এই নিয়ে বিতর্ক আছে। ঐতিহাসিক গৌরী শংকর হীরাচাঁদ ওঝা, দশরথ শর্মা প্রমুখ মনে করেন, রাজপুতরা এদেশীয়। তাদের আচার আচরণের সঙ্গে বিদেশি শক, হুন ও গুর্জরদের কিছু মিল থাকলেও তারা আসলে আর্য। কারণ তারা অশ্বমেধ যজ্ঞ করে, সতীদাহ প্রথা মেনে চলে এবং সূর্যের পূজা করে। মেবারের শিশোদিয়ারা নিজেদেরকে পরিচয় দেয় রামচন্দ্রের বংশধর বলে। গুর্জর প্রতিহাররা নিজেদের লক্ষণের বংশধর বলে মনে করে। রামায়ণ-মহাভারতের সূর্যবংশীয়- চন্দ্রবংশীয় রাজাদের সাথে রাজপুতদের যোগাযোগের কথাও বলা হয়ে থাকে। ঐতিহাসিক সি.ভি. বৈদ্য জানিয়েছেন বৈদিক যুগের 'রাজপুত্র' শব্দ থেকে এসেছে 'রাজপুত' কথাটি, তাই রাজপুতরা হল বৈদিক ক্ষত্রিয়দের বংশধর।
অন্যদিকে চাঁদবরদৈ তার 'পৃথ্বীরাজ রাসো' কাব্যে জানিয়েছেন যে, আবু পাহাড়ে বশিষ্টের যজ্ঞাগ্নি থেকে চহমান, পরমার, গুহিল ও প্রতিহারদের উৎপত্তি হয়েছে। সাধারণত যজ্ঞাগ্নির মাধ্যমে বিদেশীদের শুদ্ধিকরণ করা হয়। তাই চাঁদবরদৈ এর 'অগ্নিকুল তত্ত্ব' অনুসরণ করলে মানতে হয় যে রাজপুতরা বিদেশি। জেমস টড তাঁর 'Annals and Antiquities of Rajasthan' গ্রন্থে লিখেছেন-- শক ,হুন, গুর্জররা ভারতে প্রবেশ করে ভারতীয় হয়ে যায়, রাজপাট স্থাপন করে, শাসন ও যুদ্ধকে পেশা হিসেবে বেছে নেয়। এরাই রাজপুত।
অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায় রাজপুত দের উৎপত্তি সংক্রান্ত একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছেন। তার মতে রাজপুতরা একটি মিশ্র জাতি। বিদেশি হুন এবং দেশি মেডাসরাও রাজপুত গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছিল। এরা ছিল একটি উপজাতি সম্প্রদায়ভুক্ত, যারা রাজ্যপাট স্থাপন করে ক্ষত্রিয়ের মর্যাদা লাভ করেছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে জাতি ব্যবস্থায় গতিশীলতা ছিল । উপজাতি সম্প্রদায়ের মানুষ কৃষি সম্প্রসারণ এর সূত্র ধরে জাত ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ছে। রাজপুত্রের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছিল এবং এক্ষেত্রে ব্রাহ্মণদের স্বীকৃতি লক্ষণীয় ছিল।
অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায় রাজপুত দের উৎপত্তি সংক্রান্ত একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছেন। তার মতে রাজপুতরা একটি মিশ্র জাতি। বিদেশি হুন এবং দেশি মেডাসরাও রাজপুত গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছিল। এরা ছিল একটি উপজাতি সম্প্রদায়ভুক্ত, যারা রাজ্যপাট স্থাপন করে ক্ষত্রিয়ের মর্যাদা লাভ করেছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে জাতি ব্যবস্থায় গতিশীলতা ছিল । উপজাতি সম্প্রদায়ের মানুষ কৃষি সম্প্রসারণ এর সূত্র ধরে জাত ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ছে। রাজপুত্রের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছিল এবং এক্ষেত্রে ব্রাহ্মণদের স্বীকৃতি লক্ষণীয় ছিল।
Thanks for reading.
Nabarun Chakraborty
UG Student, Sonarpur Mahavidyalaya
Thank you sir
উত্তরমুছুন