Short-Question Answer (Plassy and Buxar)
◆পলাশীর যুদ্ধের সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা প্রেসিডেন্সির গভর্নর কে ছিলেন?
রবার্ট ক্লাইভ
◆ পলাশীর যুদ্ধের তারিখটি উল্লেখ করো?
1757, 23 জুন
◆ আলিনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়?
1757, ফেব্রুয়ারি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা গভর্নর রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে।
◆ কোন জায়গার নাম আলিনগর রাখা হয়েছিল?
কলকাতার
◆ অন্ধকূপ হত্যার বিবরণ কে দিয়েছিলেন?
ব্রিটিশ শল্যচিকিৎসক হলওয়েল
◆ পলাশীর ষড়যন্ত্র-এ যুক্ত একজন ব্যাংকারের নাম লেখ?
জগৎ শেঠ
◆ মীর জাফর কে ছিলেন?
নবাব সিরাজের মীরবক্সী, পলাশী ষড়যন্ত্রের অন্যতম খলনায়ক
◆ পলাশীর যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে প্রাণ দিয়েছেন কোন দুই সেনাপতি?
মীর মদন ও মোহন লাল
◆ পলাশীর যুদ্ধকে কোন ঐতিহাসিক 'আধুনিক যুগের সূচনা' বলে উল্লেখ করেছেন?
আচার্য যদুনাথ সরকার
◆ দস্তক কি?
দর্শক হলো বিনাশুল্কে বাণিজ্য ছাড়পত্র, যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে বছরে পেয়েছিলেন। শর্ত ছিল, বছরে 3 হাজার টাকা দিলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যায় বাণিজ্য করতে কোন শুল্ক দিতে হবে না।
◆ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের দ্বন্দ্বের প্রধান অর্থনৈতিক কারণ কোনটি?
দস্তকের অপব্যবহার।
◆ পলাশীর যুদ্ধ যে স্থানে হয়েছিল সেটি বর্তমানে কোন জেলায় অবস্থিত?
নদীয়ার
◆ পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব কে হন?
মীরজাফর
◆ বাংলার ইতিহাসে রক্তপাতহীন বিপ্লব বলতে কোন ঘটনাকে বোঝায়?
1759 খ্রিস্টাব্দে ওলন্দাজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে রবার্ট ক্লাইভ মীরজাফরকে সিংহাসনচ্যুত করে তারই জামাতা মীরকাসেমকে বাংলার নবাব পদে অভিষিক্ত করেন। বিনা যুদ্ধে এই ক্ষমতা হস্তান্তর হয়েছিল বলে একে রক্তপাতহীন বিপ্লব বলে।
◆ বিদেরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? এই যুদ্ধে কারা পরাজিত হয়?
1759 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ওলন্দাজদের মধ্যে। এই যুদ্ধে ওলন্দাজরা চূড়ান্তভাবে পরাজিত হয়।
◆ মীরজাফরের ক্ষমতাচ্যুতির পর বাংলার নবাব কে হন?
মীর কাসেম
◆ বক্সারের যুদ্ধে ইংরেজরা কোন তিনটি শক্তির সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছিল?
বাংলার নবাব মীরকাসেম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলম
◆ বক্সারের যুদ্ধের পর বাংলার নবাব কে হন?
মীরজাফর
◆ এলাহাবাদের প্রথম সন্ধি কবে কাদের মধ্যে হয়?
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা কুঠির গভর্নর রবার্ট ক্লাইভ এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা মধ্যে 1765 সালে
◆ এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে কাদের মধ্যে হয়?
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা কুঠির গভর্নর রবার্ট ক্লাইভ এবং মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলম এর মধ্যে 1765 সালে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন