জন ওয়াইক্লিফ |
জন ওয়াইক্লিফ
চার্চ ও যাজক সম্প্রদায়ের মধ্যে ভ্রষ্টাচার ও দুর্নীতি যখনই প্রকট হয়ে উঠেছে, তখনই কোনো না কোনো প্রতিবাদ দেখা দিয়েছে। 14 শতকীয় ইউরোপে এমনই এক প্রতিবাদী আন্দোলন শুরু হয়েছিল, যা ইতিহাসে Reformation নামে পরিচিত। Reformation এর সবচেয়ে পরিচিত নাম হল লুথার। লুথার এর পূর্বসুরিদের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তি ছিলেন জন ওয়াইক্লিফ (১৩২৪-৮৪)। তাকে ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয়।
১৩৭৪ খ্রিস্টাব্দে পোপ পদ নিয়ে তীব্র দ্বন্দ্ব ওয়াইক্লিফকে দুঃখিত ও বিক্ষুদ্ধ করে। যাজক কুলের দুর্নীতি এবং ভ্রষ্টাচারে তিনি ক্ষুব্ধ হন এবং ঘোষণা করেন যে, যদি চার্চ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তবে রাষ্ট্রের উচিত তাকে ধ্বংস করে দেওয়া। যে পোপ ব্যক্তিজীবনে খ্রিস্টীয় পবিত্র জীবন অনুসরণ করতে পারে না, তিনি কার্যত অখ্রিষ্টীয় এবং তার দ্বারা সেন্ট পিটার্স এর পবিত্র আসন কুলষিত হচ্ছে। তিনি আরো ঘোষণা করেন যে, সন্ত ফ্রান্সিসের জীবনাদর্শ অনুসরণ করা উচিত। ওয়াইক্লিফ মনে করতেন খ্রিস্টান ধর্মের পরম সত্য কেবল বাইবেলে বিবৃত আছে। পোপ ও তার পাদ্রিদের ব্যাখ্যা মানার দরকার নেই। ওয়াইক্লিফের অনুগামীদের লোলার্ড বলা হত। ইংল্যান্ডে লোলার্ডদের ব্যাপক প্রভাব ছিল। ওয়াইক্লিফ গ্রাম্য যাজকদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করেছিলেন, যাদের কাজই ছিল আত্মার শুদ্ধিকরণ এর প্রচার
লোলার্ডদের পরিণতি ভয়ঙ্কর হয়। ধর্মদ্রোহিতার অপরাধে ততাদের পুড়িয়ে মারা হয়। ওয়াইক্লিফ রেহাই পেয়ে গেলেও ১৩৮৪ খ্রিস্টাব্দে তার স্বাভাবিক মৃত্যুর পর, তাকেও হেরোটিক হিসেবে অগ্নিদগ্ধ করার প্রহসন অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন