ইউরোপে ব্ল্যাক ডেথ (১৩৪৬-১৩৫৩) |
ব্ল্যাক ডেথ কি?
আঠারো শতকের ইউরোপের উল্লেখযোগ্য ঘটনা হলো ব্ল্যাক ডেথ। এটি প্লেগের মহামারী। প্লেগ মূলত দুই প্রকারের, নিউমনিক প্লেগ ও বিউবনিক প্লেগ। নিউমনিক প্লেগ এ ফুসফুস আক্রান্ত হয় এবং বাতাসের মধ্য দিয়ে তা অন্যের শরীরে সংক্রমিত হয়। বিউবনিক প্লেগ এর লক্ষণ গুলি হল মানুষের নিম্নাঙ্গ, গলা এবং হাতের নিচে ফোলা ভাব লক্ষ্য করা, এবং পুঁজ রক্তক্ষরণ হওয়া। পুঁজ ও রক্ত ক্ষরণের ফলে চামড়া ও টিসু গুলির মারাত্মক ক্ষতি হয়, এবং সারা শরীরে কালো ফোসকাতে ঢেকে যায়। ৪-৭ দিনের মধ্যে রোগীর মৃত্যু হয়। 14 শতকীয় ইউরোপে এই বিউবনিক প্লেগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। সারা শরীর কালো হয়ে মৃত্যু ঘটতো বলে এই মহামারীকে ব্ল্যাক ডেথ বলা হয়।
মোঙ্গল সেনাবাহিনী যখন কফকা শহরকে দীর্ঘদিন অবরোধ করে রেখেছিল, তখন শহরবাসীর মধ্যে প্লেগ মহমারি ছড়িয়ে দেওয়ার জন্য, প্লেগ রোগে মৃত সেনাদের দেহগুলি শহরের প্রাচীরের উপর দিয়ে শহরের মধ্যে ছুঁড়ে ফেলে দিত। সেখান থেকে বণিক ও অন্যান্য মানুষ জনের মাধ্যমে প্লেগ ইউরোপে ছড়িয়ে পড়ে। একইসাথে ১৮ শতকিয় ইউরোপে খাদ্যাভাব ও আবহাওয়া পরিবর্তনের জন্য প্লেগ মহামারীর আকার ধারণ করে।
পরিসংখ্যান অনুযায়ী গোটা পৃথিবীতে 72 মিলিয়ন মানুষের মৃত্যু হয়। ইউরোপে জনসংখ্যা প্রায় 1/3 অংশ হ্রাস পায়। ইটালির দুটি বিখ্যাত শহর জেনেভা ও ভেনিস দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুনার কালসন দেখিয়েছেন, আইসল্যান্ডের ২/৩ অংশ হ্রাস পায়। ভূমধ্যসাগর সংলগ্ন ইউরোপ, ইতালি, স্পেনে মহামারীর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। এই দেশগুলিতে মৃত্যুর হার ছিল প্রায় ৭৫ শতাংশ থেকে ৮০ শতাংশ। অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয়েছিল ইংল্যান্ড ও জার্মানি, এখানে মৃত্যুর হার ছিল ২০ শতাংশ।
মহামারীকে কেবল জনসংখ্যা দিয়ে বিচার করলে হবে না। ১৪-১৫ শতকের ইউরোপের আর্য সামাজিক জীবনে যে দ্রুত পরিবর্তন এসেছিল ,তার দায় অনেকাংশেই মহামারী। ব্ল্যাক ডেথ এর আগে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল, এর ফলে জীবনযাত্রার মান ছিল নিম্নগামী, কিন্তু এখন জনসংখ্যা হ্রাস পাওয়ার ফলে জমির উপর চাপ কমে যায়। পতিত জমির পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে কৃষি মজুরের চাহিদা বেড়ে যায়। এই পরিপেক্ষিতে কৃষক ও ভূমিদাসগণ সামন্ততান্ত্রিক বাধ্যবাধকতাকে অগ্রাহ্য করার সুযোগ পেয়ে যায়। এর ফলে সামন্ততান্ত্রিক বাঁধন ক্রমশ আলগা হতে থাকে। কোন কোন ঐতিহাসিকের মতে পুঁজিবাদের আগমন এই ব্ল্যাক ডেথ এর ফলেই সম্ভব হয়েছিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন