NATO ব্যাতীত অন্যান্য মার্কিন সামরিক মোর্চা
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক রাজনীতির চালিকাশক্তি ছিল ঠান্ডা লড়াই, যার একদিকে ছিল মার্কিন জোট এবং অন্যদিকে ছিল সোভিয়েত জোট। ঠান্ডা লড়াইয়ের প্রভাব বিস্তারের রাজনীতির অন্যতম অঙ্গ ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে সামরিক মোর্চা গঠন। আমেরিকার নেতৃত্বে একাধিক সামরিক জোট গড়ে উঠেছিল। NATO ছিল প্রথম মোর্চা। এর পর একের পর এক যে সামরিক মোর্চাগুলি গড়ে উঠেছিল সেগুলি নিম্নরূপঃ
SEATO
সোভিয়েত রাশিয়া ও কমিউনিস্ট চীন যাতে দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের প্রভাব বিস্তার করে সেখানে পুঁজিবাদী ব্যবস্থাকে ধ্বংস করতে না পারে সেজন্য আমেরিকা ১৯৫৪ সালের ৮ ই সেপ্টেম্বর South East Asian Treaty Organization বা SEATO গঠন করে। এর সদস্য ছিল ব্রিটেন, পঃ জার্মানি, থাইল্যান্ড, ফিলিপিন্স ও অন্যান্য দঃ পূঃ এশীয় দেশসমূহ। বিশেষজ্ঞদের অভিমত SEATO ন্যাটোর মত আগ্রাসী ও জঙ্গী ছিল না।
ANZUS
১৯৫১ সালের ১ লা সেপ্টেম্বর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার স্বার্থে আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছিল। এটি Australia, New Zeeland, United States Security Treaty বা ANZUS নামে পরিচিত।
Japanese Peace Treaty
১৯৫১ সালে ৮ ই সেপ্টেম্বর পরাজিত ও বিধ্বস্ত জাপানের সাথে আমেরিকা একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল যাকে অনেকেই জাপানে সোভিয়েত প্রভাব রোধের মার্কিন পদক্ষেপ হিসাবেই দেখেছেন।
MEDO
মধ্য প্রাচ্য হল অফুরন্ত তেলের সম্পদ। এই তৈল সম্পদে যাতে রাশিয়া ও চীন কোনভাবে ভাগ বসাতে না পারে এবং আমেরিকা সহ পশ্চিমি পুঁজিবাদী শক্তিগুলির প্রাধান্য বজায় থাকে তার জন্য আমেরিকা ১৯৫৫ সালের ফেব্রুয়ারী মাসে গড়ে তুলল Middle East Defence Organization বা MEDO.
CENTO
১৯৫৫ সালে আমেরিকা বাগদাদ চুক্তি স্বাক্ষর করেছিল। উদ্দেশ্য ছিল মধ্য প্রাচ্যে তেলের উপর পুঁজিবাদী একাধিপত্য কায়েম রাখা। এই চুক্তি অনুযায়ী গঠিত সামরিক জোটের নাম Central Treaty Organization (CENTO) বা Middle East Treaty Organization (METO)। মোর্চাভুক্ত দেশগুলি হল ইরাক, ইরান, পাকিস্তান, তুর্কি, ব্রিটেন ও আমেরিকা।
OAS
ল্যাটিন আমেরিকা ও মধ্য আমেরিকার দেশ গুলি ছিল দরিদ্র্য ও অনুন্নত। এই দেশগুলিতে
দ্বিতীয় মহাযুদ্ধের পর মার্কিন প্রভাব বজায় ছিল। পানামা খাল ও ক্যারিবিয়ান উপসাগর কার্যত মার্কিন লেকে পরিণত হয়েছিল। এইসমস্ত অনুন্নত দেশগুলিতে যাতে সাম্যবাদী প্রভাব না বৃদ্ধি পায় তার জন্য আমেরিকা ১৯৪৮ সালে Organization of American States (OAS) গঠন করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন