ঠান্ডা যুদ্ধে সোভিয়েত পদক্ষেপ: কমিনফর্ম, মলোটভ প্ল্যান, কমেকন
কমিনফর্ম:
মার্কিন যুক্তরাষ্ট্র যখন ট্রুম্যান নীতি ও তার পরিপূরক মার্শাল পরিকল্পনা ঘোষণার মধ্য দিয়ে ঠান্ডা যুদ্ধে নিজের অবস্থান মজবুত করছিল সেই সময় সোভিয়েত ইউনিয়ন একেবারে বসে ছিল না। সোভিয়েত ইউনিয়ন এর প্রথম জবাব ছিল Communist Information Bureau বা কমিনফর্ম গঠন। 1947 সালের সেপ্টেম্বর মাসে পোল্যান্ডের সাইলেশিয়াতে সোভিয়েত নিয়ন্ত্রিত পূর্ব ইউরোপের নয়টি রাষ্ট্রের কমিউনিস্ট দলগুলির একটি যৌথ সংগঠন গড়ে ওঠে। উইলফ্রিড ন্যাপ A History of War and Peace বলেছেন কমিনফর্ম এর মূল উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসিত রাষ্ট্র গুলির মধ্যে সংহতি আনয়ন ও সেগুলিকে নিয়ন্ত্রণে আনার প্রয়োজনে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা। এর প্রধান রূপকার ছিলেন স্ট্যালিন ঘনিষ্ঠ রুশ নেতা ঝদানভ। পরবর্তীকালে কমিনফর্ম এর মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের কমিউনিস্ট দলগুলির কর্মসূচিতে সংহতি অসামঞ্জস্য আনার চেষ্টা করা হলো এবং পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে প্রচার এর মাত্রা বাড়ানো হলো। প্রসঙ্গত উল্লেখযোগ্য, 1948 সালে চেকোস্লোভাকিয়া কমিউনিস্টরা রাষ্ট্রক্ষমতা দখল করতে সক্ষম হয়েছিল এবং ওই বছরই সোভিয়েত নেতৃত্বের সঙ্গে বাদানুবাদের কারণে যুগোস্লাভিয়ার কমিউনিস্ট রাষ্ট্রপ্রধান মার্শাল টিটোকে কমিনফর্ম থেকে বহিষ্কার করা হয়েছিল।
মলোটভ প্ল্যান:
মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত মার্শাল পরিকল্পনার প্রস্তাব সোভিয়েত ইউনিয়ন প্রত্যাখ্যান করেছিল। পূর্ব ইউরোপের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বতন্ত্র পরিমণ্ডলকে মার্শাল পরিকল্পনার সম্ভাব্য প্রভাব থেকে রক্ষা করতে সোভিয়েত ইউনিয়ন বিকল্প যে ব্যবস্থা গড়ে তুলেছিল তা মলোটভ পরিকল্পনা নামে পরিচিত। সোভিয়েত বিদেশ মন্ত্রী মলোটভ 1949 সালে একটি আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা করলেন। এই পরিকল্পনায় বলা হলো যে, সোভিয়েত আদর্শে উদ্বুদ্ধ পূর্ব ইউরোপের কমিউনিস্ট রাষ্ট্রগুলি রাশিয়ার কাছ থেকে তাদের অর্থনৈতিক পূনর্গঠনের জন্য উদার আর্থিক সাহায্য পাবে। এইভাবে পূর্ব ইউরোপকে মার্কিন প্রভাব থেকে রক্ষা করা হলো এবং একই সাথে পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতার পরিবেশ গড়ে উঠলো।
কমেকন
রাশিয়ার সঙ্গে পূর্ব ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক ব্যবস্থার সংগতি বিধানের জন্য 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে গড়ে ওঠে Council of Mutual Economic Assistance বা COMECON বা CEMA. প্রকৃতপক্ষে এই সংগঠনটি ছিল মলোটভ পরিকল্পনার প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। এই আন্ত:রাষ্ট্রীয় সংগঠনের সদস্য ছিল সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরী ও রোমানিয়া। কমেকন এর কার্যকলাপ পূর্ব ইউরোপের সীমানা ছাড়িয়ে তৃতীয় বিশ্বের নানা দেশে ও প্রসার লাভ করেছিল। এর ফলে একদিকে মার্শাল পরিকল্পনা অন্যদিকে কমেকন-- দুই পরস্পর বিরোধী অর্থনৈতিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা ঠান্ডা লড়াই কে ত্বরান্বিত করল।
https://pricemama.com.bd/mobiles/
উত্তরমুছুন