উপমহাদেশে মধ্যপ্রস্তর যুগ
ভারতীয় উপমহাদেশে মধ্য প্রস্তর যুগের সন্ধান পাওয়া গেছে উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থিত সরাই নহর রাই, মহাদহা, চোপানিমান্ডো, মধ্যপ্রদেশের আদমগড়, রাজস্থানের বাগোর প্রভৃতি এলাকায়।
মধ্য প্রস্তর যুগে ক্ষুদ্রাশ্মীয় আয়ুধের ব্যাপক প্রচলন ঘটল। একই সাথে মিশ্র আয়ুধ বা কম্পোজিট টুল চালু হল। অর্থাৎ হাতিয়ারগুলি এত ক্ষুদ্র হল যে তার সাথে হাতল লাগানো হলো। সরাই নহর রাইতে দুপাশ ধারওয়ালা ছুরি এবং হাড়ের তৈরি তীরের ফলা পাওয়া গেছে।
মধ্য প্রস্তর যুগে মানুষ তখনও শিকারি। তবে পশুর মাংস ঝলসে নেওয়ার জন্য আগুনের ব্যবহার তাদের জানা ছিল। তবে মানুষ ক্রমশ পশুপালন শিখতে শুরু করেছিল । রাজস্থানের বাগোরে পশুপালনের চিহ্ন পাওয়া গেছে । মহাগড়াতে একটি খোয়াড়ের চিহ্ন পাওয়া গেছে। তবে কৃষি তাদের জানা ছিল না। কোলদিহাওয়াতে মাটির পাত্রের গায়ে যে ধানের তুষ পাওয়া গেছে তাকে অনেকে মধ্য প্রস্তর যুগের সমসাময়িক বলে মনে করেন। যদিও আধুনিক গবেষণায় দেখা গেছে যে ওই ধানের তুষ 2000-3000 খ্রিস্টপূর্বাব্দের আগে নয়। মাটির পাত্রের ব্যবহার তাদের জানা ছিল। তবে তা ছিল হাতে তৈরি। কুমোরের চাকার ব্যবহার তাদের জানা ছিল না। মানুষ তখনও যাযাবর জীবনই যাপন করত। ব্যতিক্রম ছিল মহাগড়া। কারণ সেখানে পশুচারণকারী সমাজ গড়ে উঠছিল। মহাগড়াতে অন্তত 20 টি কুটিরের অবশেষ পাওয়া গেছে ।
মৃত্যু ও পরলোক সম্পর্কে ধারণা ছিল এবং অন্ত্যেষ্টিক্রিয়া বিষয়ে তাদের জানা ছিল। সরাই নহর রাই ও মহাদহার সমাধিগুলি থেকে ধর্মীয় সংস্কৃতি ও বিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়। মৃত্যুর পরও জীবন আছে এই ধারণার বশবর্তী হয়ে তারা কবরের মধ্যে আসবাবপত্র রেখে দিত।
Mesolithic Age
In the subcontinent, the period between the Paleolithic and Neolithic ages is known as the Mesolithic or Middle Stone Age. This era is estimated to have started around 10,000 years ago. During the final phase of the Pleistocene epoch, the subcontinent experienced a period known as the Holocene age, characterized by warmer climate conditions after the end of the last Ice Age.
Archaeologists have found evidence of the Middle Stone Age in the central region of the subcontinent, particularly in areas such as the Sarai Nahar Rai, Mahadaha, Chopanimando in Uttar Pradesh, Adamgarh in Madhya Pradesh, and Bagor in Rajasthan.
During the Middle Stone Age, there was widespread use of small tools made of microliths. Additionally, composite tools, combining different materials, came into use. These tools were so small that they required the use of handles. Archaeologists have discovered double-edged blades and harpoons made of bone in the Sarai Nahar Rai site.
People during this period were still hunters, but they used fire for cooking meat. While agriculture was not yet practiced, evidence of animal domestication has been found in Bagor of Rajasthan, indicating that humans were beginning to learn animal husbandry practices. Evidence of a cattle shed has been found in Mahagadha. Although they used pottery. their knowledge of agriculture was none. Some researchers consider the presence of husk imprints on pottery found in sites like Koldihwa to be indicative of Mesolithic agriculture. Although modern research suggests that these imprints do not date back to 2000-3000 BCE. The pottery used by the Mesolithic people was handmade, and the use of the potter's wheel was unknown to them.
Mesolithic people continued to lead a nomadic lifestyle, and life was centered around hunting and gathering. Mahagadha stands out as an exception because it witnessed the emergence of an agrarian society. At least 20 huts have been found in Mahagadha, indicating settled communities engaged in animal husbandry.
They had beliefs about death and the
afterlife, evident from the religious and funerary practices observed in sites
like Sarai Nahar Rai and Mahadaha. The presence of graves with grave goods
indicates their beliefs in life after death.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন