হরপ্পার পতনের ঐতিহাসিক ব্যাখ্যা
আনুমানিক 1750 খ্রিস্টপূর্বাব্দের পরে বিশাল আয়তন হরপ্পা সভ্যতার আর অস্তিত্ব ছিল না। দীর্ঘ সময় ধরে বিরাজমান হরপ্পা সভ্যতার পতনের পিছনে কি কারণ ছিল তা নিয়ে ঐতিহাসিক এর মধ্যে বিতর্কের শেষ নেই।
ঐতিহাসিক ডেলস এবং রাইক মনে করেন, সিন্ধু নদের বাৎসরিক বন্যায় হরপ্পা সভ্যতা ব্যাপক ভাবে বিপর্যস্ত হত। মহেঞ্জোদারোর নগর প্রাকার বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার মেরামতও করা হয়েছিল-- এমন প্রমান পাওয়া গেছে। পাঁচিলের ভগ্নস্তূপে কাদার সন্ধান পাওয়া গেছে। তবে মহেঞ্জোদারো ছাড়া অন্য কোন নগরে এরকম বন্যার প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া এত উন্নত একটি সভ্যতা বন্যাজনিত ক্ষয়ক্ষতি রুখে দেওয়ার ব্যবস্থা করেনি; তাই সভ্যতা ধ্বংস হয়ে গেল-- এই যুক্তি অতি সরল যুক্তি।
গুরুদীপ সিং দেখিয়েছেন একসময় সিন্ধু নদের উপত্যকার জলবায়ু ছিল আর্দ্র এবং কৃষির জন্য উপযোগী। কিন্তু 2200 খ্রিস্টপূর্ব নাগাদ নিকট প্রাচ্য, মধ্য প্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার বিস্তৃত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়। জলবায়ু শুষ্ক হয়ে ওঠে। ফলে কৃষি ব্যবস্থা সংকটের মধ্যে পড়ে।
জলবায়ুর পরিবর্তনের জন্য মানুষ সৃষ্ট কারণ দায়ী থাকলেও থাকতে পারে। নগরাশ্রয়ী সভ্যতার বাড়ি ঘর বানানোর ইট তৈরি করতে প্রচুর গাছ কাটা হত। অরণ্য সম্পদ হ্রাস পাওয়া জলবায়ুর আদ্রতা কমার অন্যতম কারণ।
পুরাতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে খ্রিস্টপূর্ব 1900 পরিবর্তি সময় মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্য ভাঁটা দেখা যায়। এর ফলেই সম্ভবত কারিগরি উৎপাদন হ্রাস পায়। নগর গুলির উপযোগিতা নির্ভর করত কারিগরি উৎপাদন ও বিনিময়ের কেন্দ্র হিসাবে, যার ফলে নগরগুলি অপ্রাসঙ্গিক হয়ে যায়।
বহু গবেষক দেখিয়েছেন পতনের বেশকিছু পূর্বে নগর গুলিতে অবক্ষয়ের চিহ্ন স্পষ্ট। মার্টিমার হুইলার মহেঞ্জোদারোর অন্তিম পর্বে বিপর্যস্ত অবস্থার ছবি তুলে ধরেছেন, দেখা যায় যে পূর্বেকার সুবিন্যাস্ত নগর পরিকল্পনা এবং পৌর পরিবেশের সজীব চরিত্রগুলি শেষ পর্বে ম্লান হয়ে গেছিল।
মার্টিমার হুইলার হরপ্পা সভ্যতার পতনের পেছনে বহিরাক্রমণ তত্ত্ব তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন মহেঞ্জোদারো নগরটি পরিত্যক্ত হওয়ার ঠিক আগে এখানে ওখানে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা নরকঙ্কাল পাওয়া গেছে। এইগুলির দেহে আঘাতের চিহ্ন এবং এগুলির সৎকার হয়নি। তিনি মনে করেন কোনও এক হিংসাত্মক ঘটনার মধ্যে দিয়ে এই সভ্যতার যবনিকাপাত হয়েছিল। তিনি আরো মনে করেন দেবরাজ ইন্দ্রের আক্রমণের ফলে এই ঘটনা ঘটেছিল। তবে হুইলারের আর্য আক্রমণ তত্ত্ব মেনে নেওয়া কঠিন, কারণ ভারতবর্ষে আর্যদের আগমন ঘটেছিল মাইগ্রেশন এর মধ্য দিয়ে, অভিযানের মধ্য দিয়ে নয়।
পরিশেষে হরপ্পা সভ্যতার পতনের জন্য কোনও একটি বিশেষ কারণকে এককভাবে দায়ী করা যায় না। সম্ভবত একাধিক কারণের সমন্বয়ে এই বিরাট সভ্যতার পতন ঘটেছিল বলে মনে হয়।
Decline of the Harappan Civilization
Approximately after 1750 BCE, the vast expanse of the Harappan civilization ceased to exist. The reasons behind the decline of the long-standing Harappan civilization remain a subject of historical debate.
Historians like Dayaram Sahni and Sir Mortimer Wheeler believe that the frequent floods of the Indus River played a significant role in the extensive deterioration of the Harappan civilization. The city layout of Mohenjodaro had suffered several damages, and evidence suggests that repairs were undertaken. Excavations have revealed sedimentation of mud in the Great Bath of Mohenjodaro. However, there is no evidence of similar flooding in other cities apart from Mohenjodaro. Moreover, such an advanced civilization did not have a system to protect itself from natural disasters, leading to its destruction – this argument is overly simplistic.
Gurdeep Singh has suggested that, at one time, the climate around the Indus River was humid and suitable for agriculture. However, around 2200 BCE, there was a reduction in rainfall in the eastern, central, and southern regions of Asia. The climate became arid, resulting in agricultural difficulties. Humans may have contributed to the climate change. The cutting down of numerous trees to make bricks for constructing urban homes in the Harappan civilization could have contributed to deforestation. The reduced availability of forest resources causes a lack of humidity.
Archaeological research indicates that around 1900 BCE, trade relations between the Harappan civilization and Mesopotamia saw a decline. As a result, it is possible that craft production faced a decline. The cities, dependent on the centers of industrial production and exchange, became irrelevant, leading to their abandonment.
Several researchers have observed signs of abandonment and decay in many cities before their decline. Mortimer Wheeler has presented clear evidence of disturbed conditions in the final phase of Mohenjodaro, indicating that the planned layout and vibrant characteristics of the urban environment had deteriorated.
Mortimer Wheeler has put forth the theory of external invasion as a cause for the decline of the Harappan civilization. He found that many human skeletons were scattered here and there in the remains of Mahenjodaro. In the bodies found in these conditions, there are signs of violence, and they have not died naturally. He believes that the collapse of this civilization occurred through some violent event. He also thinks that it might have happened as a result of an invasion by Devraj Indra. Wheeler's Aryan invasion theory is contentious because the arrival of the Aryans in the Indian subcontinent likely happened through migration rather than invasion.
In conclusion, there is no single specific cause attributed to the decline of the Harappan civilization. The collapse of this vast civilization likely occurred due to a combination of various factors.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন