প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ ধর্ম
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের প্রতিবাদী ধর্মান্দোলনের সময় সবচেয়ে প্রভাব বিস্তারকারী প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটেছিল। বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। তবে তিনি দাবি করেছিলেন যে তার আগেও অনেক বুদ্ধ এসেছিলেন এবং তার পরেও অনেক বুদ্ধ আসবেন। হীনযান মতে মোট 24 জন বুদ্ধ জগতে আবির্ভূত হয়েছেন এবং মহাযান মতে এই সংখ্যা 32।
বৌদ্ধ ধর্ম দর্শনের কেন্দ্রে রয়েছে দুঃখবাদ। বুদ্ধের মতে জগতে সবকিছুই অনিত্য, অলীক ও অশাশ্বত ।অথচ মানুষের তৃষ্ণা অসীম এবং অশেষ। মানুষের কামনা বাসনা চরিতার্থ হয় না বলেই জন্ম-মৃত্যু-পুনর্জন্ম-- এই চক্র অবিরাম চলতে থাকে এবং এর ফলে দুঃখ কেবল বেড়েই যায়। বুদ্ধের এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত হয় চতুরার্য সত্য। এই চারটি সত্য হল- ১. জগত দুঃখময়, ২. দুঃখের কারণ আছে, ৩. দুঃখের কারণ নির্ধারণ করা গেলে দুঃখ নিবারণ সম্ভব এবং ৪. দুঃখ নিবারণের উপযুক্ত পন্থা আছে।
বৌদ্ধ ধর্ম চিন্তার অপর স্তম্ভ হল প্রতীত্যসমুৎপাদবাদ। কার্যকারণ সম্পর্কে উপর আশ্রয় করেই প্রতীত্যসমুৎপাদবাদ তত্ত্ব গড়ে উঠেছে। দুঃখবাদ ও প্রতীত্যসমুৎপাদবাদের সঙ্গে যুক্ত হয়েছে ক্ষণিকত্ববাদ। ক্ষনিকত্ববাদ অনুশারে পৃথিবীর যাবতীয় বস্তু ও প্রাণী সতত পরিবর্তনশীল, কোন কিছুই শ্বাশত নয়।
বৌদ্ধ ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল দুঃখ নিরোধগামীমার্গ। বুদ্ধের মতে 'নির্বাণ' হলো এমনই এক অবস্থা যেখানে ব্যক্তি সমস্ত জাগতিক কামনা বাসনার উপরে এমনই এক অবস্থা যেখানে পৌঁছালে আর পুনর্জন্ম হবেনা। নির্বাণ লাভের সাধনায় বুদ্ধ চারটি পর্বের কথা বলেছেনঃ ১.স্রোতাপন্ন ২. সকৃদাগামী ৩. অনাগামী ও ৪. অরহৎ। দুঃখ চূড়ান্তভাবে নিবারণের জন্য চরম ভোগবিলাস বা চরম আত্মনিগ্রহ দুটি পথই গ্রহণযোগ্য নয়, মাঝামাঝি পথ তথা মঝঝিম পন্থায় জীবনযাপন করলে দুঃখ নিবৃত্তি সম্ভব।
বৌদ্ধ দর্শনের মঝঝিম পন্থার পরিপূরক হলো অষ্টমার্গ। এই আটটি মার্গ হল-১. সৎ বাক্য ২. সৎকর্ম ৩. সৎ জীবীকা ৪. সৎ চেষ্টা ৫. সৎ চিন্তা ৬. সৎ চেতনা ৭. সৎ সংকল্প ও ৮. সৎ দৃষ্টি। এর মধ্যে প্রথম তিনটি দৈহিক সংযম, পরের তিনটি মানসিক সংযম এবং শেষ দুটি বুদ্ধির বিকাশ ঘটায়।
জৈন ধর্মের মতো বৌদ্ধধর্মেও অহিংসার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে এই অহিংসাবাদ জৈন ধর্মের মত অতটা কঠোর নয়। গৌতম বুদ্ধ প্রাণী হত্যা বন্ধ করার কথা বলেছিলেন। কিন্তু ততটা কঠোরতা দেখাননি। তাঁর অনেক শিশ্য মাংস খেতেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন