মিউজিয়ামের সংজ্ঞা
মিউজিয়ামের বাংলা অর্থ সংগ্রহশালা বা সংগ্রাহালয়। তবে অনেক সময় একে জাদুঘরও বলা হয়। ইংরেজিতে Museum কথাটি প্রথম ব্যাবহার হয়ে ছিল সপ্তদশ শতকে। ইংরেজিতে মিউজিয়াম কথাটি ল্যাটিন কথা থেকে এলেও এর মূল উৎস গ্রিক শব্দ মউজিয়ন(Mouseion)। এর অর্থ মিউজ দেবতার মন্দির। বিভিন্ন অভিধানে মিউজিয়ামের অর্থ বিভিন্ন। অক্সফোর্ড লিভিং ডিকশনারী (Oxford Living Dictionary) অনুসারে মিউজিয়াম হল এমন একটি গৃহ যেখানে ঐতিহাসিক, বৈজ্ঞানিক, শৈল্পিক অথবা সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ বস্তু সংরক্ষণ বা প্রদর্শন করা হয়।
আর্তজাতিক মিউজিয়াম সংস্থা [International Council of Museums ( ICOM)] মিউজিয়ামের সংজ্ঞা নির্ধারণে বারংবার মত পরিবর্তন করেছে। 1946 সালে আইকমের মিউজিয়াম এর প্রথম সংখ্যাটি হল--
"মিউজিয়াম অর্থে বোঝায় বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা সমেত শৈল্পিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক, ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক বস্তু যা সাধারণের জন্য উন্মুক্ত। কিন্তু যেসব গ্রন্থাগারের স্থায়ী প্রদর্শনেই সেগুলি মিউজিয়াম সংজ্ঞা বহির্ভূত।"
2007 সালে ভিয়েনার সাধারণ সভায় যে সংজ্ঞা নির্ধারিত হয়েছিল সেটি হলঃ
একটি মিউজিয়াম হল সাধারণের জন্য উন্মুক্ত, সমাজ ও তার উন্নয়নের সেবায় নিয়জিত অ-লাভজনক, চিরস্থায়ী সংস্থা যেটি শিক্ষা, চর্চা ও বিনোদনের উদ্দেশ্যে মানবতা ও তার পরিবেশের পার্থিব বা অ-পার্থিব ঐতিহ্যের সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, যোগাযোগ ও প্রদর্শন করে।
আর্কাইভের সংজ্ঞা
আর্কাইভ কথাটির উৎপত্তি গ্রিক শব্দ 'আর্কিওন'(Archion) থেকে। আর্কিওন শব্দটির দ্বারা তৎকালীন সময়ে আর্কনের গৃহ অফিস বোঝাত, যেখানে সরকারি নথি আর্কনের তত্ত্বাবধানে সুরক্ষিত থাকত। গ্রিক আর্কন হল মুখ্য বিচারক বা নগর বিচারক। বাংলায় আর্কাইভসের অর্থ হল মহাফেজখানা বা লেখ্যাগার।
আর্কাইভ বা মহাফেজখানা লেখ্যাগার হল ঐতিহাসিক, প্রশাসনিক এবং সাংস্কৃতিক নথিসমগ্র অথবা ওই নথিসমগ্র সংরক্ষণ রাখার স্থান। লেখ্যাগারে যেসব প্রাথমিক নথি থাকে তার দ্বারা কোনো ব্যক্তি বা সংস্থার সারা জীবনের ইতিহাস সম্বন্ধে জানা যায়। শুধুমাত্র ইতিহাস জানা নয়, লেখ্যাগারে সংরক্ষিত নথি পরবর্তীকালে আইনগত বিবাদ মেটানো, বাণিজ্যিক ব্যবহার, প্রশাসনিক ও সামাজিক দলিল হিসেবে কাজে লাগে। লেখ্যাগার এর নথিগুলি কখনো-সখনো গবেষণামূলক বই বা পত্রিকায় প্রকাশিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে অপ্রকাশিত থাকে। এটাই গ্রন্থাগারের সাথে এর পার্থক্য।
The word "Museum" was first used in the seventeenth century, although its origin comes from the Latin word "museum," ultimately derived from the Greek word "Μουσεῖον" (Mouseion), meaning a temple dedicated to the Muses.
The definition of a museum varies in different dictionaries. According to the Oxford Living Dictionary, a museum is a place where objects of historical, scientific, artistic, or cultural importance are preserved and displayed. The International Council of Museums (ICOM) has changed its definition of a museum several times. In 1946, their first definition was broad, including botanical and zoological gardens and objects of cultural, scientific, and historical significance.
In 2007, at the General Assembly in Vienna, ICOM defined a museum as an institution that is open to the public and serves the community and its development. It is a non-profit, permanent establishment that acquires, conserves, researches, communicates, and exhibits the tangible and intangible heritage of humanity and its environment for the purposes of education, study, and enjoyment.
The term Archive comes from the Greek word "Archion", which referred to the office of the chief magistrate or archon in ancient Greece, where the official documents were kept under his supervision.
An archive is a place where historical, administrative, and cultural documents or collections are stored. In the archive, primary documents provide information about the entire life history of individuals or organizations. It serves not only to understand history but also to utilize preserved documents for legal disputes, commercial purposes, and administrative, and social evidence. The documents stored in the archive are not limited to historical knowledge; they play a role in resolving legal disputes, and commercial applications, and serving as administrative and social evidence. While some documents in the archive may occasionally be published in research-oriented books or journals, a significant portion remains unpublished, setting it apart from a library. This is the distinction between an archive and a library.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন