খলজি বিপ্লব
জালাল উদ্দিন খলজি নেতৃত্বে খলজীগন ইলবারি তুর্কিদের বিরুদ্ধে জয় লাভ করলে ইলবারি তুর্কিদের হাত থেকে দিল্লির ক্ষমতা খলজি বংশের হাতে হস্তান্তরিত হয় ( ১২৯০ খৃঃ )। বলবনের পুত্র কায়কোবাদকে পরাস্ত করে খলজীরা ক্ষমতা দখল করেছিল। দিল্লিতে খলজীদের এই ক্ষমতা দখলকে আর. পি. ত্রিপাঠী ও এস কে লাল প্রমূখ ঐতিহাসিক 'খলজি বিপ্লব' নামে অভিহিত করেছেন।
খলজি গণ তুর্কি বংশোদ্ভূত ছিল কিনা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। জিয়াউদ্দিন বারানী খলজি গনকে তুর্কি জাতি থেকে সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র বলে উল্লেখ করেছেন।ঐতিহাসিক নিজামুদ্দিন মনে করেন খলজীরা চেঙ্গিস খানের জামাতা কুলিজ খানের বংশধর। তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন খলজীরা তুর্কিদের একটি শাখা। আফগানিস্তানের হেলমন্দ নদীর উভয় তীর খলজ নামে পরিচিত ছিল। এখানে যেসব খলজীরা বসবাস করত তারা খলজী নামে পরিচিত হয়। দীর্ঘদিন আফগানিস্তানে থাকার ফলে এদের ভিতর আফগানি বৈশিষ্ট লক্ষ্য করা গেছিল।
তাবকত-ই-নাসিরি থেকে জানা যায়, খলজীগন সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘরির সময় থেকেই ভারতে এসেছিলেন। তারা ধীরে ধীরে তুর্কি সুলতানদের অধীনে চাকরি গ্রহণ করেন, জালাল উদ্দিন খলজি সার-ই-জান্দার এর মত গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছিলেন। পরে তিনি সামানা প্রদেশের শাসক পদে নিযুক্ত হয়েছিলেন। তিনি মঙ্গল আক্রমণের বিরুদ্ধে বিশেষ কৃতিত্ব দেখালে, শায়েস্তা খান উপাধিতে ভূষিত হন। কায়কোবাদের সময় জালাল উদ্দিন সেনা বিভাগের মন্ত্রী নিযুক্ত হয়েছিলেন এবং এই সময় তিনি ছিলেন ভারতবর্ষের সমস্ত খলজি দের নেতা। তবে তার এই পদ লাভ তুর্কি আমীরগণ ভালো চোখে দেখেননি। এই পরিস্থিতিতে কায়কোবাদের অসুস্থতাকে কেন্দ্র করে খলজী ও তুর্কিদের মধ্যে চরম স্বার্থ সংঘাত দেখা দেয়। শেষ পর্যন্ত জালাল উদ্দিন তুর্কিদের দুই নেতা কাচন ও সুরখা কে নিহত করে সমস্ত ক্ষমতা নিজে কুক্ষিগত করেছিলেন। এরপর তিনি কায়কোবাদ ও কায়ুমার্সকে হত্যা করে ১২৯০ খ্রিস্টাব্দে কিলোঘিরি প্রাসাদে সিংহাসনে বসেন।
এইভাবে ইলবারি তুর্কি শাসনের অবসান ঘটিয়ে জালালউদ্দিন ফিরোজ দিল্লিতে খলজি বংশের শাসনকাল এর সূচনা। খলজি গান কোন রাজ্ রক্তের অধিকারী ছিল না, তারা ছিল একেবারেই সাধারণ শ্রেণীভুক্ত। তাই তুর্কিদের সঙ্গে খলজীদের এই লড়াইয়ে অনেক ঐতিহাসিক শ্রেণিসংগ্রাম লক্ষ্য করেছেন। এছাড়া খলজীদের জয়লাভ এর সাথে সাথে ভারতীয় বংশোদ্ভূত মুসলমানদের রাজত্ব শুরু হয়। ডক্টর কে এস লাল বলেছেন "the revolution resulted in the supercession of commoner's government over that of the Blue blood"
Thank you sir.
উত্তরমুছুন