ফ্রান্সে অভিজাত বিদ্রোহ
ফরাসি বিপ্লব কে বুর্জোয়া বিপ্লব বলা হলেও, এই বিপ্লবের সূচনা হয়েছিল অভিজাতদের দ্বারা। জর্জ লেফেভর অভিজাতদের বিদ্রোহ কে 'অভিজাত বিপ্লব' বলেছেন। বিপ্লবের প্রাক্কালে রাজকোষে চরম সংকট দেখা দিয়েছিল তার থেকে উত্তরনের জন্য ফরাসী সম্রাট বেশ কিছু সংস্কার প্রবর্তন করার চেষ্টা করেছিলেন, যেগুলো দ্বিতীয় এস্টেট বা অভিজাতদের স্বার্থের বিরুদ্ধে গেছিল। এজন্যই অভিজাতরা রাজার বিরোধিতা করেছিলেন। তবে এর সঙ্গে ফরাসী বিপ্লবের মূল আদর্শ সাম্য, মৈত্রী ও স্বাধীনতার কোন যোগ ছিল না।
১৭৮৩ খ্রিস্টাব্দে ফরাসি অর্থনীতির দায়িত্ব নিয়ে কালোন অভিজাত ও যাজকদের করের আওতায় নিয়ে আসার জন্য বিশদ পরিকল্পনা করেন, যার উদ্দেশ্য ছিল ন্যায্য কর নীতির প্রবর্তন করা এবং পর্যায়ক্রমে এমন একটি কর ব্যবস্থা চালু করা হবে, যার ফলে সম্পদশালীদের করের অতিরিক্ত বোঝা বইতে হবে। তিনি টাইল ও গ্যাবেলের ভার লাঘব এবং বেগার প্রথা বা কার্ভির প্রচলন কমানোর কথা বলেন। কালোন সরকারি ব্যয় হ্রাস ও স্ট্যাম্পশুল্ক ব্যাপক বিস্তৃত করার কথাও বলেন। এছাড়া তিনি ফ্রান্সের স্থানীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রেও আমূল পরিবর্তনের কথা বলেন। অ্যালবার্ট গুডউইন লিখেছেন, "কালোনের সংস্কার নতুন কার্যকর বিকেন্দ্রীকরণ চেয়েছিল"। কিন্তু কালোনের এই সমস্ত পরিবর্তনের বিরুদ্ধে ব্যাপক বিরোধিতা দেখা দিলে ১৭৮৭ সালে কালোণকে পদচ্যুত করে তুলোঁর আর্চবিশপ লোমেনিক ব্রীনী কে তাঁর স্থানে আনেন ষোড়শ লুই।
ব্রীনী কালোনের বিরোধী হলেও তিনি অর্থমন্ত্রকের দায়িত্ব গ্রহণের পর, অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য যে প্রস্তাব দেন তার সঙ্গে কালোনের প্রস্তাবের বিশেষ পার্থক্য ছিল না। তাই ব্রীনী গণ্যমান্যদের সভায় তার প্রস্তাব পেশ করলে সভা তা মানতে অস্বীকার করে। এই পরিস্থিতিতে ব্রীনী পার্লামেন্টের মুখোমুখি হতে বাধ্য হন। শেষ পর্যন্ত ফরাসি সরকার পার্লামেন্টকে প্রতিশ্রুতি দেয় যে, ১৭৯২ সালে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকা হবে। এই পরিস্থিতিতে ১৭৮৭-৮৮ সালে রাজতন্ত্র ও অভিজাততন্ত্রের সঙ্ঘাত চরমে পৌঁছায়, ফ্রান্সের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ শহরে দাঙ্গার সূচনা হয়। ১৭৮৮ সালের ৭ই জুলাই গ্রেনোবিলে সৈন্য মোতায়েন করে পার্লামেন্ট কে দমন করার প্রয়াস চালানো হলে নাগরিকরা টালি ছুড়ে সামরিক বাহিনীকে তাড়িয়ে দেয়, যা ইতিহাসে 'টালি দিবস' নামেও পরিচিত। আগস্ট মাসে রাজা ব্রিনীকে মন্ত্রিত্বের পদ থেকে আপসারিত করেন এবং নেকারকে পুনরায় অরথমন্ত্রকের দায়িত্ত্ব দেন। রাজার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। অভিজাততন্ত্র জয়যুক্ত হয়।
অভিজাততান্ত্রিক বিপ্লব ফ্রান্সের স্থির নিস্তরঙ্গ সমাজকে সজোরে আঘাত করেছিল। অভিজাত বিদ্রোহ রাজতন্ত্রের নিরঙ্কুশ ক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে ছিল। ১৭৮৯ সালে মে মাসে স্টেটস জেনারেলের অধিবেশন আহবান করা হলে এই রাজতন্ত্র বিরোধী হাতিয়ার হাতে তুলে নিয়েছিল অপেক্ষাকৃত প্রগতিশীল বুর্জোয়ারা ।.এরা রাজার বিরোধিতায় অভিজাতদের কৌশলই অবলম্বন করেছিল। তাই ঐতিহাসিক জর্জ রুদে অত্যন্ত সঠিকভাবেই বলেছেন, ফ্রান্সের অভিজাত বিদ্রোহ ছিল ফরাসি বিপ্লবের Curtain raiser.
Si'r... Eta khub.. Valo laglo... Pore. Erakom.. R.. O.. Ki6u.. Valo valo... Question ans. Apnar kach theke... Ami.. Asa kori.. 🙏👍.
উত্তরমুছুন