Please visit our Homepage and Subscribe us.
Who was Amir Khusrau | আমীর খসরু কে ছিলেন
সুলতানি যুগের লেখকদের মধ্যে অন্যতম ছিলেন আমির খসরু, তিনি প্রকৃত পক্ষে ছিলেন একজন কবি। আমির খসরু জালাল উদ্দিন খলজি এবং মোহাম্মদ তুঘলকের সমসাময়িক ছিলেন। তিনি কবি হলেও ঐতিহাসিক গ্রন্থের রচনা করেছিলেন। তার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ খাজা- ইন- উল -ফুতুহ। এটি পারসিক ভাষায় লেখা। আমির খসরু ছিলেন আলাউদ্দিনের সভা ঐতিহাসিক।
Amir Khusrau |
আমির খসরু আলাউদ্দিনের প্রতি একটু বেশিই আনুগত্য দেখিয়েছেন। তাই আলাউদ্দিনের দোষ ত্রুটি তাঁর চোখে ধরা পড়েনি। তার গ্রন্থে আলাউদ্দিনের রাজত্বের প্রথম 16 বছরের শাসনকাল ও মালিক কাফুরের দাক্ষিণাত্য অভিযান এর বিশদ বিবরণ আছে। তাঁর রচিত অন্যতম গ্রন্থ গুলি হল কিরন-উস-সাদিন, মুফতা-উল-ফত্, আসিক।
আমীর খসরুর লেখা তুঘলক নামা গ্রন্থে গিয়াসউদ্দিন তুঘলক এর সিংহাসন লাভের বর্ণনা আছে। তথ্য পরিবেশনের ক্ষেত্রে তিনি সময়ানুক্রম কে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর গ্রন্থে উল্লেখিত সাল তারিখ বেশিরভাগই সঠিক প্রমাণিত হয়েছে।
Thanks for reading.
হিন্দুস্তানের তোতাপাখি
উত্তরমুছুনখসরু রচিত অন্য একটি গ্রন্থ দেবলাদেবীর উপাখ্যান।
উত্তরমুছুনThank you sir
উত্তরমুছুন