Magic | জাদু বিদ্যা
আদিম মানব জাতির কাছে জাদু ছিল ধর্মীয় বিশ্বাসের অঙ্গ। প্রাকৃতিক বা অপ্রাকৃতিক ঘটনাবলীকে অলৌকিক উপায়ে নিয়ন্ত্রণ করার নামই হল Magic বা যাদুবিদ্যা। Magic দুই প্রকার- White magic ও Black magic । অর্থহানি, স্বাস্থ্যহানি, শাস্তিভোগ, বিচ্ছেদ-বিড়ম্বনা প্রভৃতি অমঙ্গলের জন্য দায়ী করা হত অপদেবতা, শয়তান, ভুত-প্রেত ইত্যাদিকে। এদের প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ যাদুবিদ্যার আশ্রয় নিত। কারোর মঙ্গলের জন্য যাদুবিদ্যার আশ্রয় নেয়া হলে তাকে White magic বা সাদা জাদু বলা হত। বশীকরণ প্রভৃতি ক্ষতিকারক কাজের উদ্দেশ্যে যে জাদু করা হতো তাকে কালা জাদু বা Black magic বলা হত। White magic সমাজে বৈধ ছিল। কিন্তু Black magic অবৈধ হওয়ায় গোপনে তা সম্পাদন করতে হত।
Magic এর অংশ তিনটি- মন্ত্র, মন্ত্রপূতঃ বস্তু ও মন্ত্রাচার। মন্ত্রপূত বস্তু হিসেবে যার ওপর জাদু করা হবে তার চুল, নখ, গায়ের ময়লা, বিভিন্ন জীবজন্তুর দেহাংশ গাছ গাছড়া ও বিভিন্ন বস্তুর প্রয়োজন হয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায় ও উপকরণ ব্যবহার করে যাদুবিদরা মানুষের সমস্যা সমাধান করতেন। কালা জাদু চর্চায় অপরিহার্য ছিল শিং; কারণ শিংকে শয়তানের প্রতীক মনে করা হত। জাদুবিদ্যা যারা করতেন তাদের বলা হত ম্যাজি।
যাদুবিদ্যা চর্চায় গুরুত্বপূর্ণ ছিল গ্রীক ও রোমানদের অবদান। জাদু বিদ্যার দেবী ছিলেন হেকেটি। গ্রীকরা যাদুবিদ্যার জন্য সৃষ্টি করেছিল বিশেষ বর্ণমালা। ইহুদিদের মধ্যে যাদুবিদ্যার ব্যাপক প্রচলন ছিল। কিং সলোমন এমনই একজন বিখ্যাত জাদুবিদ । যোহান রোজা সে যুগের বিখ্যাত জাদুকর ছিলেন। তার একটি আংটি ছিল, যাতে তিনি প্রেতাত্মাকে আটকে রেখেছিলেন বলে মনে করা হতো। তার মৃত্যুর পর তার আংটিটি হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রকাশ্য দিবালোকে গুঁড়িয়ে দেয়া হয়।
'ভুডু' ছিল এক ধরনের কালা জাদু। 'ভুডু' কথার অর্থ আত্মা। এই যাদুবিদ্যায় কবরের লাশ জ্যান্ত করে গোলামের মতো খাটানো যায়। ভুডুবিদ্যা চর্চার উৎপত্তি হাইতিতে এবং এর ব্যাপক প্রচলন আছে আফ্রিকাতে। শামানকে কেউ বলেন কবিরাজ, কেউ বলেন জাদুকর মনে করা হত যে, এরা মৃত ব্যক্তির আত্মার কাছ থেকে জ্ঞান সংগ্রহ করতে পারেন এবং ইচ্ছা করলে এরা নাকি নশ্বর দেহ ত্যাগ করে স্বর্গ বা নরকে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারে। এদের আদি বাস ছিল সাইবেরিয়া। সোভিয়েত শাসনের অত্যাচারে এরা সেখান থেকে পালিয়ে যায়।
Magic in Medieval Europe
To early humans, magic was an integral part of religious belief. The practice of controlling natural or supernatural events through extraordinary means was called Magic. Magic was of two types: White Magic and Black Magic. Misfortunes such as financial loss, illness, punishment, separation, and similar troubles were attributed to malevolent forces like evil spirits, demons, or ghosts. To escape their influence, people sought refuge in magic. If magic was practiced for someone’s benefit, it was called White Magic. Harmful purposes, such as subjugation and causing harm, were achieved through Black Magic. While White Magic was socially acceptable, Black Magic was illegal and thus had to be performed secretly.
Magic had three components: Mantras (spells), magically empowered objects, and rituals. For magically empowered objects, items belonging to the target—such as hair, nails, dirt from their body, animal parts, plants, or other materials—were required. Using natural methods and elements, magicians solved people’s problems. In Black Magic, horns were essential because they were considered symbols of the devil. Those who practiced magic were called Magis.
The Greeks and Romans contributed significantly to the practice of magic. The goddess of magic was Hecate. The Greeks even created a special alphabet for magical practices. Among the Jews, magic was widely practiced. King Solomon was a famous magician. Another well-known magician was Johann Faust, who was believed to have trapped spirits in a magical ring. After his death, this ring was destroyed in public by smashing it with a hammer.
Voodoo was a form of Black Magic. The word "Voodoo" means spirit. This magic was believed to revive corpses to work as slaves. The practice of Voodoo originated in Haiti and became widespread in Africa.
The Shamans were also significant figures in magic. Some called them healers, while others considered them magicians. It was believed that they could gain knowledge from the spirits of the dead and could leave their mortal bodies to wander freely in heaven or hell. Their original homeland was Siberia, but they fled due to persecution under Soviet rule.
Thus, magic, deeply rooted in ancient beliefs, served as a tool for explaining and influencing the mysteries of life through supernatural means.
Thanks for reading.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন