বিজ্ঞান বিপ্লব ও আধুনিক শরীর বিজ্ঞান
বিজ্ঞান বিপ্লবের সময় বিজ্ঞানীদের দৃষ্টি শুধু দূর আকাশেই নিবদ্ধ ছিল না, তা মানবদেহের প্রতিও অভিনিবিষ্ট করেছিল। মানুষ নিজেই ছিল এক ক্ষুদ্র বিশ্ব-- এক অনুবিশ্ব। এহেন মানব দেহ কিভাবে কাজ করে তার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন একের পর এক গ্রিক ডাক্তার যাদের কূলচূড়ামণি হিসাবে অবশেষে আবির্ভূত হন গ্যালেন। গ্যালেন এর তত্ত্ব টলেমির মহাকাশ বর্ণনার মতোই আপ্ত-মর্যাদা লাভ করেছিল। কিন্তু আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় গ্যালেন তত্ত্বের বহু ভুল সামনে এলো এবং শরীর বিজ্ঞানে অভূতপূর্ব পরিবর্তন ঘটে গেল।
কোপার্নিকাস যখন সৌরকেন্দ্রিক ব্রম্ভান্ডের চিত্র আঁকছিলেন তখন পাদুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রিয়াস ভেসালিয়াস (1514-64) শব ব্যবচ্ছেদ করে মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে বিশদ বিবরণ দিলেন (De Humani Corporis Fabrica-- 1543)। ফলে গ্যালেনের শরীরতত্ত্ব এর বহু ভ্রান্তি দূর হল।
![]() |
আন্দ্রেয়াস ভেসলিয়াসের রেখাচিত্র |
চিকিৎসা ক্ষেত্রে হার্ভের এই আবিষ্কার তেমন কোন তাৎক্ষণিক প্রভাব ফেলেনি। চিকিৎসকেরা প্রধানত গ্যালেনের ওপরই নির্ভর করত। রক্ত বেরিয়ে গেলে যে মানুষের মৃত্যু ঘটে তা রোধ করার উদ্দেশ্যে পারে (Pare) প্রমূখ শল্যবিদ যেসব পদ্ধতি ইতিমধ্যে প্রয়োগ করেছিলেন, তাকে অবশ্য হারভের আবিষ্কার যুক্তিসঙ্গত বলে প্রমাণ করল। কিন্তু এই তত্ত্বের আসল গুরুত্ব এই যে, যুক্তিশাসিত সত্যিকারের একটা শক্তপোক্ত বনেদ তৈরি হয়ে গেল। সপ্রাণ জীব সম্পর্কে যে ছবিটা ধীরে ধীরে গড়ে উঠল সেটা এরকম-- 'জলসেচিত ক্ষেত্রের' মত একগুচ্ছ অঙ্গের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে আর তারই ফলে রাসায়নিক উপায়ে প্রতিটি অঙ্গ পুষ্টি লাভ করছে এবং বাকি অঙ্গসমূহের সঙ্গে যোগাযোগ রাখছে।
The Scientific Revolution and Modern Physiology
During the Scientific Revolution, scientists did not focus solely on the distant skies—they also turned their attention to the human body. The human being was itself a microcosm, a miniature universe. Detailed explanations of how the human body functioned were provided by a succession of Greek physicians, culminating in Galen, who stood as the pinnacle of medical knowledge. Galen’s theories gained the same authoritative status as Ptolemy’s celestial descriptions. However, modern scientific research exposed many errors in Galen’s theories, leading to unprecedented changes in physiology.
While Copernicus was sketching his heliocentric model of the universe, Andreas Vesalius (1514–64), a professor at the University of Padua, conducted human dissections and provided detailed descriptions of the body’s organs (De Humani Corporis Fabrica, 1543). This corrected many of Galen’s anatomical misconceptions.
The English scientist William Harvey (1587–1657) sought to provide a mechanical explanation for blood circulation in the body. According to Galen’s teachings, it was widely believed that blood in the veins was blue, while arterial blood was red, and that the two circulatory systems had no connection. Arterial blood was thought to constantly invigorate the body, while venous blood carried nutrients from the liver. In his 1628 work, *Exercitatio Anatomica de Motu Cordis et Sanguinis in Animalibus*, Harvey presented a new kind of anatomical and physiological documentation. This was not merely a record of dissections but the result of applied hydraulic engineering experiments. Harvey demonstrated how the heart pumps blood through veins and arteries, and how this blood, after being purified, returns to the heart. Unlike Galileo, who could provide visual proof of his discoveries, Harvey could not directly observe blood circulation inside the body—it had to be logically deduced. The existence of capillary vessels, through which blood flows in hair-thin channels, was later confirmed by the Italian scientist Malpighi in 1624 using a microscope.
Harvey believed in the analogy between the structure of the universe, as described by Copernicus, and the structure of the human body. He declared that the heart was the sun or center of this microcosm called the body. Its pulsation kept the blood in motion, purified it, sustained life, and prevented decay or stagnation.
Harvey’s discovery did not have an immediate impact on medical practice. Physicians still primarily relied on Galen. However, his theory logically justified surgical methods already in use, such as those employed by Ambroise Paré to prevent death from blood loss. The true significance of Harvey’s theory lay in establishing a rational, evidence-based foundation for physiology. The emerging understanding of living organisms was this: blood flows through a network of organs like water through an irrigated field, chemically nourishing each organ and maintaining communication among them.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন