মুঘল সাম্রাজ্যের পতনে কৃষক বিদ্রোহ গুলির ভূমিকা
সপ্তদশ শতকের শেষ ভাগ থেকে অষ্টাদশ শতকের গোড়ার দিকে ঘটে যাওয়া একাধিক কৃষক বিদ্রোহকে মুঘল সাম্রাজ্যের অবনতির বড় কারণ বলে মনে করা হয়। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ সমকালীন গ্রামীণ সমাজ সহজভাবে মেনে নেয়নি। কাজেই মুঘল সাম্রাজ্যের ইতিহাসে কৃষক বিদ্রোহের ব্যাপারটি মাঝে মাঝেই দেখা দিত। কিন্তু শক্তিশালী শাসকদের সময় বিদ্রোহ সেইভাবে বৃহৎ আকার ধারণ করতে পারেনিন। কিন্তু সপ্তদশ শতকের শেষ ভাগে এবং অষ্টাদশ শতকের সূচনালগ্ন থেকেই মুঘল শক্তির দুর্বলতা প্রকট হয়ে উঠলে কৃষক বিদ্রোহ গুলি ব্যাপক আকার নিতে থাকে। আর এইসব ক্ষেত্রে সাধারণত স্থানীয় জমিদাররা নেতৃত্ব দিতে থাকে।
ওরঙ্গজেব এর মৃত্যুর পরবর্তী সময়ে কৃষক বিদ্রোহ গুলি ব্যাপক আকার নিতে থাকে। একাধিক জমিনদার কৃষকদের বিদ্রোহে নেতৃত্ব দিতে থাকে। 1715 খ্রিস্টাব্দে রাজপুত জমিনদাররা মুঘল প্রশাসনকে কার্যত পঙ্গু করে দিয়েছিল। প্রসঙ্গত বলা চলে শিবাজীও অত্যাচারিত কৃষকদের নিয়েই তার বাহিনী করে তুলেছিলেন। মুঘল শক্তির দুর্বলতার সুযোগে জমিনদাররা একাধিক স্থানে কেল্লা তৈরি করে ও সশস্ত্র সেনাদল সাজিয়ে প্রায় স্বাধীন হয়ে উঠেছিল। এইভাবে গ্রামীণ এলাকায় মুঘল কর্তৃত্ব দ্রুত কমে আসতে থাকে। আর গ্রামীণ এলাকাই ছিল মুঘল রাজস্বের প্রধান উৎস। তাই গ্রামীণ এলাকা হাতছাড়া হতে থাকলে মুঘল অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং সাম্রাজ্যের সংকট আরও ত্বরান্বিত হয়।
____________________
Thanks for reading.
Pravat Bhushan Bandyopadhyay
SACT, Sonarpur Mahavidyalaya.
Sir exam clearly Kobe hbe???
উত্তরমুছুনসমগ্র মুঘল সাম্রাজ্য সবথেকে বড় কৃষক বিদ্রোহ কোনটি ছিল ?
উত্তরমুছুন