Please visit our Homepage and Subscribe us.
প্রাচীন ভারতে মুদ্রাঃ 300 BC-300 CE
বাণিজ্যিক ক্রিয়া-কলাপের অন্যতম শর্ত হল মুদ্রা অর্থনীতি। প্রাচীন ভারতে মুদ্রার প্রথম ব্যবহার লক্ষ্য করা যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নাগাদ। এই মুদ্রা গুলিতে কোন রাজার নাম থাকত না। একদিক ছাপ দেওয়া এই তাম্রমুদ্রাগুলি 'অঙ্ক চিহ্নিত মুদ্রা' নামে পরিচিত ছিল।
বাণিজ্যের অগ্রগতির সাথে সাথে মুদ্রার ব্যবহার ক্রমশ বাড়তে থাকে। মৌর্য আমলে অঙ্ক চিহ্নিত মুদ্রা ব্যবহারের পাশাপাশি ছাঁচে ঢালা (কাস্ট) মুদ্রার ব্যবহার শুরু হয়। 'তোরণের উপর বসা ময়ূর'-এর নকশা কাটা মুদ্রাকে সাধারনত মৌর্য মুদ্রা বলা হয়। মৌর্য মুদ্রায়ও শাসকের নাম বা পরিচয় অনুপস্থিত। কিন্তু অর্থশাস্ত্রে মুদ্রা প্রস্তুতির উপর রাষ্ট্রীয় অধিকার বলবৎ করার কথা বলা হয়েছে। যে রাজকর্মচারী মুদ্রা তৈরির তদারকি করতেন তাকে রূপদর্শক বলা হত।
মৌর্য পরবর্তী ভারতে ব্যবসা-বাণিজ্যের অভূতপূর্ব বিস্তার ঘটে। ফলে মুদ্রার ব্যবহার ব্যাপক বৃদ্ধি পায়। ইন্দোগ্রীকরা সোনা ও রুপার মুদ্রা নিয়মিত ভাবে চালু করেছিলেন। উত্তর ভারতে কুষাণ মুদ্রার গুরুত্ব
ছিল বেশি। তারা স্বর্ণ, রৌপ্য ও তাম্র তিন ধাতুর মুদ্রা প্রস্তুত করেন। আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজনে বাণিজ্যের কথা মাথায় রেখেই বিম কদফিসেস রোমক স্বর্ণমুদ্রার আদলে স্বর্ণমুদ্রা চালু করেন। ব্রতীন্দ্রনাথ মুখার্জির গবেষণা থেকে জানা যায়, রৌপ্যমুদ্রা নির্মাণে কুষান শাসকেরা সাধারনত বেসরকারি উদ্যোগকে মেনে নিতেন। কিন্তু রোম ভারত বাণিজ্যে গুরুত্বপূর্ণ এলাকা নিম্ন সিন্ধু উপত্যকায় মুদ্রায় অতিরিক্ত খাদের সমস্যা লক্ষ্য করে এই এলাকার রৌপ্য মুদ্রা তৈরির দায়িত্ব রাজকীয় টাঁকশাল এর উপর অর্পণ করেন। কুষাণদের তাম্রমুদ্রা গুলির তিন প্রকার ওজন ছিল: 17 গ্রাম 8-8.5 গ্রাম ও 4-5 গ্রাম।
গোতমীপুত্র সাতকর্নির মুদ্রা |
দাক্ষিণাত্যের সাতবাহন রাজারা ও নিয়মিত মুদ্রা প্রচলন করতেন। সাতবাহনরা রুপো ও তামার মুদ্রা প্রচলন করেছিলেন। সীসা ও পোতিন মুদ্রা চালু করেছিলেন। এছাড়া মধ্যভারতের নাগবংশীয় এবং কৌশাম্বী, মথুরা, অবন্তী এবং অহিছত্রের মিত্রবংশীয় রাজারা তাম্রমুদ্রা প্রস্তুত করেছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, মধ্যভারতের অনেকগুলো অরাজতান্ত্রিক কৌম সংগঠনও তাম্র মুদ্রা প্রচলন করেছিল। প্রকৃতপক্ষে আলোচ্য পর্ব বাণিজ্যিক দিক থেকে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে মুদ্রার প্রচলন সর্বত্র অপরিহার্য হয়ে পড়েছিল।
Thanks for reading.
শক ক্ষত্রপ নহপান এর মুদ্রা ভান্ডার ছিল যুগল থুম্বিতে গৌতমীপুত্র এটি দখল করে নিজস্ব ছাপমারা মুদ্রার প্রবর্তন করেন|
উত্তরমুছুনব্রতীন্দ্রনাথ মুখার্জির লেখা বই টাকাকড়ি আবির্ভাবের যুগ এই বিষয়ে তথ্য দিতে পারবে
উত্তরমুছুন