Women in Medieval Europe | মধ্যযুগীয় ইউরোপে নারী
যে কোন সভ্যতার উৎকর্ষতা বিচার করতে গেলে সেই সময়ের নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। মধ্যযুগের ইউরোপে নারীর অবস্থান নির্ধারিত হয়েছিল বাইবেলের বর্ণনা অনুসারে। আদমের পাঁজর থেকে তৈরি হওয়া ইভ নৈতিক ভাবে দুর্বল ছিলেন। ইভ পাপের প্রলোভনে ধরা দিয়েছিলেন, নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিলেন। এইজন্য বাইবেল অনুসারে, নারী পুরুষের কর্তৃত্বাধীনে থাকবে বলে মনে করা হয়। একমাত্র কুমারী মাতা মেরী ছিলেন পরম পূজনীয় ও শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব।
মধ্যযুগের পরিবার ছিল পিতৃতান্ত্রিক। সমাজে সর্বত্রই পুরুষের শাসন। রাজতন্ত্র, শাসনতন্ত্র, অর্থনীতি সর্বক্ষেত্রেই পুরুষের কর্তৃত্ব বিদ্যমান ছিল। তবে ক্রুসেডের সময় থেকে মহিলাদের অবস্থানের উন্নতি হয়েছিল। কারণ ইউরোপ যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়ার ফলে পরিবারগুলোতে পুরুষের নিয়ন্ত্রণ কমে যায়। মহিলাদের হাতে পরিবারগুলো দেখভালের দায়িত্ত্ব পড়েছিল। এমনকি তারা সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন।
অভিজাত মহিলাদের তুলনায় নিম্নবর্গীয় মেয়েরা অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা ভোগ করত। কৃষক রমণীরা তার পুরুষ সহকর্মীদের সাহায্যের জন্য মাঠে যেত। গার্হস্থ্য জীবনযাপনের পাশাপাশি স্ত্রীর অন্যতম কর্তব্য ছিল স্বামীকে সাহায্য করা। মধ্য যুগে বহু চিত্রে মাকু হাতে বস্ত্রবয়নরত মহিলার ছবি আবিষ্কৃত হয়েছে ।বিভিন্ন কুটির শিল্পে নারীর অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ। হপস নামক এক ধরনের লতাগুল্ম থেকে বিয়ার তৈরীর কাজ মেয়েরাই করত। শহরবাসী মহিলারা চামড়া শিল্প, ধাতু শিল্প এমনকি দোকান চালানোর কাজে নিযুক্ত থাকতো। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় কৃষক রমণীর উপর সামন্তপ্রভূর কর্তৃত্ব বজায় থাকতো।
মধ্যযুগের নারীদের বিবাহের বয়স ছিল খুবই কম। স্বামীহারা বিধবার অধিকাংশই সন্ন্যাসিনী হিসেবে মঠে আশ্রয় নিতেন। অনেকে মঠে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। কয়েকজন শিক্ষিতা সন্ন্যাসিনী মঠ অধ্যক্ষ বা Abbesse হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। অনেক মহিলা ধাত্রী মায়ের মতো গুরুত্বপূর্ণ কাজও করেছিলেন।
The position of women at that time is an important consideration when judging the superiority of any civilization. The position of women in medieval Europe was determined by Biblical descriptions. Eve, made of Adam's ribs, was morally weak. Eve was caught in the temptation of sin, eating the forbidden fruit. Therefore, according to the Bible, women are considered to be in control of men. Mary, the only virgin mother, was a highly respected and revered figure.
The Medieval European family was patriarchal. Male rule is everywhere in the society. Male domination existed in monarchy, regime and economy. However, the position of women has improved since the time of the Crusades. Because of Europe's involvement in the war, men's control over their families has diminished. Women were responsible for taking care of the families. They were even responsible for maintaining the property.
Lower class women enjoyed more freedom upper class'. Peasant women would go to the field to help her male colleagues. In addition to domestic life, one of the duties of a wife was to help her husband. In the Middle Ages, many paintings depicting women weaving cloth with shuttle in their hands. The participation of women in various cottage industries was significant. The girls used to make beer from a type of herb called hops. Urban women were employed in the leather industry, metal industry and even running the shops. In the feudal society, the feudal lord dominated over the peasant women.
The age of marriage for medieval women was very low. Most of the widows took refuge in the monastery as nuns. Many held important positions in the monastery. A few educated nuns contributed themselves as monastery principals or Abbesses. Many women also did important work like midwives.
The Medieval European family was patriarchal. Male rule is everywhere in the society. Male domination existed in monarchy, regime and economy. However, the position of women has improved since the time of the Crusades. Because of Europe's involvement in the war, men's control over their families has diminished. Women were responsible for taking care of the families. They were even responsible for maintaining the property.
Lower class women enjoyed more freedom upper class'. Peasant women would go to the field to help her male colleagues. In addition to domestic life, one of the duties of a wife was to help her husband. In the Middle Ages, many paintings depicting women weaving cloth with shuttle in their hands. The participation of women in various cottage industries was significant. The girls used to make beer from a type of herb called hops. Urban women were employed in the leather industry, metal industry and even running the shops. In the feudal society, the feudal lord dominated over the peasant women.
The age of marriage for medieval women was very low. Most of the widows took refuge in the monastery as nuns. Many held important positions in the monastery. A few educated nuns contributed themselves as monastery principals or Abbesses. Many women also did important work like midwives.
present sir jayanta
উত্তরমুছুন