১৮৯৮ এর সংস্কার | Hundred days' Reform ১৮৯৮ সালে চীনে মাঞ্চু শাসক গুয়াংশুর রাজত্বকালে যে শাসনতান্ত্রিক সংস্কার সাধিত হয় তা শত দিবসের সংস্কার নামে পরিচিত। উনিশ শতকের নব্বইয়ের দশকে চীনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা এক সংস্কারকামী জনমত গঠন করেছিল। যদিও এই জনমত ছিল বুর্জোয়া জনমত। নেতৃত্ব দিয়েছিলেন কাং ইউ ওয়েই। জনমতের চাপে পড়ে সম্রাট গুয়াংশি সংস্কার সাধন করলেও পরবর্তীকালে রক্ষণশীলদের চাপে তা ব্যর্থ হয় এবং সম্রাটের পদচ্যুতি হয়। মাত্র ১০০ দিন স্থায়ী এই সংস্কার শত দিবসের সংস্কার নামে পরিচিত। উনিশ শতকের শেষ দশকে চীনে বেশ কিছু দেশীয় শিল্প গড়ে উঠেছিল। ফলে চীনে একটি শিল্পপতি বুর্জোয়া শ্রেণীর উত্থান ঘটছিল। অন্যদিকে আবার শিল্পাশ্রয়ী সর্বহারার সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। ইতিমধ্যে ১৮৯৫ খ্রিস্টাব্দে জাপানের হাতে চীনের শোচনীয় পরাজয় এবং মর্যাদাহানি চীনের শিক্ষিত যুবকদের মধ্যে নতুন ভাবনা চিন্তার উদয় ঘটিয়েছিল। এই সব দেশপ্রেমিকদের অধিকাংশই ছিলেন ছাত্র, বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন সান ইয়াৎ সেন, যিনি মাঞ্চুদের ক্ষমতাচ্যুত করার একট...